1
যোহন 9:4
বাংলা সমকালীন সংস্করণ
যতক্ষণ দিনের আলো আছে, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই কাজ আমাদের করতে হবে। রাত্রি ঘনিয়ে আসছে, তখন কেউ আর কাজ করতে পারে না।
तुलना
अन्वेषण गर्नुहोस् যোহন 9:4
2
যোহন 9:5
যতক্ষণ আমি জগতে আছি, আমিই এই জগতের জ্যোতি হয়ে আছি।”
अन्वेषण गर्नुहोस् যোহন 9:5
3
যোহন 9:2-3
তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “রব্বি, কার পাপের কারণে এ অন্ধ হয়ে জন্মেছে, নিজের না এর বাবা-মার?” যীশু বললেন, “এই ব্যক্তি বা এর বাবা-মা যে পাপ করেছে, তা নয়, কিন্তু এর জীবনে যেন ঈশ্বরের কাজ প্রকাশ পায়, তাই এরকম ঘটেছে।
अन्वेषण गर्नुहोस् যোহন 9:2-3
4
যোহন 9:39
যীশু বললেন, “বিচার করতেই আমি এ জগতে এসেছি, যেন দৃষ্টিহীনরা দেখতে পায় এবং যারা দেখতে পায়, তারা দৃষ্টিহীন হয়।”
अन्वेषण गर्नुहोस् যোহন 9:39
होम
बाइबल
योजनाहरू
भिडियोहरू