মাথিয়াস সোপচ্কা
সোপচ্কা
মাথিয়াসঘী লিখিচ্কা দাও বাচান নামে পুথি’ঠু পাচ্চা নিয়ামঘী সাংগে পুনা নিয়ামঘী মিল রাঃয়ী। ই পুথিঘী পাহিলাম আখতানা মান্জা যে, যীশু খ্রীস্তাস বেল দাউদেসঘী আউর আব্রাহামেসঘী গুষ্ঠিন্তাদিম আল। ই পুথিন্তা লিখুস এদচাস যে, যীশুসদিম আঃ মাশীস, মানে মান্জা খ্রীস্তাস নেখায় খাতরী ইস্রায়েলিয় আলারিন ক্ষাপকা রাঃচার। বেল দাউদেসঘী বেলকান্ডোন ক্ষাক্ষানাঘী আধিকার খিলা ই খ্রীস্তাসঘী রাঃচা। মাথিয়াস যীশুসঘী জীয়ান্তা আঃ হুর্মি বারে গুটঠিঘী কাত্থান লিখিচ্কা রাঃচাস, এগদা তারু সাবুত মানি যে, যীশুসদিম খ্রীস্তাস। মাথিয়াস যীশুসিন এদচাস, ধার্মেসঘী আনকা পেশকাঘী মাহা গুরুর লেখা আউর তাংহায় রাঃজীঘী বারেনু শিরষা চিউু লেখা। মাথিয়াসঘী লিখিচ্কা দাও বাচানঘী মুন্জুরকা অংশনু এথরী যীশুসঘী শালিস, খেএনা, কাবুর, উজ্জারকি চোওনা আউর মের্খানু আর্গানা। মার্কুশ, লুকাস আউর যোহানেসঘী লিখিচ্কা দাও বাচানতি মাথিয়াসঘী লিখিচ্কা ই পুথিঘী মাঝিনু যীশুসঘী কায়েক’ঠু শিরষা আরু পুরাসে লিখিচ্কা রাঃয়ী। আবড়াঘী মাঝিনু অন্টা মান্জা পার্তাঘী মাইয়া যীশুসঘী শিরষা চিইনা (৫-৭ অধ্যায়)। উর্বাসঘী একা বিন্তী মাথিয়াসঘী লিখিচ্কা দাও বাচাননু ক্ষাক্ষরি, আদিন ইন্নাহু ঢের খ্রীষ্টিয়ান আলার তামহায় বিন্তী বাকি নান্নার (৬:৯-১৩ পদ)।
বারে গুটঠি
(ক) যীশু খ্রীস্তাসঘী গুষ্ঠি তালিকা আউর আসঘী কুন্দুরনা (১-২ অধ্যায়)
(খ) আসনান দাতা যোহানেসঘী প্রাচার (৩:১-১২ পদ)
(গ) যীশুসঘী আসনান আউর আসিন গুনহানু টিড়না খাতরী শায়তানেসঘী পারীক্ষা (৩:১৩-৪:১১ পদ)
(ঘ) গালীল প্রাদেশনু হোর্মারঘী মুন্দভারে যীশুসঘী নালাখ (৪:১২-১৮:৩৫ পদ)
(চ) গালীল প্রাদেশতি জেরুশালেমনু কাঃনা সামাই যীশুসঘী শিরষা (১৯:১-২০:৩৪)
(ছ) জেরুশালেমঘী হেদ্দে আউর ভিতরা যীশুসঘী জীয়াঘী শেষা হাপ্তা (২১:১-২৭:৬৬ পদ)
(জ) যীশুসঘী উজ্জারকি চোওনা আউর তাংগান এদনা (২৮ অধ্যায়)
Sélection en cours:
মাথিয়াস সোপচ্কা: kru-Beng-BD
Surbrillance
Partager
Copier

Tu souhaites voir tes moments forts enregistrés sur tous tes appareils? Inscris-toi ou connecte-toi
©️2025 Bible Students Fellowship of Bangladesh