ঈশ্বর তোমাকে আকাশের
শিশির দান করে
তোমার ভূমির উর্বরতা বৃদ্ধি করুন,
দান করুন প্রচুর শস্য ও দ্রাক্ষারস।
জাতিবৃন্দ তোমার দাস্যবৃত্তি করবে,
জাতিবৃন্দ করবে প্রণিপাত
তোমার কাছে।
জাতিবর্গের উপর তুমি কর্তৃত্ব করবে,
তোমার সহোদরগণ হবে তোমার অধীন,
তোমাকে যে শাপ দেবে
সে হবে অভিশপ্ত,
আর যে তোমাকে করবে আশীর্বাদ
সে হবে আশিস্ধন্য।