নবী যিশাইয়ের বইয়ে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে,
“মরু-এলাকায় একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,
‘তোমরা প্রভুর পথ ঠিক কর,
তাঁর রাস্তা সোজা কর।
সমস্ত উপত্যকা ভরা হবে,
পাহাড়-পর্বত সমান করা হবে।
আঁকাবাঁকা পথ সোজা করা হবে,
অসমান রাস্তা সমান করা হবে।
মানুষকে পাপ থেকে উদ্ধার করবার জন্য
ঈশ্বর যা করেছেন,
সব লোকেই তা দেখতে পাবে।’ ”