YouVersion Logo
Search Icon

কুলিজকুরাআ কামি 10

10
কৈসরিয়া শেহার রিনিজ কর্নীলিয় রাঃআ বিবরণ
1কৈসরিয়া শেহার রে কর্নীলিয় নুতুমিজ মিহুড় হড় তাহীনকেনায়, ইনি ইতালী রিনিজ পাল্টন কুরাঃআ চাকি পতি তাহীনকেনায়।
2ইনি ঈশ্বর ভক্ত হেৎদ ঘারঞ্জ রিঙ্কূ যতচ কুলঅ ঈশ্বরকে মানাগুনাই কেনাকু, গাদা হড়কুকে ঢের উতার দানধানেৎ কুয়ায়্য় য় হেৎদ মিৎ মাহা গে ঈশ্বর রাঃআ হান্ডে বিন্তি কেনায়। 3মিৎ মাহা সাবেম তারসিং আপি টাড়াং বেৎরাং কর্নীলিয় মিয়াৎ ভেট নেল নামলাৎ আয় যে ঈশ্বর রাঃআ মিয়াৎ সরগ নাঙ্গা ইনিরা হান্ডে হিচেন্তে গামকিয়ায় কর্নীলিয়,
4ইন্তং কর্নীলিয় ইনিরা হান্তে মিৎ ঢেকতে কয়অ কিয়তে বরলঅ গামকিয়ায় প্রভু কিনা নানামতানাম? সরগ নাঙ্গা ইনিকে গামকিয়ায় আমা বিন্তি হেৎদ আমা দান যত স্মারক নৈবেদ্য লেকাতে সেরমারে ঈশ্বর রাঃআ সামাংরে সেটেরাকানা।
5নাহাআ আম যাফো শেহার তে হড় কুলকুম হেৎদ শিমোন অকয়কে পিতর গামিয়াকু, ইনিকে রাঃআ আগুইম।
6ইনি শিমোন নুতুমিজ মিহুড় মুচিরাঃআ অড়ারে মেনাইআ, ইনিরা অড়াদ দরেয়া কাতারে,
7কর্নীলিয় লঅ অকা সরগ নাঙ্গা থুতিকেনায় ইনি সেনরাঃআ তায়ম কর্নীলিয় অড়া রিঙ্কূ চাকরকুরা তালাহাতেন বার হড়কে হেৎদ অকয় যত মাহা গে ইনিরা সেবায় কেনাকু, ইঙ্কূয়া মিয়াৎ ভক্ত সেনাকে রাঃআ কিয়ায়।
8হেৎদ ইঙ্কূকে যত থুতি গামকেৎ কুতে যাফোতে কুলকেৎ কুয়ায়্য় য়।
পিতর রাঃআ ভেট।
9দশার হুলাং ইঙ্কূ হরা হরাতে সেন কেনাকু চিন্তং শেহার রাঃআ ঠাইনতে সেটেরেনাকু, ইন্তং পিতর ছাদ চেতাংরে বিন্তি নাতিরাং রাকাববেনায় সব্তাম তিকিন গেলেবার বাতিরাং।
10ইনিকে রেঙ্গেজ কিচখান হেৎদ হুডাং যাহানা জমা নানাম কেনায়। মেন্খান চিন্তং হড়কু জমা বাইএ কেনাকু, এনকান ইন্তং গে ইনি ছানেনায়,
11হেৎদ নেল কেয়ায়, নিরালা#10:11 আকাশ মানে নিরালা হলেজাকানা হেৎদ মিয়াৎ মারাং চাদর আড়গু হিজু তানা ইনারা উপুনিয়া টুনি সাবকাতে ধার্তিরে আড়গু হুইওতানা;
12হেৎদ ইনারে ধার্তি রিঙ্কূ যত ধরন জানোয়ার,কিদিং #10:12 সরীসৃপ মানে কিদিং হেৎদ নিরালা রিঙ্কূ অড়ে মেনাকুয়া।
13তায়মতে ইনিরা হান্ডে নিরালা হাতেন নিয়া জাগার হুইয়েনা বিরিদমে পিতর "গজকুম হেৎদ জমকুম।
14মেন্খান পিতর গাম রুয়াড় কেৎয়ায়, প্রভু এনকা আল হুইয়ওকা, ইঞ যাহাহুলাং যাহানা হঅ অরীলামালা হেৎদ অছুথী#10:14 অছুথী মানে অছুথী জিনিস কাইঞ জমতাৎ কুয়া (লেবি . 11:1-47, যেহিকি . 4:14)
15ইন্তং দোহরা অটঃহঅ নিয়া আড়াঙ হুইয়েনা, ঈশ্বর অকা ছুত তাৎ কুআয়, আম ইনা অরীলামালা আলম গামেয়া,
16নেকাগে আপি সাআ হুইয়েনা, তায়মতে অটগে ইনা চাদরটা চেতাংতে রাকাব ইমাহা।
কর্নীলিয় রাঃআ পিতর
17পিতর অকা ভেট নামলাৎ আয়, ইনারাঃআ অর্থ কিনা হুই দাড়িয়া, নিয়া বাবত তে মনে মনে পাহাম মেকেনায় গটা ইন্তংগে নেলেপে, কর্নীলিয় রাঃআ কুলিচ হড়কু শিমোন রাঃআ অড়া পাঞ্জাকেৎ তেকু দুয়ার রাঃআ কাতারে হিচেন্তে তিঙ্গুইনাকু,
18হেৎদ রাঃআ কিয়তেকু কুলিকিয়াকু, শিমোন অকয়কে পিতর গামিয়াকু, ইনি কি নেন্ডে তাহিনায়?
19পিতর ইনা ভেট রাঃআ বাবত তে পাহামেৎ কেনায়, এনকান রিলামালা আত্মা গামকিয়ায়, নেলেম আপি হড় আমকে পাঞ্জাম তানাকু।
20মেন্খান আম বিরিদকাতে লাতারতে সেনম, ইঙ্কূ লঅ সেনম, যাহানা হঅ আলম সন্দেহআ চিয়াচি ইঞগে ইঙ্কূকে কুলতাৎ কুয়া।
21ইন্তং পিতর ইঙ্কূ হড়কুরা হান্ডে আড়গুন্তে গাম্কেৎ কুয়ায়্য় য়, নেলেপে আপে অকয়কে পাঞ্জাই তানাপে, ইঞ ইনি হড় তানাইঞ, আপে কিনা নাতিরাং হিচাকানাপে?
22ইঙ্কূ গামকেৎয়াকু, মিহুড় চাকিপতি কর্নীলিয় নুতুমতে চিহ্নাইয়া, মিয়াৎ ধার্মিক হড়তানায়, অকয় ঈশ্বরকে বরইআয় হেৎদ যত ইহুদি জাতি কু রাঃআ তালারে নুতুমান হড়, ইনি রীলামালা সরগ নাঙ্গা রাঃআ দ্বারায়তে এনকান হুকুম নামতাৎআয়, যেন আমকে রাঃআ কাতেন নিজে রাঃআ অড়াতে আউকাতে আমা মচা রাঃআ থুতি আয়ুমেকা আয়।
কর্নীলিয় রাঃআ অড়ারে পিতর।
23ইন্তং পিতর ইঙ্কূকে ভীতিরতে রাঃআ ইদিকেৎ কুতে ইঙ্কূকে নেল-আতেন কেৎকুয়ায়্য়। দশার হুলাং বিরিদেন্তে ইনি ইঙ্কূ লঅ সেএনায়, হেৎদ যাফোত শেহার রিঙ্কূ হাগাকু রাঃআ তালা হাতেন কথক হড় ইঙ্কূ লঅ সেএনাকু।
24দশার হুলাং ইঙ্কূ কৈসরিয়া শেহার শেহারতে বলয়নাকু; ইন্তং কর্নীলিয় নিজে রাঃআ হড়কুকে হেৎদ গাতিকুকে মিৎ থাংতে রাঃআ কেৎ কুতে ইঙ্কূয়া তাঙ্গিরে তাহীন কেনাকু।
25তায়মতে পিতর চিন্তং বলয়নায়, ইনা হুলাং কর্নীলিয় ইনি লঅ নাপামেন্তে ইনি রাঃআ কাটারে নুরেন্তে জোহার কিয়ায়।
26মেন্খান পিতর ইনিকে রাকাব কিয়ায়, গামকিয়ায় বিরিদমে, ইঞ নিজেহঅ আমলেকা মিয়াৎ মান্মি তানাইঞ।
27ইনাতায়ম পিতর কর্নীলিয় লঅ থুতি থুতিতে বলয়েন্তে নেলকেৎ কুয়ায়্য়, গাদালেকা হড় হুন্ডিয়া কানাকু।
28ইন্তং ইনি ইঙ্কূকে গামাৎ কুয়ায়্য় য়, আপে সারিয়াপে, এটা জাতি লঅ সাথ এমঃঅ হেৎদ ইনিরা হান্ডে হিজু ইহুদি হড় রাঃআ পক্ষে আরিচালি রাঃআ বাহাররে, মেন্খান ইঞকে ঈশ্বর উদুয়া তিঞআয় যে, যাহা মান্মিকে অধার্মিক বাংখান অছুথী গাম লাক্তি লহয় তানা।
29নিয়া নাতিনাং ইঞকে রাঃআ কুল কিঞাআপে খান ইঞ যাহানা হঅ কা আপত্তি কাতে হিচা কানাঞ; নাহাআ কুলি লেপে য়াইঞ, আপে কিনা নাতিরাং ইঞকে রাঃআ কুলতিঞাপে?
30ইন্তং কর্নীলিয় গামকেয়ায়, তিহিঞ লঅ উপুন মাহা হুইওতানা, ইঞ নিয়া মাহা যাকিৎ নিজে রাঃআ অড়ারে বেলা প্রায় তিকিন তারসিং আপি টাড়াং বাতিরাং বিন্তি কেনাঞ, ইনা হুলাং মিয়াৎ কড়াহন জুলুতান সনঃঅ তুসিংকাতে ইঞা সামাংরে রে তিঙ্গুইনায়;
31ইনি গামকেয়ায়, কর্নীলিয়, আমা বিন্তি আতাং হুইয়াকানা হেৎদ আমা দান যত ঈশ্বর রাঃআ সামাংরে সদরা কানা।
32এন্তে যাফো শেহারতে হড় কুলকাতে শিমোন অকয়কে পিতর গামিয়াকু, ইনিকে রাঃআ আগুই; ইনি গাডা কাতারে সিমন চামার রাঃআ অড়ারে মেনাইয়াআ।
33নিয়া নাতিরাং ইঞ ইনতংগে আমা হান্ডে হড় কুল কেৎ কুয়াইঞ, আম হিচা কানাম বেচাকি াৎ আম, এন্তে নাহাআ আবু যতচ ঈশ্বর রাঃআ সামাংরে সেটের মেনাবুয়া, প্রভু আমকে অকা হুকুম এমাতাৎ মায়, ইনা আয়ুমেয়ালে।
পিতর রাঃআ উচ্ছান
34ইনাতায়ম পিতর আয়া মচা হলেজকেৎ তে ইঙ্কূকে গামলাগায়নায় সার্তিগে ইঞ আটকার নাম কেয়াইঞ যে ঈশ্বর যাহায় রাঃআ মচা নেলকাতেন কায় দরবার রেআয় (বারগাম . 10:17, 2 ইতি . 19:7)
35মেন্খান যত জাতি রাঃআ তালা হাতেন যাহায়গে ইনিকে গুনমান্তিয়া আয় হেৎদ ধার্মিক হরাতে সেসেনায়, ঈশ্বর ইনিকে আপনারিয়ায়।
36আপে সারিয়াপে যে ইনি খেরোয়াল হড়কুরা হান্ডে মিয়াৎ জাগার ঘোষণা তাৎআয়, চিন্তং ইনি যীশু খ্রীষ্টরাঃআ দ্বারায়তে সুলুকরাঃআ বুগিনবার্তা পাসনা তাৎআয়, অকয় যতচ রাঃআ প্রভু (দুরাং মালা . 107:20, দুরাং মালা . 147:18, জিসাই. 52:7, নহুম 1:15)
37আপে যতচ নিয়া ঘটনা সারিয়াপে, অকা যোহনরাঃআ দ্বারায়তে পাসনাৎকান ডুবুলরাঃআ তায়ম গালিলমুলুক হাতেন এহব কাতেন গোটা ইহুদিয়া মুলুক তে পাসরায়না;
38নাসরতীয় যীশু রাঃআ থুতি, চিল্কা ঈশ্বর ইনিকে রীলামালা আত্মাতে হেৎদ দাড়িতে গসঃঅ লিয়ায়, বুগিন কামী ভাড়ায়কেনায় হেৎদ শয়তান দ্বারায়তে রুয়া-হাসু তান যত হড়কুকে বুগিৎ কেনকুয়ায়্য়য়; চিয়াচি ঈশ্বর ইনি লঅ তাহীলেনায় (জিসাই. 61:1)
39হেৎদ ইনি ইহুদি রাঃআ হরাকুরে হেৎদ যিরুশালেম শেহার রে অকা অকা করাতাৎআয়, ইনা যতচ রাঃআ লুকুন্দী ী, অট হড় ইনিকে ক্রসরে টাঙ্গাকাতে গজকিয়াকু (বারগাম)
40ইনিকে ঈশ্বর আপি মাহারে রাকাবকিয়ায়, প্রমাণ কাতে উদু কেৎকুয়ায়্য় যত হড়কুরা হান্ডে এনকা লহয়,
41মেন্খান মাড়াঙতে ঈশ্বর রাঃআ দ্বারায়তে বাছায়ান লুকুন্দী কু, অর্থাৎ আলেকে উদু-সদর কেৎ লেয়ায়, হেৎদ গজকুরা তালা হাতেন ইনিরা জিউত-রাকাব তায়ম খানঃগে ইনি লঅ আলে জম হেৎদ নুঃউকেয়ালে।
42হেৎদ ইনি হুকুমকেৎকুয়ায়্য়, যেন আলে হড়কুরা হান্ডে পাসনা কায়লে হেৎদ লুকুন্দী এমেয়ালে যে, হানিগে ইনি হড়তানায় অকয়কে ঈশ্বর জীউৎ হেৎদ গজকুরা দরবার জ বহালতিয়ায়।
43ইনিরা নাতিরাং যত ভবিষৎ গাময়ানকু নিয়া লুকুন্দী এমেয়াকু, যাহায়গে ইনিকে পাতিয়াইআকু, ইনি ইনিরা নুতুমরা গুণতে কাই রাঃআ ছেমা নামেআয় (জিসাই , জিসাই , জেরামিয়া. 31:34, দানিয়েল . 9:24)
অইহুদি কু হঅ রিলামালা আত্মা আতাং কেয়াকু
44পিতর নিয়া থুতি গামলাৎ আয় গটা ইনা হুলাং চিন্তিলেকা হড় জাগার আয়ুমলাআকু, যতচ রাঃআ চেতাংরে রীলামালা আত্মা আড়গু হিচেনা।
45ইন্তং পিতর লঅ হিচাকান পাতিয়ান সুন্নু চুটি -গেৎ হড় যত হায়কাটেনাকু, চিয়াচি বিন-ইহুদিকুরা চেতাংরেহঅ রীলামালা আত্মা দান এমঃঅ হুইয়েনা;
46চিয়াচি ইঙ্কূ ইঙ্কূকে নাআহানা জাগারতে থুতি গামঃঅ হেৎদ ঈশ্বর রাঃআ মহিমা দুরাং আয়ুমকেৎ কুয়াকু।
47'নিকু যে হড়কু আলে লেকাগে রীলামালা আত্মা নামতাৎআকু, যাহায় কি নিকুকে দাঃআরে ডুবুল এমঃতে বাধা এম দাড়িকুয়াকু?
48তায়মতে ইনি ইঙ্কূকে যীশু খ্রীষ্ট রাঃআ নুতুমতে ডুবুল এমঃরাঃআ হুকুম এমকেৎকুয়ায়্য়। ইন্তং ইঙ্কূ কথক মাহা পিতর কে তাহি নাতিরাং নেহরাকিয়াকু।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in