1
ইউহোন্না 13:34-35
কিতাবুল মোকাদ্দস
একটি নতুন হুকুম আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পরস্পর মহব্বত কর; আমি যেমন তোমাদেরকে মহব্বত করেছি, তোমরাও তেমনি পরস্পর মহব্বত কর। তোমরা যদি নিজেদের মধ্যে পরস্পর মহব্বত রাখ, তবে তাতেই সকলে জানবে যে, তোমরা আমার সাহাবী।
Compara
Explorar ইউহোন্না 13:34-35
2
ইউহোন্না 13:14-15
ভাল, আমি প্রভু ও হুজুর হয়ে যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত? কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখালাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করেছি, তোমরাও তেমনি কর।
Explorar ইউহোন্না 13:14-15
3
ইউহোন্না 13:7
জবাবে ঈসা তাঁকে বললেন, আমি যা করছি, তা তুমি এখন জানতে পারছ না, কিন্তু এর পরে বুঝবে।
Explorar ইউহোন্না 13:7
4
ইউহোন্না 13:16
সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, গোলাম নিজের মালিক থেকে বড় নয় ও প্রেরিত নিজের প্রেরণকর্তা থেকে বড় নয়।
Explorar ইউহোন্না 13:16
5
ইউহোন্না 13:17
এসব যখন তোমরা জান, ধন্য তোমরা, যদি এসব পালন কর।
Explorar ইউহোন্না 13:17
6
ইউহোন্না 13:4-5
জেনে তিনি ভোজ থেকে উঠলেন এবং উপরের কাপড় খুলে রাখলেন, আর একখানি গামছা নিয়ে কোমর বাঁধলেন। পরে তিনি পাত্রে পানি ঢাললেন ও সাহাবীদের পা ধুয়ে দিতে লাগলেন এবং যে গামছা দ্বারা কোমর বেঁধেছিলেন তা দিয়ে মুছে দিতে লাগলেন।
Explorar ইউহোন্না 13:4-5
Inici
La Bíblia
Plans
Vídeos