1
ইউহোন্না 12:26
Kitabul Mukkadas
কেউ যদি আমার সেবা করতে চায় তবে সে আমার পথে চলুক। আমি যেখানে আছি আমার সেবাকারীও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মান দান করবেন।
Σύγκριση
Διαβάστε ইউহোন্না 12:26
2
ইউহোন্না 12:25
যে নিজের প্রাণকে বেশী ভালবাসে সে তার সত্যিকারের জীবন হারায়, কিন্তু যে এই দুনিয়াতে তা করে না সে তার সত্যিকারের জীবন অনন্ত জীবনের জন্য রক্ষা করবে।
Διαβάστε ইউহোন্না 12:25
3
ইউহোন্না 12:24
আমি তোমাদের সত্যিই বলছি, গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে তবে একটাই বীজ থাকে, কিন্তু যদি মরে তবে প্রচুর ফসল জন্মায়।
Διαβάστε ইউহোন্না 12:24
4
ইউহোন্না 12:46
আমি এই দুনিয়াতে নূর হিসাবে এসেছি যেন আমার উপর যে ঈমান আনে সে অন্ধকারে না থাকে।
Διαβάστε ইউহোন্না 12:46
5
ইউহোন্না 12:47
যদি কেউ আমার কথা শুনে সেইমত না চলে তবে আমি নিজে তার বিচার করি না, কারণ আমি মানুষকে দোষী প্রমাণ করতে আসি নি বরং মানুষকে নাজাত দিতে এসেছি।
Διαβάστε ইউহোন্না 12:47
6
ইউহোন্না 12:3
এমন সময় মরিয়ম কমবেশ তিনশো গ্রাম খুব দামী, খাঁটি খোশবু আতর নিয়ে আসলেন এবং ঈসার পায়ে তা ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তাঁর পা মুছে দিলেন। সেই আতরের সুগন্ধে সারা ঘর ভরে গেল।
Διαβάστε ইউহোন্না 12:3
7
ইউহোন্না 12:13
তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে এগিয়ে আনতে গেল আর চিৎকার করে বলতে লাগল, “মারহাবা, যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক। তিনিই ইসরাইলের বাদশাহ্।”
Διαβάστε ইউহোন্না 12:13
8
ইউহোন্না 12:23
ঈসা তখন আন্দ্রিয় ও ফিলিপকে বললেন, “ইব্ন্তেআদমের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে।
Διαβάστε ইউহোন্না 12:23
Αρχική
Αγία Γραφή
Σχέδια
Βίντεο