YouVersion Logo
Search Icon

লুক 5

5
জাল রে গাদা লেকা হাকু কু ঝালিই এনা।
1মিত মাহা হুলাং হড় কু আয়ায়্য় কাতা কাতাতে গাদা ঘেসা ঘেসি কাতে ঈশ্বর রাঃআ জাগার কু আয়ুমেৎ কেনা, ইন্তং ইনিদ গিনেষরত ঝিল্লি রাঃআ পাড় রে তিঙ্গু তাহিলেনায়,#5:1 গালিলি ঝিল্লি রাঃআ অট এটা মিয়াত ঠাও গিনেষরত ঝিল্লি.
2হেৎদ ইনি ঝিল্লি রাঃআ কাতা রে বারিয়া ড ঙ্গা তিঙ্গুয়াকানা নেল নাম কেৎআয়্য়, মেন্খান হাকু সাসাব হড়/জালিয়া কুঙ্গা হাতেন আড়গু কাতেন জালকু চাপিই কেনা।
3ইনাতে ইনি ইনা বারিয়া লাউকা রাঃআ মিয়াত রে দেচ কাতে, ইনাটা দ শিমোন রাঃআ তাহীনকেনা, ইনা দ আড়ি হাতেন হুডাং ফারাঃআক নহ সেনঃ নাতিনাং গামকিয়া হেৎদ ইনিদ লাউকা রে দুব কাতে, গাদালেকা হড়কুকে উপমা গাম চেঠাও কেৎ কুয়ায়্য় য়।
4ইনি দ থুতি-জাগার মুচাৎ কাতে, শিমোন কে গাম কিয়ায়, লাউকা দ গাহির দাঃআ দর ইদি কাতে হাকু সাব নাতিরাঃআঙ জাল হুল্লায় পে।
5শিমোন গাম রুয়াড় কিইয়ায়্য়, এ গ্সায়, গোটা নিদালে খাটাও নালে মেন্খান জাহানা হঅ কালে সাব নাম দাড়ি তাত কুয়া। নাহাহঅ অটঃ আম গামতে/কথাতে ইঞ জাল গিডিয়া আইঞ।
6হেৎদ ইঙ্কূ এনকা কেয়া কু খানঃ ইন্তি লেকা/যুকুর হাকুকু ঝালি কেৎ কেৎয়াকু, এতে/এন্তে জাল দ অরেজ তানা।
7ইনাতে এটা লাউকা রেন্কু তাহীনকানা গাতি হড় কুকে ইশারাঃআ/হিচ্রাঃআ কেৎ কেৎয়াকু, যাহাতে হিচ কাতে দেংগা কেকা কু। ইঙ্কূ কু হিচে না আর বানার লাউকারে ইন্তি লেকা দহ পেরেজ কেৎয়াকু, ইনা লাউকা কিন হঅ ডুবুইজ লাগায় নায়।
8শিমোন পিতর নিয়া নেল কাতে, যীশু রাঃআ কাটা সাব কাতেন গামকিয়ায়, এ প্রভু, ইঞ আ হান্ডে হাতেন অচগেমে, চিয়াচি ইঞ দ পাপী হড় তানাই।
9ইনাতে ইনি আর ইনি রাঃআ গাতি হড়কুদ নিন্তি/নিন ঢের লেকা হাকু সাব লাআ কুতে/কুয়াকু হায়কাট এ নাকু।
10এঙ্কাগে সিবদিয় রাঃআ হন যাকোব অটঃ জোহন তিকিন হঅ হায়কাট এ নাকিন, আর যাহায় দ শিমোন রাঃআ হাকদার কো তাহীন কেনা, ইনাতে যীশু দ শিমোন কে গামকিয়ায়, আলম বর আয়, তিহিং হাতেন আম দ হড়ম সাব কুয়া।
11হেৎদ ইঙ্কূ দ বানার লাউকা আরি তেকু আগু রুয়াড় কেয়া হেৎদ যতচ কে বাগীকাতেন যীশু রাঃআ তায়ম-তায়ম তেকু সেএ না।
12মিত মাহা যীশু দ মিয়াত নাগর রে মেনাআইয়া, মিহুড় হড় রাঃআ গোটা হড়মো কুষ্ট রোগ তে পেরেজ আকানায় ইনি উডুং এখান যীশু কে নেল কাতে তাবের রেনায় আর নেহর কাতে গাম কিয়ায়, এ প্রভু আমাঃ সানাং খান সাপা দাড়িআম।
13ইন্তং যীশু আয়া তিহি তিয়ার কাতে যুটিজ কিয়ায় হেৎদ গামকিয়ায়, ইঞ আ সানাং, মা সাপা মে। আর ইনা ঘাড়িগে/ ইন্তং গে কুষ্ট রোগ দ চাবায় না।
14হেৎদ ইনিকে হুকুম কিয়ায় নিয়া থুতি যাহায় কে আলম গাম কুয়া। ইনি গাম কিয়ায়, মেন্খান আম দ সেন কাতে বামরে কে উদুইমে, হড়রাঃআ হান্ডে লুকুন্দ এম নাতিনাং, মোশি রাঃআ রি-চালি লেকাতে দান/দানরে সামভাও মে।#5:14 লেবি 14 : 2 - 32
15মেন্খান ইনি বাবত তে থুতিকু দ দাবদাবাও ইদিইনা, আর ঢের লেকা হড় থুতি আয়ুম নাতিনাং আর আকুয়াআ রোগ হাতেন বুগি নাতিনাং হিচ হুডি/জুটায় নাকু।
16মেন্খান ইনি দ জাহদরে নিঝুম জাগারে সেন কাতেন কয় জং কেনায়।
17যীশু অটঅ মিত মাহা হুলাং চেতাও কেন কুয়ায়্য় য়, আর ইনি রাঃআ কাতারে ফরিশি অটঃ গ্সায় কু তাহীন কেনা, অকয় দ গালিল অটঃ যিহুদিয়া হাতু হাতেন হিচ কাতেন ডুব তাহিন কেনাকু আর প্রভু রাঃআ দাড়ি দ ইনি রাঃআ হান্ডে তাহীন কেনা, যাহাতে ইনি বুগি কুকায়।
18নেলেম/মেন্খান, চিমিনটা হড়, মিয়াত তিহি-কাটা নুর হড় (পক্ষাঘাতি) কানিজ হড় কে পারকম তে গআ আগু তিয়া কু, ভীতির তে আদের ইদি কাতে আয়া সামাং রে দঃহ নামেনাকু।
19মেন্খান গাদা লেকা হড় ইয়াতে, ইনিকে আদের নাতিনাং হরাঃআ কাকু নাম লেত তে, সাড়মি/সাতি চেতান টঙ তে দেজেনাকু, আর খাপরাঃআ অচ কাতে, পারখম সুধা/সমেত, তালারে যীশু সামাংরে ইনিকে লাতার আড়গু কিয়াকু।
20ইঙ্কূ য়া পাতিয়াও নেলকাতে যীশু দ গামকিইয়ায়্য়, এ পাহি, আমাঃ কাই/পাপ দ ছেমা/ছামা য়েন তামা।
21ইন্তং পণ্ডিত হেৎদ ফরিশি কু নিয়া কুকলি এটে/এটেজ তানাকু, নিই দ ভালে অকয় তানায়, ঈশ্বরকে হেনস্তা/নিন্দা থুতি তানায়? ঈশ্বর বেগর/ছাডা অকয় ছেমা দাড়িকুয়ায়্য় য় ?
22যীশু ইঙ্কূ য়া কিনা কুকলি সানা লাআকুয়া আটকার নাম কাতে গম রুয়াড় কেৎ কুয়ায়্য় য়, আপেয়া মনেরে কিনাকু কুকলি-জাগার মেননা আটকার নাম কেয়াপে।
23অকাটা সহজ/আসন গেয়া, আমাঃ কাই ছেমা য়েন তামা, চি, বিরিৎ কাতে তাড়ম মেম?
24মেন্খান, মানমি হন দ ধারতি রে কাই ছেমা রাঃআ দাড়ি মেনাতেয়া মেতেন। ইনি দ মিয়াত তিহি-কাটা নুর (পক্ষাঘাতি) কে গাম কিয়ায়, ইইঞ আমকে গাম তানামাই, মা বিরিৎ মে আর আমাঃ পারখম তুল/সাব কাতেন আড়া সেনম।
25আর ইনি দ ইনা ঘাড়িগে ইঙ্কূ য়া মেত সামাং রে বিরিৎ তে নায়, আর ঈশ্বরকে সারহাও কাতে আয়া অড়াতে সেএ নায়।
26যত হড়কু হায়কাট/মাহিল চায়নাকু, আর ঈশ্বরকে সারহাও কিয়াকু, হেৎদ বর রাঃআকাব বেন তে গাম কিইয়ায়্য়, তিহীঙ দ আবু হাহারাঃআ-আক নেল কেয়াবু।
27নিয়াকু তায়ম তে যীশু উদুঙ এনায়, ইনিদ দ লেবি নুতুম তে মাসুল উঠায় কেনায়, মাসুল অড়ারে দুবেনায় হেৎদ গাম কিইয়ায়্য়, দেলা, ইঞ আ তায়ম তে।
28ইনাতে ইনি দ যতআ বাগি-গিডি কাতেন আনিরাঃআ তায়ম তে সেএ নায়।
29হেৎদ লেবি আয়া অড়ারে ইনি রাঃআ খাতিরাঃআং মিয়াত মাড়াং ভোজ দঃহ কিইয়ায়্য়, হেৎদ ইঙ্কূ লো ঢের-লেকা মাসুল উঠাও হড়কু অটঃ এটা হড়কু জজম কু দুবে না।
30ইন্তং ফরিশি হেৎদ ইঙ্কূ য়া গ্সায় কু দ ইনি রাঃআ চেলা কুরাঃআ হান্ডে লালিশ কেয়া। ইঙ্কূ কু গাম কেৎয়াকু, আপে চিয়া মাসুল উঠাও/রাঃআ কাব অটঃ কাই হড়কু লো জম নুয় তানাপে।
31যীশু দ ইঙ্কূ কে গাম রুয়াড় কেৎ কুয়ায়্য় য়, বুগিন হড় কুরাঃআ দ লহয়, রুয়াতে কাহিল হড় কুরাঃআ গে বাইদ/কুবরাঃআজ রাঃআ দ জরুর/জরুরি তানা।
32ইঞ দ ধরম হড় কুকেৎ লহয়, মেন্খান কাই হড় কুকেগে রাঃআ নাতিনাং ইঞ হিচ া কানাইঞ যাহাতে ইঙ্কূ মন রুয়াড়-এ কাঃআকু।
33ইনা তায়্ম ইঙ্কূ দ যীশুকে গামকিয়াকু, যোহন রাঃআ চেলা কু দ ঘাড়ি-ঘাড়ি বার হেৎদ কয় জং তানাকু, আর ফরিশি কুরাঃআ চেলা কুহ এনকা কেৎয়াকু, মেন্খান আমাঃ চেলা কুদ জম নুই রেগে তাহিনাকু।
34যীশু গাম রুয়াড় কিইয়ায়্য়, চিয়া বর আকুলঃঅ তাহিন ভুর, বারিয়াত কুকে উপাস/একেন তে দহ দাড়ি কুয়া পে ?
35মেন্খান সময়/অক্ত সেটের অ তানা, ইন্তং বর দ ইঙ্কূ য়া হান্ডে হাতেন রেজ কুয়া কো, ইনা হুলাং ইঙ্কূ দক উপাস এয়া।
36অটঃ হ ইনি আকুকে নিয়া উপ্মা এমা কেৎ কুয়ায়্য় য়, যাহায় হ নামা কিচি হাতেন মিত টুকরাঃআ/ফাড় কিচি চিরাঃআ কাতে, মারি কিচি রেদ কাকু রঃঅ জালাৎ দেআ, বাঙখান নামা হ অরেজআ আর ইনা হাতেন ছাডা টুকরাঃআ দ মারিয়া লঅ কাকিন জুড়িয়া কিন।
37আর অকয় হ নামা আরখি দ মারি হারতা রাঃআ থলি কুরে দ কাকু দহ আ, আর বাংখান নামা আরখি তে থলি কু অড়েজ চা, আর আরখি দ হিরিজ চা, থলি কুদ বেকার চাবা।
38মেন্খান টাটকাআরখিদ নামা হারতা রাঃআ থলি রেগে দঃহ হুইয়ুয়া।
39হেৎদ মারি আরখি নু তায়ম নামা দ অকয় হঅ কাকু নানামা, ইঙ্কূ গামেয়াকু, মারিআ গে বেসা।

Currently Selected:

লুক 5: KTn

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in