পত্থম 18:23-24

পত্থম 18:23-24 CBT

পরেদি অব্রাহামে লগেপ্রভু ইন্দি এক্কেনা আগ্‌বারে যেইনে কলঅ, “মাত্তর্‌ তুই কি ভান্ন্যেই মানুচ্চুনোর লগে গম্‌ মানুচ্চুনোরেয়ো শেজ্ গুরিবে? শঅর ভিদিরে যুদি পঞ্চাজ্‌জন গম্‌ মানুচ্‌ থান্‌ সালে সে পঞ্চাশ জনত্ত্যে গোদা শঅরান্‌ রেহাই ন-দিইনে কি হামাক্কায় তুই সিয়েন্‌ শেজ্ গুরি ফেলেবে?