আদিপুস্তক 33

33
এষৌর সঙ্গে যাকোবের সাক্ষাৎকার
1যাকোব দেখলেন এষৌ চারশো লোক সঙ্গে নিয়ে এগিয়ে আসছেন। তিনি তখন তাঁর ছেলেদের লেয়া, রাহেল ও দুই দাসীর মধ্যে ভাগ করে দিলেন। 2ঐ দুই দাসী ও তাদের ছেলেদের তিনি সামনের সারিতে, তার পরে লেয়া ও তাঁর ছেলেদের এবং সকলের পিছনে রাহেল ও যোষেফকে দাঁড় করিয়ে দিলেন। 3তারপর তিনি তাদের ছেড়ে এগিয়ে গেলেন এবং মাটিতে সাতবার প্রণিপাত করতে করতে তাঁর ভাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন।
4এষৌ তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দৌড়ে এলেন এবং যাকোবকে সাদরে আলিঙ্গন ও চুম্বন করলেন। তাঁরা দুজনেই কাঁদতে লাগলেন। পরে এষৌ যাকোবের স্ত্রী ও সন্তানদের দেখে জিজ্ঞাসা করলেন, 5তোমার সঙ্গে এরা কারা? যাকোব বললেন, ঈশ্বর অনুগ্রহ করে আপনার দাসকে এই সন্তান সন্ততি দিয়েছেন। 6তখন দাসীরা তাদের সন্তানদের নিয়ে কাছে এসে এষৌকে প্রণাম করল। তারপর লেয়া ও তাঁর ছেলেরাও কাছে এসে প্রণাম করলেন। 7সবার শেষে রাহেল ও যোষেফ এসে প্রণাম করলেন। এষৌ তখন জিজ্ঞাসা করলেন, 8তোমরা যে দলবলের সঙ্গে আমার দেখা হল তাদের কেন পাঠিয়েছ? যাকোব বললেন, আপনার কৃপাদৃষ্টি লাভের আশাতেই এই ব্যবস্থা করা হয়েছে। 9এষৌ বললেন, 10আমার যথেষ্ট আছে ভাই, তোমার যা কিছু সব তোমারই থাকুক। যাকোব বললেন, আমি যদি আপনার অনুগ্রহ লাভ করে থাকি তা হলে দয়া করে আমার এই সামান্য উপহার গ্রহণ করুন। কারণ আমি ঈশ্বরের মুখ দর্শন করার মতই আপনার শ্রীমুখ দর্শন করলাম, আর আপনিও আমার প্রতি প্রসন্ন হয়েছেন। 11অতএব আপনার জন্য যে উপহার এনেছি দয়া করে গ্রহণ করুন। ঈশ্বরের অনুগ্রহে আমার সব কিছুই আছে। যাকোবের অনুরোধে এষৌ শেষপর্যন্ত সেই উপহার গ্রহণ করলেন।
তারপর এষৌ বললেন, চল, এবার আমরা রওনা হই। 12আমি তোমার আগে আগে যাব। যাকোব তাঁকে বললেন, হুজুর, আপনি তো জানেন, 13এই ছেলেমেয়েরা দুর্বল, তাছাড়া আমার সঙ্গে দুগ্ধবতী গাভী ও ভেড়ার পাল রয়েছে। একদিনও যদি এদের জোরে হাঁটানো হয় তাহলে পালের সবগুলি পশুই মারা পড়বে। 14হুজুর, আমার অনুরোধ, আপনি এ দাসের আগেই বরং চলে যান। আমি ছেলেমেয়েদের ও পশুপালের চলার ক্ষমতা অনুযায়ী তাদের নিয়ে ধীরে ধীরে সেয়ীরে আপনার কাছে গিয়ে পৌঁছাব। 15এষৌ বললেন, তা হলে আমার সঙ্গী লোকজনের কয়েকজনকে তোমার কাছে রেখে যাই। যাকোব বললেন, তারই বা দরকার কি? আপনার কৃপাদৃষ্টি আমার উপর থাকলেই যথেষ্ট। 16এষৌ সেই দিনই সেয়ীরের পথে ফিরে গেলেন। 17আর যাকোব সুক্কোতের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে নিজের থাকার জন্য ঘর এবং পশুপালের জন্য কয়েকটি চালা তৈরী করলেন। এই জন্যই সেই জায়গার নাম হলো সুক্কোত (চালাঘর)।
যাকোবের শেখেমে বসতি
18যাকোব পদ্দন-অরাম থেকে যাত্রা করে নিরাপদে কনান দেশের শেখেম নগরে এসে উপস্থিত হলেন এবং নগরের উপকন্ঠে শিবির স্থাপন করলেন। 19তিনি যেখানে শিবির স্থাপন করেছিলেন সেই জায়গাটুকু তিনি শেখেমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে কিনে নিলেন।#যিহো 24:32; যোহন 4:5 20সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন ‘এল্-এলোহে-ইসরায়েল’,(ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর)।

하이라이트

공유

복사

None

모든 기기에 하이라이트를 저장하고 싶으신가요? 회원가입 혹은 로그인하세요