আদিপুস্তক 35
35
বেথেল-এ যাকোব
1ঈশ্বর যাকোবকে বললেন, তুমি বেথেলে গিয়ে বসতি কর। আর সেখানে তোমার ভাই এষৌর কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় যে ঈশ্বর তোমায় দর্শন দিয়েছিলেন, তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা কর।#আদি 28:11-17 2যাকোব তখন তাঁর পরিবারের সকলকে এবং তাঁর সঙ্গে লোকজন যারা ছিল তাদের বললেন, তোমাদের কাছে যে সব বিজাতীয় দেববিগ্রহ রয়েছে সেগুলি ফেলে দিয়ে তোমরা শুচি হও এবং তোমাদের পোষাক-পরিচ্ছদ বদলাও। 3আমরা এখন বেথেল গিয়ে যে ঈশ্বর দুঃখের দিনে আমার ডাকে সাড়া দিয়েছিলেন এবং যাত্রাপথে এতাবৎ যিনি আমার সঙ্গে রয়েছেন তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করব। 4তারা তখন তাদের কাছে যেসব বিজাতীয় দেববিগ্রহ ছিল সেগুলি এবং তাদের কানের কুণ্ডলগুলি যাকোবের হাতে দিয়ে দিল। তিনি সেগুলি শেখেমের নিকটবর্তী এক ওক গাছের নীচে পুঁতে রাখলেন। 5তারপর তাঁরা রওনা হলেন, তাঁদের আশেপাশে যে সব নগর ছিল সেগুলিতে ঈশ্বর মহাত্রাসের সঞ্চার করলেন, ফলে সেখানকার অধিবাসীরা যাকোবের পুত্রদের পিছনে তাড়া করতে সাহস করল না। 6যাকোব তাঁর সঙ্গের লোকজন নিয়ে কনান দেশের জনপদ লুস-এ অর্থাৎ বেথেলে গিয়ে উপস্থিত হলেন। 7সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গার নাম রাখলেন এল-বেথেল, অর্থাৎ বেথেলের ঈশ্বর কারণ তাঁর ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে ঈশ্বর তাঁকে দর্শন দিয়েছিলেন। 8রেবেকার ধাত্রী দেবোরা মারা গেলে বেথেলের কাছাকাছি এক ওকগাছের তলায় তাকে কবর দেওয়া হল এবং সেই জায়গার নাম দেওয়া হল আলোন-বাকুৎ (রোদন-তরু)।
9পদ্দন-অরাম থেকে যাকোব ফিরে আসার পর ঈশ্বর আবার তাঁকে দর্শন দিলেন এবং আশীর্বাদ করলেন। 10ঈশ্বর তাঁকে বললেন, তোমার নাম যাকোব, কিন্তু তুমি আর যাকোব নামে অভিহিত হবে না। তোমার নাম হবে ইসরায়েল।#আদি 32:28 11ঈশ্বর তাঁর নাম রাখলেন ইসরায়েল। বললেন,
আমি সর্বশক্তিমান ঈশ্বর,
তুমি প্রজাবন্ত হও,
বৃদ্ধিলাভ করে পরিণত হও
মহান এক জাতিতে।
তোমা থেকে উৎপন্ন হবে বহু জাতি,
জন্মগ্রহণ করবে নৃপতিবৃন্দ তোমার বংশে।#আদি 17:4-8
12আমি যে দেশ দিয়েছিলাম
অব্রাহাম ও ইস্হাককে,
সেই দেশ দেব আমি তোমাকে,
দেব তোমার উত্তর পুরুষদের।
13-15আশীর্বচনের পর ঈশ্বর অন্তর্হিত হলেন এবং যে স্থানে ঈশ্বর তাঁর সঙ্গে বাক্যালাপ করেছিলেন, যাকোব সে স্থানে একটি পাথরের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করে পেয় নৈবেদ্য উৎসর্গ ও তৈলনিষেক করলেন এবং সেই স্থানের নাম রাখলেন বেথেল।#আদি 28:18-19
রাহেলের মৃত্যু
16পরে তাঁরা বেথেল ছেড়ে চলে গেলেন এবং এফ্রাথা থেকে কিছু দূরে পথের মধ্যে রাহেলের প্রসব বেদনা সুরু হল। তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। 17তাঁর নিদারুণ প্রসব বেদনা দেখে ধাত্রী তাঁকে বলল, ভয় পেয়ো না, এবারেও তোমার পুত্র হবে। 18প্রসবকালে রাহেলের মৃত্যু হল, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ে তিনি তাঁর পুত্রের নাম রাখলেন বেন-ওনী (আমার দুভার্গ্যের সন্তান)। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্যামীন (দক্ষিণ হস্তের বা সৌভাগ্যের সন্তান)। 19এই ভাবে রাহেলের মৃত্যু হল। এফ্রাথা অর্থাৎ বেথেলেহেমের পথের পাশে তাঁকে কবর দেওয়া হল। 20যাকোব তাঁর কবরের উপরে একটি পাথরের স্মৃতিস্তম্ভ স্থাপন করলেন। রাহেলের সমাধির উপরে সেই স্মৃতিস্তম্ভ আজও আছে।
যাকোবের বংশধরেরা
(১ বংশা 2:1-2)
21পরে যাকোব সেখান থেকে মিগ্দলের ওপারে গিয়ে শিবির স্থাপন করলেন। 22সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।#আদি 49:4
23যাকোবের বারোটি পুত্র ছিল। লেয়ার সন্তানঃ যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহুদা ইষাখর ও সবুলুন। 24রাহেলের সন্তানঃ যোষেফ ও বিন্যামীন। 25রাহেলের দাসী বিল্হার সন্তানঃ দান ও নপ্তালি। 26লেয়ার দাসী সিল্পার সন্তানঃ গাদ ও আশের। যাকোবের এই পুত্রেরা পদ্দন-অরামে জন্মগ্রহণ করেছিল।
ইস্হাকের মৃত্যু
27যাকোব কিরিয়াৎ-অরাবা অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মাম্রে-তে তাঁর পিতা ইস্হাকের কাছে গেলেন। এখানেই অব্রাহাম ও ইস্হাক বসতি স্থাপন করেছিলেন।#আদি 13:18 28ইস্হাকের বয়স তখন হয়েছিল একশো আশী বছরয 29ইস্হাক বৃদ্ধ ও পরিণত বয়সে দেহরক্ষা করে তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হলেন। তাঁর পুত্র এষৌও যাকোব তাঁকে সমাহিত করলেন।
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
আদিপুস্তক 35
35
বেথেল-এ যাকোব
1ঈশ্বর যাকোবকে বললেন, তুমি বেথেলে গিয়ে বসতি কর। আর সেখানে তোমার ভাই এষৌর কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় যে ঈশ্বর তোমায় দর্শন দিয়েছিলেন, তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা কর।#আদি 28:11-17 2যাকোব তখন তাঁর পরিবারের সকলকে এবং তাঁর সঙ্গে লোকজন যারা ছিল তাদের বললেন, তোমাদের কাছে যে সব বিজাতীয় দেববিগ্রহ রয়েছে সেগুলি ফেলে দিয়ে তোমরা শুচি হও এবং তোমাদের পোষাক-পরিচ্ছদ বদলাও। 3আমরা এখন বেথেল গিয়ে যে ঈশ্বর দুঃখের দিনে আমার ডাকে সাড়া দিয়েছিলেন এবং যাত্রাপথে এতাবৎ যিনি আমার সঙ্গে রয়েছেন তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করব। 4তারা তখন তাদের কাছে যেসব বিজাতীয় দেববিগ্রহ ছিল সেগুলি এবং তাদের কানের কুণ্ডলগুলি যাকোবের হাতে দিয়ে দিল। তিনি সেগুলি শেখেমের নিকটবর্তী এক ওক গাছের নীচে পুঁতে রাখলেন। 5তারপর তাঁরা রওনা হলেন, তাঁদের আশেপাশে যে সব নগর ছিল সেগুলিতে ঈশ্বর মহাত্রাসের সঞ্চার করলেন, ফলে সেখানকার অধিবাসীরা যাকোবের পুত্রদের পিছনে তাড়া করতে সাহস করল না। 6যাকোব তাঁর সঙ্গের লোকজন নিয়ে কনান দেশের জনপদ লুস-এ অর্থাৎ বেথেলে গিয়ে উপস্থিত হলেন। 7সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গার নাম রাখলেন এল-বেথেল, অর্থাৎ বেথেলের ঈশ্বর কারণ তাঁর ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে ঈশ্বর তাঁকে দর্শন দিয়েছিলেন। 8রেবেকার ধাত্রী দেবোরা মারা গেলে বেথেলের কাছাকাছি এক ওকগাছের তলায় তাকে কবর দেওয়া হল এবং সেই জায়গার নাম দেওয়া হল আলোন-বাকুৎ (রোদন-তরু)।
9পদ্দন-অরাম থেকে যাকোব ফিরে আসার পর ঈশ্বর আবার তাঁকে দর্শন দিলেন এবং আশীর্বাদ করলেন। 10ঈশ্বর তাঁকে বললেন, তোমার নাম যাকোব, কিন্তু তুমি আর যাকোব নামে অভিহিত হবে না। তোমার নাম হবে ইসরায়েল।#আদি 32:28 11ঈশ্বর তাঁর নাম রাখলেন ইসরায়েল। বললেন,
আমি সর্বশক্তিমান ঈশ্বর,
তুমি প্রজাবন্ত হও,
বৃদ্ধিলাভ করে পরিণত হও
মহান এক জাতিতে।
তোমা থেকে উৎপন্ন হবে বহু জাতি,
জন্মগ্রহণ করবে নৃপতিবৃন্দ তোমার বংশে।#আদি 17:4-8
12আমি যে দেশ দিয়েছিলাম
অব্রাহাম ও ইস্হাককে,
সেই দেশ দেব আমি তোমাকে,
দেব তোমার উত্তর পুরুষদের।
13-15আশীর্বচনের পর ঈশ্বর অন্তর্হিত হলেন এবং যে স্থানে ঈশ্বর তাঁর সঙ্গে বাক্যালাপ করেছিলেন, যাকোব সে স্থানে একটি পাথরের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করে পেয় নৈবেদ্য উৎসর্গ ও তৈলনিষেক করলেন এবং সেই স্থানের নাম রাখলেন বেথেল।#আদি 28:18-19
রাহেলের মৃত্যু
16পরে তাঁরা বেথেল ছেড়ে চলে গেলেন এবং এফ্রাথা থেকে কিছু দূরে পথের মধ্যে রাহেলের প্রসব বেদনা সুরু হল। তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। 17তাঁর নিদারুণ প্রসব বেদনা দেখে ধাত্রী তাঁকে বলল, ভয় পেয়ো না, এবারেও তোমার পুত্র হবে। 18প্রসবকালে রাহেলের মৃত্যু হল, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ে তিনি তাঁর পুত্রের নাম রাখলেন বেন-ওনী (আমার দুভার্গ্যের সন্তান)। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্যামীন (দক্ষিণ হস্তের বা সৌভাগ্যের সন্তান)। 19এই ভাবে রাহেলের মৃত্যু হল। এফ্রাথা অর্থাৎ বেথেলেহেমের পথের পাশে তাঁকে কবর দেওয়া হল। 20যাকোব তাঁর কবরের উপরে একটি পাথরের স্মৃতিস্তম্ভ স্থাপন করলেন। রাহেলের সমাধির উপরে সেই স্মৃতিস্তম্ভ আজও আছে।
যাকোবের বংশধরেরা
(১ বংশা 2:1-2)
21পরে যাকোব সেখান থেকে মিগ্দলের ওপারে গিয়ে শিবির স্থাপন করলেন। 22সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।#আদি 49:4
23যাকোবের বারোটি পুত্র ছিল। লেয়ার সন্তানঃ যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহুদা ইষাখর ও সবুলুন। 24রাহেলের সন্তানঃ যোষেফ ও বিন্যামীন। 25রাহেলের দাসী বিল্হার সন্তানঃ দান ও নপ্তালি। 26লেয়ার দাসী সিল্পার সন্তানঃ গাদ ও আশের। যাকোবের এই পুত্রেরা পদ্দন-অরামে জন্মগ্রহণ করেছিল।
ইস্হাকের মৃত্যু
27যাকোব কিরিয়াৎ-অরাবা অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মাম্রে-তে তাঁর পিতা ইস্হাকের কাছে গেলেন। এখানেই অব্রাহাম ও ইস্হাক বসতি স্থাপন করেছিলেন।#আদি 13:18 28ইস্হাকের বয়স তখন হয়েছিল একশো আশী বছরয 29ইস্হাক বৃদ্ধ ও পরিণত বয়সে দেহরক্ষা করে তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হলেন। তাঁর পুত্র এষৌও যাকোব তাঁকে সমাহিত করলেন।
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.