1
ইউহোন্না 9:4
Kitabul Mukkadas
যিনি আমাকে পাঠিয়েছেন, বেলা থাকতে থাকতে তাঁর কাজ করা আমাদের দরকার। রাত আসছে, তখন কেউই কাজ করতে পারবে না।
Σύγκριση
Διαβάστε ইউহোন্না 9:4
2
ইউহোন্না 9:5
যতদিন আমি দুনিয়াতে আছি আমি দুনিয়ার নূর।”
Διαβάστε ইউহোন্না 9:5
3
ইউহোন্না 9:2-3
তখন সাহাবীরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “হুজুর, কার গুনাহে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের, না তার মা-বাবার?” ঈসা জবাব দিলেন, “গুনাহ্ সে নিজেও করে নি, তার মা-বাবাও করে নি। এটা হয়েছে যেন আল্লাহ্র কাজ তার মধ্য দিয়ে প্রকাশিত হয়।
Διαβάστε ইউহোন্না 9:2-3
4
ইউহোন্না 9:39
ঈসা বললেন, “আমি এই দুনিয়াতে বিচার করবার জন্য এসেছি, যেন যারা দেখতে পায় না তারা দেখতে পায় এবং যারা দেখতে পায় তারা অন্ধ হয়।”
Διαβάστε ইউহোন্না 9:39
Αρχική
Αγία Γραφή
Σχέδια
Βίντεο