পয়দায়েশ 27:39-40
পয়দায়েশ 27:39-40 BACIB
তখন তাঁর পিতা ইস্হাক জবাবে বললেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হবে, উপরিস্থ আসমানের শিশিরবিহীন হবে। তুমি তলোয়ার দ্বারা জীবিকা নির্বাহ করবে এবং তোমার ভাইয়ের গোলাম হবে; কিন্তু যখন তুমি আস্ফালন করবে, তোমার ঘাড় থেকে তার যোঁয়ালি ফেলে দেবে।