আদিপুস্তক 5
5
আদমের বংশতালিকা
1আদমের বংশতালিকা এইরূপঃ মানুষ সৃষ্টি করার সময় ঈশ্বর নিজের সাদৃশ্যেই তাকে গঠন করেছিলেন।#আদি 1:27-28 2তিনি তাদের সৃষ্টি করেছিলেন নর এবং নারীরূপে এবং সৃষ্টিকালে তাদের আশীর্বাদ করে মানবজাতি নামে অভিহিত করেন।#মথি 19:4; মার্ক 10:6
3আদম একশ ত্রিশ বছর বয়সে নিজের সাদৃশ্যে ও প্রতিকৃতিতে এক পুত্রের জন্মদান করে তার নাম রাখলেন শেথ। 4শেথ-এর জন্মের পর আদম আরও আটশ বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন। 5নয়শো ত্রিশ বছর বয়সে আদমের মৃত্যু হয়। 6শেথ-এর একশো পাঁচ বছর বয়সে ইনোশের জন্ম হল। 7ইনোশের জন্মের পর শেথ আরও আটশো সাত বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দেন। 8নয়শো বারো বছর বয়সে শেথ-এর মৃত্যু হয়।
9ইনোশের নব্বই বছর বয়সে কৈননের জন্ম হয়। 10কৈননের জন্মের পর ইনোশ আরও আটশো পনেরো বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দেন। 11নয়শো পাঁচ বছর বয়সে ইনোশের মৃত্যু হয়। 12কৈননের সত্তর বছর বয়সে মহলাল-এল-এর জন্ম হয়। মহলাল-এল-এর জন্মের পর 13কৈনন আটশো চল্লিশ বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দিলেন। 14কৈনন নয়শো দশ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। 15মহলাল-এল-এর পঁয়ষট্টি বছর বয়সে যেরেদ-এর জন্ম হল। 16যেরেদ-এর জন্মের পর মহলাল-এল- আটশো ত্রিশ বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দেন। 17মহলাল-এল আটশো পঁচানব্বই বছর জীবিত ছিলেন।
18যেরেদ-এর একশো বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম হয়।
19হনোকের জন্মের পর যেরেদ আটশো বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন। 20যেরেদ নয়শো বাষট্টি বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন।
21হনোকের পঁয়ষট্টি বছর বয়সে মেথুশেলার জন্ম হয়। 22মেথুশেলার জন্মের পর হনোক তিনশো বছর ঈশ্বরের নিবিড় সান্নিধ্যে জীবন যাপন করছিলেন। 23তাঁর আরও পুত্রকন্যা জন্মগ্রহণ করে।
24হনোক তাঁর জীবনের তিনশো পঁয়ষট্টি বছর পরে লোকচক্ষুর অন্তরালে চলে যান। কারণ ঈশ্বর তাঁকে আপন আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন।#হিব্রু 11:5; যিহুদা 14
25মেথুশেলা একশো সাতাশী বছর বয়সে লেমেকের জনক হলেন। 26লেমেকের জন্মের পর মেথুশেলা সাতশো বিরাশী বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন। 27মৃত্যুকালে মেথুশেলার বয়স নয়শো ঊনসত্তর বছর হয়েছিল।
28একশো বিরাশী বছর বয়সে লেমেকের একটি পুত্র হয়।
29তিনি তার নাম রাখলেন নোহ। তিনি বললেন, প্রভু পরমেশ্বর যে ভূমিকে অভিশপ্ত করেছেন সেই ভূমিতে আমাদের প্রচেষ্টা ও কঠোর শ্রমের ক্লেশ থেকে এই শিশু আমাদের সান্ত্বনা জোগাবে।
30নোহের জন্মের পর লেমেক পাঁচশো পঁচানব্বই বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দিলেন। 31লেমেক সাতশো সাতাত্তর বছর পর্যন্ত জীবিত ছিলেন। 32পরে নোহের পাঁচশো বছর বয়সে শেম, হাম ও যাফত-এর জন্ম হয়।
المحددات الحالية:
আদিপুস্তক 5: BENGALCL-BSI
تمييز النص
شارك
نسخ
هل تريد حفظ أبرز أعمالك على جميع أجهزتك؟ قم بالتسجيل أو تسجيل الدخول
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
আদিপুস্তক 5
5
আদমের বংশতালিকা
1আদমের বংশতালিকা এইরূপঃ মানুষ সৃষ্টি করার সময় ঈশ্বর নিজের সাদৃশ্যেই তাকে গঠন করেছিলেন।#আদি 1:27-28 2তিনি তাদের সৃষ্টি করেছিলেন নর এবং নারীরূপে এবং সৃষ্টিকালে তাদের আশীর্বাদ করে মানবজাতি নামে অভিহিত করেন।#মথি 19:4; মার্ক 10:6
3আদম একশ ত্রিশ বছর বয়সে নিজের সাদৃশ্যে ও প্রতিকৃতিতে এক পুত্রের জন্মদান করে তার নাম রাখলেন শেথ। 4শেথ-এর জন্মের পর আদম আরও আটশ বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন। 5নয়শো ত্রিশ বছর বয়সে আদমের মৃত্যু হয়। 6শেথ-এর একশো পাঁচ বছর বয়সে ইনোশের জন্ম হল। 7ইনোশের জন্মের পর শেথ আরও আটশো সাত বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দেন। 8নয়শো বারো বছর বয়সে শেথ-এর মৃত্যু হয়।
9ইনোশের নব্বই বছর বয়সে কৈননের জন্ম হয়। 10কৈননের জন্মের পর ইনোশ আরও আটশো পনেরো বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দেন। 11নয়শো পাঁচ বছর বয়সে ইনোশের মৃত্যু হয়। 12কৈননের সত্তর বছর বয়সে মহলাল-এল-এর জন্ম হয়। মহলাল-এল-এর জন্মের পর 13কৈনন আটশো চল্লিশ বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দিলেন। 14কৈনন নয়শো দশ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। 15মহলাল-এল-এর পঁয়ষট্টি বছর বয়সে যেরেদ-এর জন্ম হল। 16যেরেদ-এর জন্মের পর মহলাল-এল- আটশো ত্রিশ বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দেন। 17মহলাল-এল আটশো পঁচানব্বই বছর জীবিত ছিলেন।
18যেরেদ-এর একশো বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম হয়।
19হনোকের জন্মের পর যেরেদ আটশো বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন। 20যেরেদ নয়শো বাষট্টি বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন।
21হনোকের পঁয়ষট্টি বছর বয়সে মেথুশেলার জন্ম হয়। 22মেথুশেলার জন্মের পর হনোক তিনশো বছর ঈশ্বরের নিবিড় সান্নিধ্যে জীবন যাপন করছিলেন। 23তাঁর আরও পুত্রকন্যা জন্মগ্রহণ করে।
24হনোক তাঁর জীবনের তিনশো পঁয়ষট্টি বছর পরে লোকচক্ষুর অন্তরালে চলে যান। কারণ ঈশ্বর তাঁকে আপন আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন।#হিব্রু 11:5; যিহুদা 14
25মেথুশেলা একশো সাতাশী বছর বয়সে লেমেকের জনক হলেন। 26লেমেকের জন্মের পর মেথুশেলা সাতশো বিরাশী বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দেন। 27মৃত্যুকালে মেথুশেলার বয়স নয়শো ঊনসত্তর বছর হয়েছিল।
28একশো বিরাশী বছর বয়সে লেমেকের একটি পুত্র হয়।
29তিনি তার নাম রাখলেন নোহ। তিনি বললেন, প্রভু পরমেশ্বর যে ভূমিকে অভিশপ্ত করেছেন সেই ভূমিতে আমাদের প্রচেষ্টা ও কঠোর শ্রমের ক্লেশ থেকে এই শিশু আমাদের সান্ত্বনা জোগাবে।
30নোহের জন্মের পর লেমেক পাঁচশো পঁচানব্বই বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দিলেন। 31লেমেক সাতশো সাতাত্তর বছর পর্যন্ত জীবিত ছিলেন। 32পরে নোহের পাঁচশো বছর বয়সে শেম, হাম ও যাফত-এর জন্ম হয়।
المحددات الحالية:
:
تمييز النص
شارك
نسخ
هل تريد حفظ أبرز أعمالك على جميع أجهزتك؟ قم بالتسجيل أو تسجيل الدخول
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.