যোহন 11
11
লাসারের মৃত্যু
1মার্থা আর মরিয়ম নামে দুই বোন বাস করত বেথানি গ্রামে। এই মরিয়মই প্রভুকে অভিষিক্ত করেছিল সুগন্ধি তেল দিয়ে এবং#লুক 10:38-39 2তাঁর পা দুখানি মুছিয়ে দিয়েছিল নিজের মাথার চুল দিয়ে। এদেরই ভাই লাসারের খুব অসুখ করেছিল।#যোহন 12:3 3তারা যীশুর কাছে বলে পাঠাল, আপনার বন্ধু খুব অসুস্থ।
4একথা শুনে যীশু বললেন, এ অসুখে সে মরবে না বরং এর দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হবেন এবং সেই সঙ্গে ঈশ্বরের পুত্রও হবেন গৌরবান্বিত।#যোহন 9:3
5মার্থা এবং তার বোন ও লাসারকে যীশু ভালবাসতেন। 6কিন্তু তা সত্ত্বেও লাসারের অসুস্থতার কথা শুনে যীশু যেখানে ছিলেন সেইখানে আরও দুদিন দেরী করলেন। 7তারপর যীশু তাঁর শিষ্যদের বললেন, চল, আমরা যিহুদীয়ায় ফিরে যাই।
8তাঁর শিষ্যরা বললেন, গুরুদেব, মাত্র কিছুদিন আগে সেখানে ইহুদীরা আপনাকে পাথর দিয়ে মারতে চেয়েছিল। আবার আপনি সেখানে যেতে চান?#যোহন 8:59; 10:31
9যীশু বললেন, দিনের আলো থাকে বারো ঘন্টা, তাই নয় কি? দিনের আলোতে যে চলে সে উছোট খায় না কারণ জগত তখন আলোকিত থাকে।#যোহন 9:4-5; ১ যোহন 2:10 10কিন্তু রাতের আঁধারে যে পথ চলে সে উছোট খায় কারণ তার সামনে তখন আর আলো থাকে না।#যোহন 12:35; ১ যোহন 2:11 11এ কথার পর তিনি বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে তাকে জাগাব।#মথি 9:24; লুক 8:52
12শিষ্যরা বললেন, গুরুদেব, সে যদি ঘুমিয়ে থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে।
13যীশু বলেছিলেন তার মৃত্যুর কথা কিন্তু তাঁরা সেটাকে স্বাভাবিক ঘুমের কথা মনে করেছিলেন। 14-15যীশু তখন স্পষ্টভাবে বললেন, লাসার মারা গেছে। তোমাদের কথা ভেবেই আমি আনন্দিত যে আমি তখন সেখানে ছিলাম না। এখন তোমরা বিশ্বাস করতে পারবে। চল, এবার আমরা তার কাছে যাই।
16থোমা যাঁর অপর নাম যমজ, তিনি তাঁর সতীর্থদের বললেন, চল আমরাও ওঁর সঙ্গে যাই। যেন আমরাও তাঁর সঙ্গে মৃত্যুবরণ করতে পারি।#মার্ক 14:31
পুনরুত্থান ও জীবন
17সেখানে পৌঁছে যীশু জানতে পারলেন যে চারদিন আগে লাসারের সমাধি হয়ে গেছে। 18জেরুশালেম থেকে বেথানির দূরত্ব দু মাইলেরও কম। 19শহর থেকে অনেকেই এসেছিল মার্থা ও মরিয়মকে ভাই-এর মৃত্যুশোকে সান্ত্বনা দিতে।
20যীশুর আসার কথা শুনেই মার্থা তাঁর সঙ্গে দেখা করতে গেল কিন্তু মরিয়ম ঘরেই রইল। 21মার্থা যীশুকে বলল, প্রভু, আপনি এখানে থাকলে আমার ভাই মারা যেত না।#যোহন 11:32 22কিন্তু তাহলেও আমি জানি ঈশ্বরের কাছে আপনি যা কিছু চাইবেন, তিনি আপনাকে তা দেবেন।
23যীশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থিত হবে।
24মার্থা বলল, আমি জানি, শেষের সেই পুনরুত্থানের দিনে সে আবার উঠবে।#যোহন 5:29; 6:40; লুক 14:14
25যীশু বললেন আমিই পুনরুত্থান এবং আমিই জীবন। আমার উপরে যদি কারও বিশ্বাস থাকে তার মৃত্যু হলেও সে জীবন লাভ করবে।#যোহন 5:24; 8:51 26আর জীবিত যে কোন জন যদি আমাকে বিশ্বাস করে তার কখনও মৃত্যু হবে না। এ কথা কি তুমি বিশ্বাস কর?
27সে বলল, হ্যাঁ প্রভু। জগতে যাঁর আবির্ভাব আসন্ন, আমি বিশ্বাস করি আপনিই সেই মশীহ ঈশ্বরের পুত্র।#যোহন 6:69
28এই কথা বলে মার্থা তার বোন মরিয়মকে ডাকতে গেল। গিয়ে গোপনে তাকে বলল, গুরুদেব এসেছেন, তোমাকে ডাকছেন। 29এ কথা শুনে মরিয়ম তাড়াতাড়ি তাঁর কাছে গেল। 30যীশু তখনও গ্রামে পৌঁছান নি, মার্থা যেখানে তাঁর সঙ্গে দেখা করেছিল সেখানেই তিনি ছিলেন। 31যে সমস্ত ইহুদী বাড়ির মধ্যে মরিয়মকে সান্ত্বনা দিচ্ছিল, তারা তাকে ঘর ছেড়ে মার্থার সঙ্গে ছুটে বেরিয়ে যেতে দেখে ভাবল, হয়তো সে কাঁদবার জন্য সমাধির কাছে যাচ্ছে।
32যীশু যেখানে ছিলেন সেখানে গিয়ে মরিয়ণ যীশুকে দেখার সঙ্গে সঙ্গে সে তাঁর চরণে লুটিয়ে পড়ে বলল, গুরুদেব, আপনি এখানে থাকলে আমার ভাই মারা যেত না।
33তাকে ও তার ইহুদী সঙ্গীনীদের কাঁদতে দেখে যীশুর অন্তর বেদনায় মথিত হয়ে উঠল।#যোহন 12:27; 13:21; 17:21 34তিনি জিজ্ঞেস করলেন, কোথায় রেখেছ তোমরা তাকে? তারা বলল, দেখবেন আসুন গুরুদেব।
35যীশু তখন কাঁদতে লাগলেন।#লুক 19:41 36এতে ইহুদীরা বলল, আহা, উনি তাকে কত ভালই না বাসতেন।
37কিন্তু কয়েকজন বলল, যিনি অন্ধকে দৃষ্টিদান করেছেন, তিনি লাসারকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য কি কিছু করতে পারতেন না?
লাসারের পুনর্জীবন
38গভীর শোকে কারত হয়ে যীশু এগিয়ে গেলেন সমাধির কাছে। সেটা ছিল একটা গুহা তার মুখে একটা পাথর লাগান ছিল।#মথি 27:60 39যীশু বললেন, পাথরখানা সরিয়ে নাও।#যোহন 20:1
40মৃতের বোন মার্থা তাঁকে বলল, গুরুদেব, আজ চার দিন হল ও মারা গেছে, এর মধ্যে নিশ্চয়ই ও ওখানে দুর্গন্ধ হয়ে গেছে। যীশু বললেন, আমি কি তোমায় বলি নি যে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে দেখতে পাবে ঈশ্বরের মহিমা।#যোহন 11:4। 41তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। যীশু আকাশের দিকে চেয়ে নিবেদন করলেন, পিতা, তুমি আমার আবেদন গ্রাহ্য করেছ, তাই তোমায় কৃতজ্ঞতা জানাই। 42আমি জানি, সবসময়ই তুমি আমার প্রার্থনা শোন কিন্তু এখন আমি এ কথা এইজন্যই বলছি যে যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা যাতে বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ।#যোহন 12:30 43তারপর যীশু উচ্চকন্ঠে ডেকে বললেন, লাসার, বেরিয়ে এস। 44লাসার বেরিয়ে এল। তার হাত পা ছিল কাপড়ের ফালি দিয়ে জড়িয়ে বাঁধা আর মুখে জড়ান ছিল একটা কাপড়। যীশু বললেন, ওর বাঁধন খুলে দাও, যেতে দাও ওকে।
যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র
(মথি 26:1-3; মার্ক 14:1-2; লুক 22:1-2)
45মরিয়মের সঙ্গে দেখা করার জন্য অনেক ইহুদী এসেছিল। যীশুর এই মহান কীর্তি দেখে তারা বিশ্বাস করল তাঁকে।#যোহন 7:31; 8:30; 10:42; 12:42 46তাদের মধ্যে কয়েকজন ফরিশীদের কাছে গিয়ে যীশুর এই আশ্চর্য কীর্তির কথা বলল। 47তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা একটি সভায় মিলিত হয়ে বললেন, এখন আমরা কি করব? এই লোকটি ঐশী শক্তিসম্পন্ন সমস্ত কাজ করছে।#প্রেরিত 4:16 48ওকে যদি এভাবে ছেড়ে দেওয়া যায় তাহলে সমস্ত লোক ওকে বিশ্বাস করবে। তখন রোমীয়েরা এসে আমাদের পবিত্র মন্দির ও আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে।
49কিন্তু কায়াফা নামে তাঁদের মধ্যে একজন যিনি সেই বছরের জন্য মনোনীত প্রধান পুরোহিত ছিলেন, তিনি বললেন, পরিস্থিতি সম্বন্ধে তোমরা কিচ্ছু বোঝ না। 50কেন তোমরা বর্তমান বিবেচনা করে দেখছ না যে সমগ্র জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরিবর্তে একটি মানুষের মৃতুই শ্রেয়।#যোহন 18:14। 51এ কথা তিনি নিজে থেকে বলেন নি কিন্তু সেই বছরের প্রধান পুরোহিত হিসাবে ঐশী প্রেরণায় উচ্চারণ করেছিলেন এই ভবিষ্যদ্বাণী, যে যীশুকে মৃত্যুবরণ করতে হবে সমগ্র জাতির জন্য 52এবং জাতির জন্যই নয়, ঈশ্বরের ইতস্ততঃ বিক্ষিপ্ত সন্তানদের একত্র করার জন্যও।#যোহন 10:16; ১ যোহন 2:2; মথি 12:30
53সুতরাং সেই দিন থেকেই তারা যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলেন। 54তাই যীশু ইহুদীদের মধ্যে প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দিলেন এবং সেখান থেকে মরুভূমির শেষ প্রান্তে একটি শহরে চলে গেলেন। শহরটির মান ইফ্রয়িম। সেখানেই তিনি তাঁর শিষ্যদের সঙ্গে থাকলেন।
55ইহুদীদের তারণোৎসব আসন্ন হওয়ায় উৎসবের আগে নিজেদের শুচি করার জন্য বহু লোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেরুশালেমে যেতে লাগল।#লুক 22:1; ২ বংশা 30:17; প্রেরিত 21:24-26 56যীশুকে তারা খুঁজতে লাগল এবং মন্দিরে গিয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগল, পর্বে তিনি কি আসবেন? তোমাদের কি মনে হয়? 57তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা এই মর্মে আদেশ জারি করলেন যে, যীশু কোথায় আছেন তা যদি কারও জানা থাকে তাহলে সে যেন তাঁদের সংবাদ দেয়। তাঁরা তাঁকে গ্রেপ্তার করবেন।
अहिले सेलेक्ट गरिएको:
যোহন 11: BENGALCL-BSI
हाइलाइट
शेयर गर्नुहोस्
कपी गर्नुहोस्
तपाईंका हाइलाइटहरू तपाईंका सबै यन्त्रहरूमा सुरक्षित गर्न चाहनुहुन्छ? साइन अप वा साइन इन गर्नुहोस्
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
যোহন 11
11
লাসারের মৃত্যু
1মার্থা আর মরিয়ম নামে দুই বোন বাস করত বেথানি গ্রামে। এই মরিয়মই প্রভুকে অভিষিক্ত করেছিল সুগন্ধি তেল দিয়ে এবং#লুক 10:38-39 2তাঁর পা দুখানি মুছিয়ে দিয়েছিল নিজের মাথার চুল দিয়ে। এদেরই ভাই লাসারের খুব অসুখ করেছিল।#যোহন 12:3 3তারা যীশুর কাছে বলে পাঠাল, আপনার বন্ধু খুব অসুস্থ।
4একথা শুনে যীশু বললেন, এ অসুখে সে মরবে না বরং এর দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হবেন এবং সেই সঙ্গে ঈশ্বরের পুত্রও হবেন গৌরবান্বিত।#যোহন 9:3
5মার্থা এবং তার বোন ও লাসারকে যীশু ভালবাসতেন। 6কিন্তু তা সত্ত্বেও লাসারের অসুস্থতার কথা শুনে যীশু যেখানে ছিলেন সেইখানে আরও দুদিন দেরী করলেন। 7তারপর যীশু তাঁর শিষ্যদের বললেন, চল, আমরা যিহুদীয়ায় ফিরে যাই।
8তাঁর শিষ্যরা বললেন, গুরুদেব, মাত্র কিছুদিন আগে সেখানে ইহুদীরা আপনাকে পাথর দিয়ে মারতে চেয়েছিল। আবার আপনি সেখানে যেতে চান?#যোহন 8:59; 10:31
9যীশু বললেন, দিনের আলো থাকে বারো ঘন্টা, তাই নয় কি? দিনের আলোতে যে চলে সে উছোট খায় না কারণ জগত তখন আলোকিত থাকে।#যোহন 9:4-5; ১ যোহন 2:10 10কিন্তু রাতের আঁধারে যে পথ চলে সে উছোট খায় কারণ তার সামনে তখন আর আলো থাকে না।#যোহন 12:35; ১ যোহন 2:11 11এ কথার পর তিনি বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে তাকে জাগাব।#মথি 9:24; লুক 8:52
12শিষ্যরা বললেন, গুরুদেব, সে যদি ঘুমিয়ে থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে।
13যীশু বলেছিলেন তার মৃত্যুর কথা কিন্তু তাঁরা সেটাকে স্বাভাবিক ঘুমের কথা মনে করেছিলেন। 14-15যীশু তখন স্পষ্টভাবে বললেন, লাসার মারা গেছে। তোমাদের কথা ভেবেই আমি আনন্দিত যে আমি তখন সেখানে ছিলাম না। এখন তোমরা বিশ্বাস করতে পারবে। চল, এবার আমরা তার কাছে যাই।
16থোমা যাঁর অপর নাম যমজ, তিনি তাঁর সতীর্থদের বললেন, চল আমরাও ওঁর সঙ্গে যাই। যেন আমরাও তাঁর সঙ্গে মৃত্যুবরণ করতে পারি।#মার্ক 14:31
পুনরুত্থান ও জীবন
17সেখানে পৌঁছে যীশু জানতে পারলেন যে চারদিন আগে লাসারের সমাধি হয়ে গেছে। 18জেরুশালেম থেকে বেথানির দূরত্ব দু মাইলেরও কম। 19শহর থেকে অনেকেই এসেছিল মার্থা ও মরিয়মকে ভাই-এর মৃত্যুশোকে সান্ত্বনা দিতে।
20যীশুর আসার কথা শুনেই মার্থা তাঁর সঙ্গে দেখা করতে গেল কিন্তু মরিয়ম ঘরেই রইল। 21মার্থা যীশুকে বলল, প্রভু, আপনি এখানে থাকলে আমার ভাই মারা যেত না।#যোহন 11:32 22কিন্তু তাহলেও আমি জানি ঈশ্বরের কাছে আপনি যা কিছু চাইবেন, তিনি আপনাকে তা দেবেন।
23যীশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থিত হবে।
24মার্থা বলল, আমি জানি, শেষের সেই পুনরুত্থানের দিনে সে আবার উঠবে।#যোহন 5:29; 6:40; লুক 14:14
25যীশু বললেন আমিই পুনরুত্থান এবং আমিই জীবন। আমার উপরে যদি কারও বিশ্বাস থাকে তার মৃত্যু হলেও সে জীবন লাভ করবে।#যোহন 5:24; 8:51 26আর জীবিত যে কোন জন যদি আমাকে বিশ্বাস করে তার কখনও মৃত্যু হবে না। এ কথা কি তুমি বিশ্বাস কর?
27সে বলল, হ্যাঁ প্রভু। জগতে যাঁর আবির্ভাব আসন্ন, আমি বিশ্বাস করি আপনিই সেই মশীহ ঈশ্বরের পুত্র।#যোহন 6:69
28এই কথা বলে মার্থা তার বোন মরিয়মকে ডাকতে গেল। গিয়ে গোপনে তাকে বলল, গুরুদেব এসেছেন, তোমাকে ডাকছেন। 29এ কথা শুনে মরিয়ম তাড়াতাড়ি তাঁর কাছে গেল। 30যীশু তখনও গ্রামে পৌঁছান নি, মার্থা যেখানে তাঁর সঙ্গে দেখা করেছিল সেখানেই তিনি ছিলেন। 31যে সমস্ত ইহুদী বাড়ির মধ্যে মরিয়মকে সান্ত্বনা দিচ্ছিল, তারা তাকে ঘর ছেড়ে মার্থার সঙ্গে ছুটে বেরিয়ে যেতে দেখে ভাবল, হয়তো সে কাঁদবার জন্য সমাধির কাছে যাচ্ছে।
32যীশু যেখানে ছিলেন সেখানে গিয়ে মরিয়ণ যীশুকে দেখার সঙ্গে সঙ্গে সে তাঁর চরণে লুটিয়ে পড়ে বলল, গুরুদেব, আপনি এখানে থাকলে আমার ভাই মারা যেত না।
33তাকে ও তার ইহুদী সঙ্গীনীদের কাঁদতে দেখে যীশুর অন্তর বেদনায় মথিত হয়ে উঠল।#যোহন 12:27; 13:21; 17:21 34তিনি জিজ্ঞেস করলেন, কোথায় রেখেছ তোমরা তাকে? তারা বলল, দেখবেন আসুন গুরুদেব।
35যীশু তখন কাঁদতে লাগলেন।#লুক 19:41 36এতে ইহুদীরা বলল, আহা, উনি তাকে কত ভালই না বাসতেন।
37কিন্তু কয়েকজন বলল, যিনি অন্ধকে দৃষ্টিদান করেছেন, তিনি লাসারকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য কি কিছু করতে পারতেন না?
লাসারের পুনর্জীবন
38গভীর শোকে কারত হয়ে যীশু এগিয়ে গেলেন সমাধির কাছে। সেটা ছিল একটা গুহা তার মুখে একটা পাথর লাগান ছিল।#মথি 27:60 39যীশু বললেন, পাথরখানা সরিয়ে নাও।#যোহন 20:1
40মৃতের বোন মার্থা তাঁকে বলল, গুরুদেব, আজ চার দিন হল ও মারা গেছে, এর মধ্যে নিশ্চয়ই ও ওখানে দুর্গন্ধ হয়ে গেছে। যীশু বললেন, আমি কি তোমায় বলি নি যে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে দেখতে পাবে ঈশ্বরের মহিমা।#যোহন 11:4। 41তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। যীশু আকাশের দিকে চেয়ে নিবেদন করলেন, পিতা, তুমি আমার আবেদন গ্রাহ্য করেছ, তাই তোমায় কৃতজ্ঞতা জানাই। 42আমি জানি, সবসময়ই তুমি আমার প্রার্থনা শোন কিন্তু এখন আমি এ কথা এইজন্যই বলছি যে যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা যাতে বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ।#যোহন 12:30 43তারপর যীশু উচ্চকন্ঠে ডেকে বললেন, লাসার, বেরিয়ে এস। 44লাসার বেরিয়ে এল। তার হাত পা ছিল কাপড়ের ফালি দিয়ে জড়িয়ে বাঁধা আর মুখে জড়ান ছিল একটা কাপড়। যীশু বললেন, ওর বাঁধন খুলে দাও, যেতে দাও ওকে।
যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র
(মথি 26:1-3; মার্ক 14:1-2; লুক 22:1-2)
45মরিয়মের সঙ্গে দেখা করার জন্য অনেক ইহুদী এসেছিল। যীশুর এই মহান কীর্তি দেখে তারা বিশ্বাস করল তাঁকে।#যোহন 7:31; 8:30; 10:42; 12:42 46তাদের মধ্যে কয়েকজন ফরিশীদের কাছে গিয়ে যীশুর এই আশ্চর্য কীর্তির কথা বলল। 47তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা একটি সভায় মিলিত হয়ে বললেন, এখন আমরা কি করব? এই লোকটি ঐশী শক্তিসম্পন্ন সমস্ত কাজ করছে।#প্রেরিত 4:16 48ওকে যদি এভাবে ছেড়ে দেওয়া যায় তাহলে সমস্ত লোক ওকে বিশ্বাস করবে। তখন রোমীয়েরা এসে আমাদের পবিত্র মন্দির ও আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে।
49কিন্তু কায়াফা নামে তাঁদের মধ্যে একজন যিনি সেই বছরের জন্য মনোনীত প্রধান পুরোহিত ছিলেন, তিনি বললেন, পরিস্থিতি সম্বন্ধে তোমরা কিচ্ছু বোঝ না। 50কেন তোমরা বর্তমান বিবেচনা করে দেখছ না যে সমগ্র জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরিবর্তে একটি মানুষের মৃতুই শ্রেয়।#যোহন 18:14। 51এ কথা তিনি নিজে থেকে বলেন নি কিন্তু সেই বছরের প্রধান পুরোহিত হিসাবে ঐশী প্রেরণায় উচ্চারণ করেছিলেন এই ভবিষ্যদ্বাণী, যে যীশুকে মৃত্যুবরণ করতে হবে সমগ্র জাতির জন্য 52এবং জাতির জন্যই নয়, ঈশ্বরের ইতস্ততঃ বিক্ষিপ্ত সন্তানদের একত্র করার জন্যও।#যোহন 10:16; ১ যোহন 2:2; মথি 12:30
53সুতরাং সেই দিন থেকেই তারা যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলেন। 54তাই যীশু ইহুদীদের মধ্যে প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দিলেন এবং সেখান থেকে মরুভূমির শেষ প্রান্তে একটি শহরে চলে গেলেন। শহরটির মান ইফ্রয়িম। সেখানেই তিনি তাঁর শিষ্যদের সঙ্গে থাকলেন।
55ইহুদীদের তারণোৎসব আসন্ন হওয়ায় উৎসবের আগে নিজেদের শুচি করার জন্য বহু লোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেরুশালেমে যেতে লাগল।#লুক 22:1; ২ বংশা 30:17; প্রেরিত 21:24-26 56যীশুকে তারা খুঁজতে লাগল এবং মন্দিরে গিয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগল, পর্বে তিনি কি আসবেন? তোমাদের কি মনে হয়? 57তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা এই মর্মে আদেশ জারি করলেন যে, যীশু কোথায় আছেন তা যদি কারও জানা থাকে তাহলে সে যেন তাঁদের সংবাদ দেয়। তাঁরা তাঁকে গ্রেপ্তার করবেন।
अहिले सेलेक्ट गरिएको:
:
हाइलाइट
शेयर गर्नुहोस्
कपी गर्नुहोस्
तपाईंका हाइलाइटहरू तपाईंका सबै यन्त्रहरूमा सुरक्षित गर्न चाहनुहुन्छ? साइन अप वा साइन इन गर्नुहोस्
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.