1
আদিপুস্তক 21:1
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সারার প্রতি অনুগ্রহ প্রদর্শন করলেন। তিনি সারাকে যে কথা দিয়েছিলেন, সে কথা সফল করলেন।
比較
আদিপুস্তক 21:1で検索
2
আদিপুস্তক 21:17-18
ঈশ্বর বালকটির আর্তনাদ শুনলেন, আর ঈশ্বরের দূত অন্তরীক্ষ থেকে হাগারকে ডেকে বললেন, হাগার, তোমার কি হয়েছে? ভয় করো না, পরিত্যক্ত বালকটির আর্তনাদ ঈশ্বর শুনেছেন। তুমি উঠে গিয়ে তাকে কোলে তুলে নাও। আমি তার দ্বারা এক মহান জাতি উৎপন্ন করব।
আদিপুস্তক 21:17-18で検索
3
আদিপুস্তক 21:2
সারা গর্ভধারণ করে ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট সময়ে বৃদ্ধ অব্রাহামের জন্য একটি পুত্র সন্তান প্রসব করলেন।
আদিপুস্তক 21:2で検索
4
আদিপুস্তক 21:6
সারা বললেন, ঈশ্বর আমার জীবনে হাসি ও আনন্দ দিয়েছেন, যে একথা শুনবে, সেও আমার সঙ্গে আনন্দ করবে।
আদিপুস্তক 21:6で検索
5
আদিপুস্তক 21:12
কিন্তু ঈশ্বর তাঁকে বললেন, ঐ বালক এবং ঐ দাসীটির ব্যাপারে তুমি ক্ষুব্ধ হয়ো না, সারা তোমাকে যা বলছে, তা-ই কর, কারণ ইস্হাকের দ্বারাই তোমার বংশধারা রক্ষিত হবে।
আদিপুস্তক 21:12で検索
6
আদিপুস্তক 21:13
তবে ঐ দাসীপুত্রের দ্বারাও আমি এক জাতি উৎপন্ন করব, কারণ সেও তোমার সন্তান।
আদিপুস্তক 21:13で検索
ホーム
聖書
読書プラン
ビデオ