যেমন যিশাইয় ভাববাদীর বাক্য-গ্রন্থে লিখিত আছে,
“প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে,
তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর।
প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হইবে,
প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে,
যাহা যাহা বক্র, সেই সকল সরল করা যাইবে,
যাহা যাহা অসমান, সেই সকল সমান করা যাইবে,
এবং সমস্ত মর্ত্য ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।”