1
আদিপুস্তক 2:24
Pobitro Baibel
এইজন্যই মানুষ মা-বাবাকে ছেড়ে তার স্ত্রীর সংগে এক হয়ে থাকবে আর তারা দু’জন একদেহ হবে।
तुलना
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 2:24
2
আদিপুস্তক 2:18
পরে সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষটির পক্ষে একা থাকা ভাল নয়। আমি তার জন্য একজন উপযুক্ত সংগী তৈরী করব।”
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 2:18
3
আদিপুস্তক 2:7
পরে সদাপ্রভু ঈশ্বর মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে তার ভিতরে জীবন-বায়ু ঢুকিয়ে দিলেন। তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হল।
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 2:7
4
আদিপুস্তক 2:23
তাঁকে দেখে আদম বললেন, “এবার হয়েছে। এঁর হাড়-মাংস আমার হাড়-মাংস থেকেই তৈরী। পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে এঁকে স্ত্রীলোক বলা হবে।”
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 2:23
5
আদিপুস্তক 2:3
এই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন, কারণ ঐ দিনে তিনি কোন সৃষ্টির কাজ করেন নি।
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 2:3
6
আদিপুস্তক 2:25
তখন আদম এবং তাঁর স্ত্রী উলংগ থাকতেন, কিন্তু তাতে তাঁদের কোন লজ্জাবোধ ছিল না।
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 2:25
होम
बाइबल
योजनाहरू
भिडियोहरू