YouVersion Logo
Search Icon

মাথিয়াস 6

6
দান নান্নাঘী বারেনু যীশুসঘী শিরষা
1“হুশিয়ার রাঃকে, আলারিন এদনা খাতরী নিম ধারাম কারাম আম্বকে নানা; আদিন নানোর হলে মের্খান্তা ধার্মে বাঙ্গাসঘী হেদ্দেন্তী একাম পুরুস্কার মাল ক্ষাক্ষর।
2“ইদি খাতরী একাবাকি নিন গারীবিরগে এন্দরাদিম দান নান্দায়, আবাকী ভন্ড আলার লেখা আম্বকে নানা, কারনে আর তো আলার হেদ্দে অহমা ক্ষাক্ষানা খাতরী সামাজ এড়পানু আউর ডাহারে ডাহারেনু বাইজ আস্সারকি আলারগে দান নান্নার। এন নিমান মানিম বাঃআ লাগদান, আর তামহা পুরুস্কার ক্ষাক্ষিয়ার কেরার। 3মুন্দা নিন একাবাকি গারীবিরগে এন্দরাদিম দান নান্দায়, আবাকী আদিন যেনু নেহু মাল আখনার। 4একাবাকি নিন দান নান্দায়, আদ যেনু ছাছেমসে মানি। আদি হলে নিম্বাস, নে ছাছেমসে হুর্মিনুম এরদাস, আস নিংগাগে পুরুস্কার চিওস।”
বিন্তীঘী বারেনু যীশুসঘী শিরষা
(লুকাস ১১:২-৪)
5“একাবাকি নিম বিন্তী নান্দার, আবাকী নিম ভন্ড আলার লেখা আম্বকে নানা, কারনে আর তো তাংগান আলারঘী মুন্দভারে এদনা খাতরী সামাজ এড়পানু আউর ডাহারেঘী তেপতিনু ইজারকি বিন্তী নানতে দুলার নান্নার। এন নিমান মানিম বাঃআ লাগদান, আর আরঘী পুরুস্কার ক্ষাক্ষিয়ার কেরার। 6মুন্দা নিন একাবাকি বিন্তী নান্দায়, আবাকী এড়পা ভিতরা কালারকি বালি মুচ্চুকে আউর নিংহায় নিম্বাস, নে মাল এথেরদাস, মুন্দা আস হাজির রাঃদাস, আসঘী হেদ্দে বিন্তী নানা। নিম্বাস, নে ছাছেমসে হুর্মিনুম এরদাস, আসিম নিংগাগে পুরুস্কার চিওস।
7“আউর নিম একাবাকি বিন্তী নান্দার, আবাকী অযিহুদীর লেখা একাম মানে মালকা বিন্তী ঘারি ঘারি আম্বকে বাঃআ। ই খাতরী আর ইয়াদ নান্নার যে আর বাগ্গে নানারকি বাঃচার, হলেম আরঘী বিন্তীঘী উত্তার ক্ষাক্ষর। 8নিম আরঘী লেখা আম্বকে নানা, কারনে নিমহায় এন্দরা এন্দরা দারকার, আদিন নেএনাঘী আগুম নিম্বাস আখদাস। 9ই খাতরী নিম ই লেখা বিন্তী নানকে,
“এ এমহায় মের্খান্তা বাঙ্গায়ো,
নিংহায় নামে নেমহা মানা নেকআ।
10নিংহায় রাঃজী বারা নেকআ।
নিংহায় চাহানা একাসে মের্খানু
আন্নেম ধার্তীনুহু পুরা মানা নেকআ।
11হুর্মি উল্লান্তা অন্না মোখনান
নিন এমাগে হুর্মি উল্লানু চিইয়া।
12নে এমহায় মাইয়া গুনহা নান্নার,
এম একাসে আরিন ছেমা নান্‌জেকাম,
আন্নেম নিনহু এমহায় হুর্মি গুনহান ছেমা নানা।
13নিন এমান পারীক্ষানু আম্বকে খাতরা চিইয়া,
মুন্দা এমান শায়তানঘী ফান্দেন্তী বাছাবাঃআ।
14“নিম যদি দোশরারঘী দোশান ছেমা নান্দার, হলে নিমহায় মের্খান্তা বাঙ্গাসহু নিমান ছেমা নানোস। 15মুন্দা নিম যদি দোশরারঘী দোশান ছেমা মাল নান্দার, হলে নিম্বাসহু নিমান ছেমা মাল নানোস।”
উপাস উইনাঘী বারেনু যীশুসঘী শিরষা
16“আউর নিম একাবাকি উপাস নান্দার, আবাকী ভন্ড আলার লেখা গাল্লেন মোখারো নানারকি আম্বকে উইয়া। কারনে আর একা উপাস নান্নার, আদিন আলারিন এদনা খাতরী আর কুক্কুনু আউর গাল্লেনু চিন্দিন মাখারকি উইনার। এন নিমান মানিম বাঃআ লাগদান, আর তামহা পুরুস্কার ক্ষাক্ষিয়ার কেরার। 17মুন্দা নিন একাবাকি উপাস নান্দায়, আবাকী নিংহায় কুক্কুনু ইসুং ক্ষাসেরকে আউর বাই নোডোরকে, 18যেনু দোশরা আলার আঃখা পোলনার যে, নিন উপাস নানা লাগদায়। মুন্দা নিম্বাস, নে চুপেমসে হাজির রাঃদাস, খিলা আসিম এরা অংগোদাস; নিম্বাস, নে চুপেমসে হুর্মিনুম এরা লাগদাস, আসিম নিংগাগে পুরুস্কার চিওস।”
মের্খানু খুর্জি পুন্‌জি নান্নাঘী বারেনু যীশুসঘী শিরষা
(লুকাস ১২:২২-৩৪; ১৬:১৩)
19“নিম ই ধার্তীনু তাংগা তিংগা খাতরী খুর্জিন পুন্‌জি নানা আম্বকে। কারনে ইসান তো পোচকো আউর জং ধারি, আউর চোরার সিং খান্ডারকি খাড়নার। 20মুন্দা মের্খানু নিংহায় খুর্জিন পুন্‌জি নানা, আসান তো পোচকো আউর জংহু ধারা পোল্লি আউর চোরারহু খাড়আগে পোলনার। 21কারনে এসান নিমহা খুর্জি রাঃয়ী, আসানুম নিমহা কায়াহু রাও।”
22“নিংহায় খান্নে মান্‌জা নিংহায় দেহাঘী বিল্লি। খানে নিংহায় খান্নে যদি দাওলে মানি হলে নিংহায় গোট্টা দেহাদিম বিল্লিনু পুরা মানো। 23মুন্দা নিংহায় খান্নে যদি মালদাও মানি হলে নিংহায় গোট্টা দেহা উখানু ঢাপরো কালো। খানে নিংহায় একা বিল্লি রাঃয়ী, আদ যদি উখা মানি হলে আঃ উখা মানিম ঘুটঘুটা উখা লেখা মানি।
24“একাম লাউড়ীস দু’ঝান মালিকেসঘী আধিননু নালাখ নানা পোলনার, আস মানা অংগি অর্তোসিন ঘিন্না নানোস আউর দোশরাসিন দুলার নানোস। নাখলে আস অর্তোসঘী মাইয়া কায়া চিওস আউর দোশরাসঘী মাইতেক কায়ান কির্তারকি হোওস। ধার্মেসঘী আউর খুর্জিঘী ই দু’নোঘী সেওয়া নিম অন সাংগেম নানা পোলদার।”
ধার্মেসঘী রাঃজীদিম মান্‌জা হুর্মিন্তী বাগ্গে দারকারী
(লুকাস ১২:২২-৩৪)
25“ইদি খাতরী এন নিমান বাঃআ লাগদান, ‘এন্দরা অনোম মোখোম’ বাঃআরকি উজ্জারকি রাঃনা বারেনু বা ‘এন্দরা আত্তোম’ বাঃআরকি দেহাঘী বারেনু বাগ্গে সোচআ আম্বকে। কারনে জীয়া খিলা অন্না মোখনাঘী বারে মালা, আউর দেহাহু খিলা কিচরী ডোড্ডোঘী বারে মালা। 26মের্খান্তা ওঁড়া তারা এরা; আর বিহিনীহু মাল ছিটনার, খান্ডাহু মাল খান্ডানার, ফির গুদাম এড়পানুহু মাল খোড়নার, আন্নুহু নিমহায় মের্খান্তা বাঙ্গাস আরঘী অন্নান খোড়দাস চিইদাস। নিম কা আরতিহু আরু দামী মালদার? 27নিমহায় মাঝিনু কা এন্নে নেকিম রাঃনার, নে বাগ্গে সোচআরকি তাংহা উমার অন ঘান্টা বাড়াবাঃআ অংগোনার?
28“এন্দেরগে নিম কিচরী ডোড্ডোঘী বারেনু বাগ্গে সোচদার? খাল্লেন্তা পুঁপঘী বারেনু সোচআরকি এরা, আবড়া একাসেনু পারদারকি চোওয়া লাগি। আর খাটআহু মাল খাটনার, মেরহু মাল খান্ডেনার। 29মুন্দা এন নিমান মানিম বাঃআ লাগদান, বেল শলোমনেস মাহিমাঘী ঝাকামাকারনাঘী মাঝিনু রাঃআরকিহু অন্টা পুঁপ লেখা তাংগান সাপড়া পোল্লাস। 30ইন্না খাল্লেনু একা ঘাসি রাঃয়ী, নেলা আদিন চুলহানু লেভেড়না চিইনা মানো, ধার্মেস যদি আরিন এন্নে দাওলেসে সাপড়াদাস হলে এ থোরে পাত্তু আলারো, আস কা নিমান আরু ঢের দাওলেসে মাল সাপড়োস?
31“খানে ই হুর্মি বারেনু এন্নে বাঃআরকি বাগ্গে সোচআ আম্বকে, ‘এম এন্দরা অনোম মোখোম’? আউর ‘এন্দরা আত্তোম’? 32কারনে অযিহুদীরহু তো ই হুর্মি বারেনু বাগ্গে সোচনার; আউর নিমহায় মের্খান্তা বাঙ্গাস আদিন আখদাস যে, ই হুর্মি সান্‌জগিন নিমহায় দারকার রাঃয়ী। 33মুন্দা পাহিলানু নিম ধার্মেসঘী রাঃজী আউর আসঘী ডাহারেনু চালেরনা তারা কায়া চিইয়া, হলে আসহু আবড়া হুর্মিন নিমাগে চিওস। 34খানে নেলান্তা বারেনু বাগ্গে সোচআ আম্বকে, নেলান্তা সোচনা নেলাম রাউুক। উল্লান্তা তাপলিক উল্লান্তা খাতরীম ঠিকা রাঃয়ী।”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in