1
যোহনলিখিত সুসমাচার 1:12
পবিত্র বাইবেল
কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন।
Confronta
Esplora যোহনলিখিত সুসমাচার 1:12
2
যোহনলিখিত সুসমাচার 1:1
আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ছিলেন ঈশ্বর।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:1
3
যোহনলিখিত সুসমাচার 1:5
সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল; আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারে নি।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:5
4
যোহনলিখিত সুসমাচার 1:14
বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:14
5
যোহনলিখিত সুসমাচার 1:3-4
তাঁর মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোন কিছুরই সৃষ্টি হয় নি। তাঁর মধ্যে জীবন ছিল; আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:3-4
6
যোহনলিখিত সুসমাচার 1:29
পরের দিন যোহন যীশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, “ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান!
Esplora যোহনলিখিত সুসমাচার 1:29
7
যোহনলিখিত সুসমাচার 1:10-11
সেই বাক্য জগতে ছিল এবং এই জগত তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল; কিন্তু জগত তাঁকে চিনতে পারে নি। যে জগত তাঁর নিজস্ব সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকরাই তাঁকে গ্রহণ করল না।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:10-11
8
যোহনলিখিত সুসমাচার 1:9
প্রকৃত যে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে এসেছিলেন।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:9
9
যোহনলিখিত সুসমাচার 1:17
কারণ মোশির মাধ্যমে বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছে।
Esplora যোহনলিখিত সুসমাচার 1:17
Home
Bibbia
Piani
Video