আল্লাহ্ আসমানের শিশির থেকে
ও ভূমির সরসতা থেকে তোমাকে দিন;
প্রচুর শস্য ও আঙ্গুর-রস তোমাকে দিন।
লোকবৃন্দ তোমার গোলাম হোক,
জাতিরা তোমাকে ভূমিতে উবুড় হয়ে
সালাম করুক;
তুমি তোমার জ্ঞাতিদের মালিক হও,
তোমার ভাইয়েরা তোমাকে ভূমিতে
উবুড় হয়ে সালাম করুক।
যে কেউ তোমাকে বদদোয়া দেয়,
সে বদদোয়াগ্রস্ত হোক;
যে কেউ তোমাকে দোয়া করে,
সে দোয়াযুক্ত হোক।