1
আদিপুস্তক 4:7
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”
Σύγκριση
Διαβάστε আদিপুস্তক 4:7
2
আদিপুস্তক 4:26
শেথেরও ছেলে হল, আর তিনি তার নাম ইনোশ রাখলেন। তখন লোকেরা সদাপ্রভুর নামে আরাধনা করতে আরম্ভ করল।
Διαβάστε আদিপুস্তক 4:26
3
আদিপুস্তক 4:9
পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোথায়? সে উত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?”
Διαβάστε আদিপুস্তক 4:9
4
আদিপুস্তক 4:10
তিনি বললেন, “তুমি কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে প্রতিফলের জন্য কাঁদছে।
Διαβάστε আদিপুস্তক 4:10
5
আদিপুস্তক 4:15
তাতে সদাপ্রভু তাকে বললেন, “এই জন্য কয়িনকে যে মারবে, সে সাত গুন প্রতিফল পাবে।” আর সদাপ্রভু কয়িনের জন্য এক চিহ্ন রাখলেন, যদি কেউ তাকে পেলে আক্রমণ করে।
Διαβάστε আদিপুস্তক 4:15
Αρχική
Αγία Γραφή
Σχέδια
Βίντεο