Logo YouVersion
Ikona vyhledávání

মাথিয়াস 1

1
যীশু খ্রীস্তাসঘী গুষ্ঠি তালিকা
(লুকাস ৩:২৩-৩৮)
1যীশু খ্রীস্তাস রাঃচাস বেল দাউদেসঘী গুষ্ঠিন্তা আল আউর দাউদেস রাঃচাস আব্রাহামেসঘী গুষ্ঠিন্তা আল। যীশু খ্রীস্তাসঘী গুষ্ঠি তালিকা মান্‌জা,
2আব্রাহামেসঘী খাদ্দেস ইসাহাক; ইসাহাকেসঘী খাদ্দেস যাকোব; যাকোবেসঘী খাদ্দেস যিহুদাস আউর তাং ভাইয়োর; 3যিহুদাসঘী খাদ্দার পেরস আউর সেরহোস, আরঘী তাংগিয়োঘী নামে মান্‌জা তামর; পেরসেসঘী খাদ্দেস হিসরোন; হিসরোনেসঘী খাদ্দেস রাম; 4রামেসঘী খাদ্দেস অম্মিনাদব; অম্মিনাদবেসঘী খাদ্দেস নহশোন; নহশোনেসঘী খাদ্দেস শালমন; 5শালমনেসঘী খাদ্দেস বোয়াস, আসঘী তাংগিয়োঘী নামে রাঃচা রাহোব; বোয়াসেসঘী খাদ্দেস ওবেদ আউর আসঘী তাংগিয়ো রাঃচা রুত; আউর ওবেদেসঘী খাদ্দেস যিশয়; 6যিশয়েসঘী খাদ্দেস বেল দাউদ।
দাউদেসঘী খাদ্দেস শলোমনেস আসঘী তাংগিয়ো রাঃচা উরিয়েসঘী বিধুয়া যানানা; 7শলোমনেসঘী খাদ্দেস রাহবিয়াম; রাহবিয়ামেসঘী খাদ্দেস অবিয়; অবিয়সঘী খাদ্দেস আসা; 8আসাসঘী খাদ্দেস যিহোশাফট; যিহোশাফটেসঘী খাদ্দেস যোরাম; যোরামেসঘী খাদ্দেস উসিও; 9উসিওসঘী খাদ্দেস যোথম; যোথামেসঘী খাদ্দেস আহস; আহসেসঘী খাদ্দেস হিষ্কিয়; 10হিষ্কিয়সঘী খাদ্দেস মনঃশি; মনঃশিসঘী খাদ্দেস আমোন; আমোনেসঘী খাদ্দেস যোশিয়; 11যোশিয়েসঘী খাদ্দেস যিকনিয় আউর আসঘী ভাইয়োর, ইস্রায়েল জাতিয়ান বাবিল রাঃজীনু আটকারকি হোওনা কাঃনা সামাই ইর রাঃচার।
12যিকনিয়েসঘী খাদ্দেস শলটিয়েল ইস্রায়েল জাতিয়ান বাবিলনু আটকারকি হোওনা কাঃনা খোঃখা ইস কুন্দুরকা রাঃচাস; শলটিয়েসঘী খাদ্দেস সরুব্বাবিল; 13সরুব্বাবিলেসঘী খাদ্দেস অবিহুদ; অবিহুদেসঘী খাদ্দেস ইলিয়াকিম; ইলিয়াকিমেসঘী খাদ্দেস আসোর; 14আসোরেসঘী খাদ্দেস সাদোক; সাদোকেসঘী খাদ্দেস আখিম; আখিমেসঘী খাদ্দেস ইলিহুদ; 15ইলিহুদেসঘী খাদ্দেস ইলিয়াসর; ইলিয়াসরেসঘী খাদ্দেস মত্তন; মত্তনেসঘী খাদ্দেস যাকোব; 16যাকোবেসঘী খাদ্দেস যোসেফ, ই যোসেফেস মান্‌জাস মারীয়ামঘী মেতাস আউর ই মারীয়ামঘী কক্ষেনু যীশুস কুন্দুরাস, নেকান খ্রীস্তাস বাঃনা মানি।
17ই লেখাম আব্রাহামেসতি দাউদেসঘী চোদদো গুষ্ঠি গুটি। দাউদেসতি বাবিলনু আটকারকি হোওনা কাঃনা সামাই গুটি চোদদো গুষ্ঠি; বাবিলনু আটকারকা খোঃখান্তী খ্রীস্তাসঘী চোদদো গুষ্ঠি গুটি।
যীশু খ্রীস্তাসঘী কুন্দুরনা
(লুকাস ২:১-৭)
18ই লেখা যীশু খ্রীস্তাসঘী কুন্দুরনা মান্‌জিকি রাঃচা। যোসেফেস সাংগে যীশুসঘী তাংগিয়ো মারীয়ামঘী লোটা আম্মে মান্‌জিকি রাঃচা; মুন্দা আরঘী বেন্‌জা মান্না আউর অন সাংগে বেডেরনাঘী আগুম আখতারা যে, নেমহা বোলতাঘী সাওয়াংনু মারীয়াম ভারাকাত মান্‌জা। 19আদি খাতরী যোসেফেস মারীয়ামান চুপেমসে আম্বা চিইয়া বেদ্দিয়াস। কারনে যোসেফেস ধার্মেপাত্তু আল রাঃচাস বাঃআরকি আস আলার হেদ্দে আদিন নিন্দা নানা মাল বিদ্দিয়াস।
20একাবাকি আস ই হুর্মিন সোচআ লাগিয়াস, আবাকী উর্বাসঘী অন্টা দুতাস আসিন সাপ্নানু এত্থেরাসকি বাঃচাস, “যোসেফ, দাউদ খাদ্দায়ো, নিংহায় যানানা মারীয়ামান ইন্‌জিরনা খাতরী আম্বকে এল্চা, কারনে আদিঘী কক্ষেনু একা খাদ্দেস বার্চাস, আদ নেমহা বোলতাঘী সাওয়াংতিম মান্‌জা। 21আউর আদ অরোত কুক্কো খাদ্দে জানাম চিও আউর নিন আসঘী নামে উইকে ‘যীশু’ (বাছাবাউুস); কারনে আস তাংহা আলারিন আরঘী গুনহান্তী বাছাবাওস।”
22আক্কুন ই হুর্মি ঘাটচা যাতে নাবীরঘী মাঝিন্তী উর্বাস একা কাত্থান বাচ্কা রাঃচাস, আদ পুরা মানি। 23“এরা, অরোত ডিন্ডা পেল্লো ভারাকাত মানো, আউর আদ অরোত কুক্কো খাদ্দে জানাম চিও আউর আসিন ‘ইম্মানুয়েল#1:23 যিশাইয় ৭:১৪।’ বাঃআরকি মেখনা মানো।” আদিঘী মানে মান্‌জা, “নামহায় সাংগে ধার্মেস।”
24খোঃখা যোসেফেস খান্দারাসকি চোওচাস আউর উর্বাসঘী দুতাস আসিন একাসে হুকুম চিচ্চিকা রাঃচাস আন্নেম আস তাংহা যানানা মারীয়ামান সাংগে হোওয়ারকি এড়পা চালি কেরাস, 25মুন্দা খাদ্দে মাল কুন্দুরনা গুটি আদিঘী সাংগে অন সাংগে মাল বিডরিয়াস আউর আস খাদ্দেসঘী নামে উইয়াস যীশু।

Zvýraznění

Sdílet

Kopírovat

None

Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas