1
লূক 11:13
Pobitro Baibel
তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলেমেয়েদের ভাল ভাল জিনিস দিতে জান, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায়, তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন এটা কত না নিশ্চয়!”
Compara
Explorar লূক 11:13
2
লূক 11:9
“এইজন্য আমি তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ কর, পাবে; দরজায় ঘা দেও, তোমাদের জন্য খোলা হবে।
Explorar লূক 11:9
3
লূক 11:10
যারা চায় তারা প্রত্যেকে পায়; যে খোঁজ করে সে পায়; আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়।
Explorar লূক 11:10
4
লূক 11:2
যীশু তাঁদের বললেন, “যখন তোমরা প্রার্থনা কর তখন বোলো, ‘হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক।
Explorar লূক 11:2
5
লূক 11:4
আমাদের পাপ ক্ষমা কর, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”
Explorar লূক 11:4
6
লূক 11:3
প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও।
Explorar লূক 11:3
7
লূক 11:34
আপনার চোখ হল আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভাল হয় তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু চোখ মন্দ হলে আপনার দেহও অন্ধকারে পূর্ণ হবে।
Explorar লূক 11:34
8
লূক 11:33
“কেউ বাতি জ্বেলে কোন গোপন জায়গায় বা ঝুড়ির নীচে রাখে না বরং বাতিদানের উপরেই রাখে, যেন ভিতরে যারা ঢোকে তারা আলো দেখতে পায়।
Explorar লূক 11:33
Inici
La Bíblia
Plans
Vídeos