1
যোহন 11:25-26
পবিএ বাইবেল CL Bible (BSI)
যীশু বললেন আমিই পুনরুত্থান এবং আমিই জীবন। আমার উপরে যদি কারও বিশ্বাস থাকে তার মৃত্যু হলেও সে জীবন লাভ করবে। আর জীবিত যে কোন জন যদি আমাকে বিশ্বাস করে তার কখনও মৃত্যু হবে না। এ কথা কি তুমি বিশ্বাস কর?
Palyginti
Naršyti যোহন 11:25-26
2
যোহন 11:40
মৃতের বোন মার্থা তাঁকে বলল, গুরুদেব, আজ চার দিন হল ও মারা গেছে, এর মধ্যে নিশ্চয়ই ও ওখানে দুর্গন্ধ হয়ে গেছে। যীশু বললেন, আমি কি তোমায় বলি নি যে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে দেখতে পাবে ঈশ্বরের মহিমা।
Naršyti যোহন 11:40
3
যোহন 11:35
যীশু তখন কাঁদতে লাগলেন।
Naršyti যোহন 11:35
4
যোহন 11:4
একথা শুনে যীশু বললেন, এ অসুখে সে মরবে না বরং এর দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হবেন এবং সেই সঙ্গে ঈশ্বরের পুত্রও হবেন গৌরবান্বিত।
Naršyti যোহন 11:4
5
যোহন 11:43-44
তারপর যীশু উচ্চকন্ঠে ডেকে বললেন, লাসার, বেরিয়ে এস। লাসার বেরিয়ে এল। তার হাত পা ছিল কাপড়ের ফালি দিয়ে জড়িয়ে বাঁধা আর মুখে জড়ান ছিল একটা কাপড়। যীশু বললেন, ওর বাঁধন খুলে দাও, যেতে দাও ওকে।
Naršyti যোহন 11:43-44
6
যোহন 11:38
গভীর শোকে কারত হয়ে যীশু এগিয়ে গেলেন সমাধির কাছে। সেটা ছিল একটা গুহা তার মুখে একটা পাথর লাগান ছিল।
Naršyti যোহন 11:38
7
যোহন 11:11
এ কথার পর তিনি বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে তাকে জাগাব।
Naršyti যোহন 11:11
Pradžia
Biblija
Planai
Vaizdo įrašai