1
যোহন 8:12
পবিএ বাইবেল CL Bible (BSI)
যীশু আবার লোকদের সম্বোধন করে বললেন, আমি জগতের জ্যোতি। যে আমার অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোন অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না, সে লাভ করবে জীবনের জ্যোতি।
Palyginti
Naršyti যোহন 8:12
2
যোহন 8:32
তখনই তোমরা সত্যের স্বরূপ জ্ঞাত হবে এবং সেই সত্যই তোমাদের মুক্ত করবে।
Naršyti যোহন 8:32
3
যোহন 8:31
ইহুদীদের মধ্যে যারা তাঁকে বিশ্বাস করল, যীশু তাদের বললেন, যদি তোমরা আমার উপদেশ পালন কর, তাহলেই তোমরা হবে আমার প্রকৃত শিষ্য।
Naršyti যোহন 8:31
4
যোহন 8:36
তাই পুত্র যদি তোমাদের মুক্তি দান করেন তাহলে তোমরা হবে প্রকৃতই মুক্ত।
Naršyti যোহন 8:36
5
যোহন 8:7
তাঁরা কিন্তু সমানে তাঁকে প্রশ্ন করে চললেন। যীশু তখন মাথা তুলে তাঁদের বললেন, তোমাদের মধ্যে যে কোন পাপ করে নি সে-ই প্রথমে একে পাথর মারুক।
Naršyti যোহন 8:7
6
যোহন 8:34
যীশু তাদের বললেন, তোমাদের আমি সত্যই বলছি, পাপ যে করবে সে-ই পাপের ক্রীতদাস।
Naršyti যোহন 8:34
7
যোহন 8:10-11
যীশু মাথা তুলে তাকে জিজ্ঞাসা করলেন, ওরা কোথায়? কেউ তোমায় শাস্তি দেয় নি? সে বলল, কেউ না, প্রভু। যীশু বললেন, আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, আর কখনও পাপ করো না। ]
Naršyti যোহন 8:10-11
Pradžia
Biblija
Planai
Vaizdo įrašai