লুক 22
22
যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও যিহুদার বিশ্বাসঘাতকতা
(মথি 26:1-5,14-16; মার্ক 14:1-2,10-11; যোহন 11:45-53)
1খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এল —একে বলা হত জাতীয় মুক্তি উৎসব।#মথি 26:1-5; মার্ক 14:1-2#যোহন 11:55 2পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদরা জনতাকে ভয় করতেন বলে কৌশলে যীশুকে হত্যা করার উপায় খুঁজতে লাগলেন।#লুক 19:48; 20:19 3বারোজন শিষ্যের অন্যতম ঈষ্কারিয়োত নামে আখ্যাত যিহুদার উপর তখন শয়তান ভর করল।#মথি 26:14-16; মার্ক 14:10-11#যোহন 13:২-27 4সে পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাসনকর্তাদের কাছে গিয়ে কি করে যীশুকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে, তাই নিয়ে পরামর্শ করল। 5তাঁরা খুশি হয়ে তার সঙ্গে টাকা দেবার চুক্তি করলেন। 6তাতে সে রাজী হল এবং জনতার অনুপস্থিতিতে তাঁকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল।
জাতীয় মুক্তি উৎসবের আয়োজন
(মথি 26:17-25; মার্ক 14:12-21; যোহন 13:21-30)
7খামিরবিহীন রুটির পর্বের দিন এসে গেল। এই দিনে জাতীয় মুক্তির স্মরণে মেষশাবক বলি দিতে হত।#যাত্রা 12:18-20#মথি 26:17-29; মার্ক 14:12-25 8তাই যীশু পিতর ও যোহনকে এই কথা বলে পাঠিয়ে দিলেন, যাও আমাদের জন্য মুক্তি উৎসবের ভোজের আয়োজন কর। 9তাঁরা তাঁকে বললেন, কোথায় আমরা আয়োজন করব, আপনি কি বলেন? 10-11যীশু তাঁদের বললেন, দেখ, নগরে ঢুকেই দেখতে পাবে, একটি লোক কলসীতে করে জল নিয়ে যাচ্ছে। যে বাড়িতে সে ঢুকবে, তাকে অনুসরণ করে সেখানে যাও, গিয়ে বাড়ির কর্তাকে বল যে, গুরুদেব আপনাকে বলে পাঠিয়েছেন, অতিথিদের জন্য নির্দিষ্ট ঘরটি দেখিয়ে দিতে, সেখানে তিনি তাঁর শিষ্যদের নিয়ে মুক্তি উৎসব পালন করবেন। 12তিনি তোমাদের ওপরতলায় একটি বড় সাজানো ঘর দেখিয়ে দেবেন, সেখানে তোমরা আয়োজন করো। 13তাঁরা গিয়ে যীশুর কথামত সব দেখতে পেলেন এবং সেখানে উৎসবের আয়োজন করলেন।#লুক 19:32
শেষ ভোজ
(মথি 26:26-30; মার্ক 14:22-26; ১ করি 11:23-25)
14নির্দিষ্ট সময়ে যীশু তাঁর প্রেরিত শিষ্যদের নিয়ে আহারে বসলেন। 15তিনি তাঁদের বললেন, ক্লেশ ভোগ করার আগে তোমাদের সঙ্গে তারণ উৎসবের ভোজে অংশ গ্রহণ করার একান্ত ইচ্ছা ছিল আমার, 16কারণ আমি তোমাদের বলছি ঈশ্বরের রাজ্যে এই মুক্তি ভোজের মর্ম যতদিন না উদ্ঘাটিত হয়, ততদিন আমি আর এই ভোজ গ্রহণ করব না।#লুক 13:29; 14:15; প্রকা 19:9
17তিনি তারপর পানপাত্রটি হাতে নিয়ে ধন্যবাদ দেবার পর বললেন, এই নাও, নিজেদের মধ্যে ভাগ করে পরিবেশন কর। 18আমি তোমাদের বলছি, আজ থেকে যতদিন না ঈশ্বরের রাজ্য প্রবর্তিত হয় ততদিন আমি দ্রাক্ষাফলের রস আর পান করব না।
19তারপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলি টুকরো টুকরো করে তাঁদের দিয়ে বললেন, ‘এই হল আমার দেহ#22:19 কোন কোন প্রাচীন পাণ্ডুলিপিতে এর সঙ্গে এই অংশ পাওয়া যায় না। যা তোমাদের দেওয়া হল। আমার স্মরণে এইরূপ করো।#১ করি 11:23-25; প্রেরিত 27:35 20খাওয়া হয়ে গেলে সেইভাবে তিনি পানপাত্রটি নিয়ে বললেনঃ এই পানপাত্র তোমাদের জন্য নিঃশেষে ঢেলে দেওয়া হল। এই হল আমার রক্তে প্রতিষ্ঠিত নতুন সম্বন্ধের প্রতীক।#যাত্রা 24:8; যির 31:31; সখ 9:11 21কিন্তু দেখ যে আমাকে ধরিয়ে দেবে, সেও আমারই সঙ্গে এই ভোজে অংশ গ্রহণ করছে।#যোহন 13:21-22 22নির্দিষ্ট পথেই মানবপুত্র এগিয়ে যাবেন। কিন্তু হায়! দুর্ভাগ্য সে, যে তাঁকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে। 23শিষ্যেরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাঁদের মধ্যে কে এই কাজ করতে পারে!
শিষ্যদের মধ্যে বড় কে?
24শিষ্যদের মধ্যে কে বড়, তাই নিয়ে তাঁদের মধ্যে বিতর্ক উপস্থিত হল।#লুক 9:46 25যীশু তাঁদের বললেন, এই জগতের অন্যান্য জাতির রাজারাই তাঁদের প্রজাদের উপর প্রভুত্ব করেন এবং তাঁদের উপর যাঁরা কর্তৃত্ব করেন, তাঁরাই হিতৈষী আখ্যা লাভ করেন।#মথি 20:25-28; মার্ক 10:42-45 26কিন্তু তোমরা সেরকম হয়ো না। বরং তোমাদের মধ্যে যে বড় তাকে হতে হবে ছোট এবং নেতাকে হতে হবে সেবক। 27তাহলে বড় কে, যে ভোজে আসন গ্রহণ করে, না, যে পরিবেশন করে? যে ভোজে আসন গ্রহণ করে সে-ই নিশ্চয় বড়। কিন্তু আমি তোমাদের মাঝে সেবকরূপে রয়েছি।#যোহন 13:4-16 28তোমরাই আমার সমস্ত দুঃখ-কষ্ট ও পরীক্ষার দিনে আমার সঙ্গে রয়েছ। 29আমার পিতা যে রাজা আমার জন্য নির্দিষ্ট করেছেন, সেই রাজ্যে আমি তোমাদের স্থান নির্দেশ করছি,#লুক 12:32 30যেন তোমরা আমার রাজ্যে আমার সঙ্গে ভোজে অংশগ্রহণ করতে পার এবং বিচারাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করতে পার।#মথি 19:28
পিতরের অস্বীকৃতি সম্বন্ধে যীশুর ভবিষ্যদ্বাণী
(মথি 26:31-35; মার্ক 12:27-31; যোহন 13:36-38)
31শিমোন, শিমোন, দেখ, শয়তান তোমাদের গমের মত ঝাড়াই করার অধিকার পেয়েছে।#২ করি 2:11; আমোস 9:9#মথি 26:31-35; মার্ক 14:27-31; যোহন 13:36-38 32কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তুমি বিশ্বাস না হারাও। তুমি যখন পিরে আসবে, তখন তোমার ভাইদের মধ্যে শক্তি সঞ্চার করো।#যোহন 17:11-15,20; গীত 51:13 33পিতর তখন যীশুকে বললেন, প্রভু, আমি আপনার সঙ্গে কারাগারে যেতে এবং মৃত্যুবরণ করতেও প্রস্তুত। 34যীশু বললেন, পিতর তোমায় আমি বলছি, তুমি যে আমাকে চেন, একথা আজ মোরগ ডাকবার আগে তিনবার অস্বীকার করবে। 35তিনি তাঁদের বললেন, তোমাদের যখন আমি টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই কোথাও পাঠিয়েছি, তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছে? তাঁরা বললেন, কোন কিছুরই নয়।#লুক 9:3; 10:4 36তিনি তখন তাঁদের বললেন, কিন্তু এখন থেকে যার টাকার থলি আছে, সে তা সঙ্গে নিও, সেইভাবে ঝুলিও নিও। যার তরবারি নেই, সে নিজের জামা বিক্রী করে একটি তরবারি কিনে নাও। 37কারণ আমি তোমাদের বলছি, আমাতেই পূর্ণ হবে এই শাস্ত্রবাক্য: ‘তিনি আমাতেই পূর্ণ হবে এই শাস্ত্রবাক্য: ‘তিনি অপরাধীদের অন্যতমরূপে গণ্য হলেন।’ আমার সম্বন্ধে শাস্ত্রে যা লেখা আছে, তা পূর্ণ হতে চলেছে।#যিশা 53:12; লুক 22:52 38শিষ্যেরা তাঁকে বললেন, দেখুন প্রভু, এখানে দুটি তরবারি আছে। তিনি বললেন, এই-ই যথেষ্ট।
গেৎশিমানী বাগানে যীশুর প্রার্থনা
(মথি 26:36-43; মার্ক 14:32-42)
39যীশু সেখান থেকে বেরিয়ে এসে প্রতিদিনেরর মত অলিভ পাহাড়ের দিকে চলতে লাগলেন। শিষ্যেরাও তাঁকে অনুসরণ করলেন।#মথি 26:30,36-46; মার্ক 14:26,32-42 40সেখানে পৌঁছে যীশু তাঁদের বললেন, প্রার্থনা কর, যেন প্রলোভনের মুখে না পড়। 41তারপর সেখান থেকে কিছু দূরে গিয়ে নতজানু হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেনঃ 42পিতা, যদি তোমার ইচ্ছা হয় তাহলেল এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক।#মথি 6:10 43তখন স্বর্গ থেকে একজন দূত তাঁর কাছে আবির্ভূত হয়ে তাঁকে শক্তি ও সাহস জোগালেন।#১ রাজা 19:5; যোহন 12:29 44কিন্তু নিদারুণ মর্মযাতনায় আরও একাগ্র হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেন। তাঁর ঘাম বড় বড় রক্তের ফোঁটার মত হয়ে মাটিতে পড়তে লাগল। 45প্রার্থনা শেষ করে শিষ্যদের কাছে এসে তিনি দেখলেন যে তাঁরা দুঃখে ভারাক্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন! 46তিনি তাঁদের ডেকে বললেন, কেন ঘুমাচ্ছ তোমরা? ওঠ, প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।
শত্রুদের হস্তে যীশু
(মথি 26:47-56; মার্ক 14:43-50; যোহন 18:3-11)
47-48যীশু কথা বলছিলেন, এমন সময় তাঁর বারোজন শিষ্যের অন্যতম যিহুদা বহু লোক সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হল। সে যীশুকে চুম্বন করার জন্য এগিয়ে আসতে যীশু তাকে বললেন, যিহুদা, প্রীতি-চুম্বনের ছলেই তুমি শেষে মানবপুত্রকে শত্রুর হাতে তুলে দিলে!#মথি 26:47-56; মার্ক 14:43-49; যোহন 18:2-11 49তখন তাঁর সঙ্গীরা কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পেরে যীশুকে বললেন, প্রভু, আমরা কি তরবারি ধরব? 50তাঁদের মধ্যে একজন তরবারির আঘাতে প্রধান পুরোহিতের ক্রীতদাসের ডান কানটি কেটে ফেললেন। 51যীশু বললেন, আর নয়, এই যথেষ্ট। তারপর তিনি সেই লোকটির কান স্পর্শ করে তাকে সুস্থ করে দিলেন। 52পুরোহিতদের নেতৃবৃন্দ, মন্দিরের অধ্যক্ষ এবং জাতির যে সমস্ত প্রবীণ তাঁকে ধরতে এসেছিলেন, যীশু তাঁদের বললেন, আমি কি ডাকাত যে তোমরা লাঠি, বল্লম ও তরবারি নিয়ে আমাকে ধরতে এসেছ? 53আমি তো প্রতিদিন তোমাদের সঙ্গে মন্দিরেই ছিলাম কিন্তু তখন তোমরা আমাকে ধরনি। কিন্তু এখন তোমাদের সুযোগ এসেছে কারণ অন্ধকারের শক্তি এখন প্রবল।#যোহন 8:20; (ক) যোহন 18:20; (খ) যোহন 2:4; 7:6-8,20; 13:1; ইফি 6:12; কল 1:13
পিতরের স্বীকৃতি
(মথি 26:57-58,69-75; যোহন 18:12-18,25-27)
54তারা তখন যীশুকে গ্রেপ্তার করে প্রধান পুরোহিতের বাড়িতে নিয়ে গেল। পিতর দূরে থেকে তাঁকে অনুসরণ করলেন।#মথি 26:57-58,69-75; মার্ক 14:53-54,66-72; যোহন 18:12-18,25-27 55তারা তখন উঠোনের মাঝখানে আগুন জ্বেলে চারপাশ ঘিরে বসল, পিতরও তাদের মধ্যে গিয়ে বসলেন। 56আগুনের কুণ্ডের কাছে তাঁকে বসে থাকতে দেখে একজন দাসী তাঁর দিকে তাকিয়ে বলল, এই লোকটিও তো ওর সঙ্গে ছিল। 57তিনি তখন অস্বীকার করে বললেন, ওগো মেয়ে, আমি ওকে চিনিই না। 58কিছুক্ষণ পরে আর একজন তাঁকে বলল, তুমিও তাদেরই একজন। পিতর বললেন, না হে, আমি নই। 59ঘণ্টাখানেক পরে আর একজন এসে বেশ জোরের সঙ্গে বলল, এই লোকটা নিশ্চয়ই ওর সঙ্গে ছিল, কারণ এও গালীল দেশের লোক। 60পিতর বললেন, ওহে তুমি কি বলছ, আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মোরগ ডেকে উঠল।#যোহন 3:12; 8:45; 10:24-25 61প্রভু তখন মুখ ফিরিয়ে সোজাসুজি পিতরের দিকে তাকালেন। পিতরের তখন মনে পড়ল প্রভুর সেই কথা, আজ রাতে মোরগ ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।#লুক 22:34 62তিনি তখন বাইরে গিয়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন।
যীশুর বিচার প্রহসন
(মথি 26:59-68; মার্ক 14:55-65; যোহন 18:19-24)
63যে লোকগুলি যীশুকে পাহারা দিচ্ছিল তারা তাঁকে উপহাস ও মারধোর করতে লাগল।#মথি 26:67-68; মার্ক 14:65 64তারা তাঁর চোখে বেঁধে তাঁকে মেরে জিজ্ঞেস করল, তুই তো একজন নবী, বল দেখি কে তোকে মারল? 65এইভাবে তারা তাঁকে বিদ্রূপ ও অপমান করতে লাগল। 66তারপর সকাল হলে জাতির প্রবীণেরা পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদদের সঙ্গে একত্র হলেন এবং সেখানে যীশুকে আনিয়ে বললেন,#মথি 26:59-66; মার্ক 14:55-64 67-68তুমি কি সেই খ্রীষ্ট? আমাদের কাছে বল। তিনি বললেন, যদি আমি বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না এবং যদি আমি তোমাদেরর জিজ্ঞাস্য করি, তোমরা উত্তর দেবে না। 69কিন্তু এখন থেকে মানবপুত্র সর্বশক্তিমান ঈশ্বরের পরাক্রমে মণ্ডিত হবেন।#দানি 7:13; গীত 110:1 70তাঁরা তখন বললেন, তাহলে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাঁদের বললেন, তোমরাই স্বীকার করছ যে আমিই সেই। 71তখন তাঁরা বললেন, এরপর আমাদের সাক্ষ্যের আর কি দরকার? আমরা তার নিজের মুখ থেকেই একথা শুনলাম।
Markert nå:
লুক 22: BENGALCL-BSI
Marker
Del
Kopier
Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
লুক 22
22
যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও যিহুদার বিশ্বাসঘাতকতা
(মথি 26:1-5,14-16; মার্ক 14:1-2,10-11; যোহন 11:45-53)
1খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এল —একে বলা হত জাতীয় মুক্তি উৎসব।#মথি 26:1-5; মার্ক 14:1-2#যোহন 11:55 2পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদরা জনতাকে ভয় করতেন বলে কৌশলে যীশুকে হত্যা করার উপায় খুঁজতে লাগলেন।#লুক 19:48; 20:19 3বারোজন শিষ্যের অন্যতম ঈষ্কারিয়োত নামে আখ্যাত যিহুদার উপর তখন শয়তান ভর করল।#মথি 26:14-16; মার্ক 14:10-11#যোহন 13:২-27 4সে পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাসনকর্তাদের কাছে গিয়ে কি করে যীশুকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে, তাই নিয়ে পরামর্শ করল। 5তাঁরা খুশি হয়ে তার সঙ্গে টাকা দেবার চুক্তি করলেন। 6তাতে সে রাজী হল এবং জনতার অনুপস্থিতিতে তাঁকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল।
জাতীয় মুক্তি উৎসবের আয়োজন
(মথি 26:17-25; মার্ক 14:12-21; যোহন 13:21-30)
7খামিরবিহীন রুটির পর্বের দিন এসে গেল। এই দিনে জাতীয় মুক্তির স্মরণে মেষশাবক বলি দিতে হত।#যাত্রা 12:18-20#মথি 26:17-29; মার্ক 14:12-25 8তাই যীশু পিতর ও যোহনকে এই কথা বলে পাঠিয়ে দিলেন, যাও আমাদের জন্য মুক্তি উৎসবের ভোজের আয়োজন কর। 9তাঁরা তাঁকে বললেন, কোথায় আমরা আয়োজন করব, আপনি কি বলেন? 10-11যীশু তাঁদের বললেন, দেখ, নগরে ঢুকেই দেখতে পাবে, একটি লোক কলসীতে করে জল নিয়ে যাচ্ছে। যে বাড়িতে সে ঢুকবে, তাকে অনুসরণ করে সেখানে যাও, গিয়ে বাড়ির কর্তাকে বল যে, গুরুদেব আপনাকে বলে পাঠিয়েছেন, অতিথিদের জন্য নির্দিষ্ট ঘরটি দেখিয়ে দিতে, সেখানে তিনি তাঁর শিষ্যদের নিয়ে মুক্তি উৎসব পালন করবেন। 12তিনি তোমাদের ওপরতলায় একটি বড় সাজানো ঘর দেখিয়ে দেবেন, সেখানে তোমরা আয়োজন করো। 13তাঁরা গিয়ে যীশুর কথামত সব দেখতে পেলেন এবং সেখানে উৎসবের আয়োজন করলেন।#লুক 19:32
শেষ ভোজ
(মথি 26:26-30; মার্ক 14:22-26; ১ করি 11:23-25)
14নির্দিষ্ট সময়ে যীশু তাঁর প্রেরিত শিষ্যদের নিয়ে আহারে বসলেন। 15তিনি তাঁদের বললেন, ক্লেশ ভোগ করার আগে তোমাদের সঙ্গে তারণ উৎসবের ভোজে অংশ গ্রহণ করার একান্ত ইচ্ছা ছিল আমার, 16কারণ আমি তোমাদের বলছি ঈশ্বরের রাজ্যে এই মুক্তি ভোজের মর্ম যতদিন না উদ্ঘাটিত হয়, ততদিন আমি আর এই ভোজ গ্রহণ করব না।#লুক 13:29; 14:15; প্রকা 19:9
17তিনি তারপর পানপাত্রটি হাতে নিয়ে ধন্যবাদ দেবার পর বললেন, এই নাও, নিজেদের মধ্যে ভাগ করে পরিবেশন কর। 18আমি তোমাদের বলছি, আজ থেকে যতদিন না ঈশ্বরের রাজ্য প্রবর্তিত হয় ততদিন আমি দ্রাক্ষাফলের রস আর পান করব না।
19তারপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলি টুকরো টুকরো করে তাঁদের দিয়ে বললেন, ‘এই হল আমার দেহ#22:19 কোন কোন প্রাচীন পাণ্ডুলিপিতে এর সঙ্গে এই অংশ পাওয়া যায় না। যা তোমাদের দেওয়া হল। আমার স্মরণে এইরূপ করো।#১ করি 11:23-25; প্রেরিত 27:35 20খাওয়া হয়ে গেলে সেইভাবে তিনি পানপাত্রটি নিয়ে বললেনঃ এই পানপাত্র তোমাদের জন্য নিঃশেষে ঢেলে দেওয়া হল। এই হল আমার রক্তে প্রতিষ্ঠিত নতুন সম্বন্ধের প্রতীক।#যাত্রা 24:8; যির 31:31; সখ 9:11 21কিন্তু দেখ যে আমাকে ধরিয়ে দেবে, সেও আমারই সঙ্গে এই ভোজে অংশ গ্রহণ করছে।#যোহন 13:21-22 22নির্দিষ্ট পথেই মানবপুত্র এগিয়ে যাবেন। কিন্তু হায়! দুর্ভাগ্য সে, যে তাঁকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে। 23শিষ্যেরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাঁদের মধ্যে কে এই কাজ করতে পারে!
শিষ্যদের মধ্যে বড় কে?
24শিষ্যদের মধ্যে কে বড়, তাই নিয়ে তাঁদের মধ্যে বিতর্ক উপস্থিত হল।#লুক 9:46 25যীশু তাঁদের বললেন, এই জগতের অন্যান্য জাতির রাজারাই তাঁদের প্রজাদের উপর প্রভুত্ব করেন এবং তাঁদের উপর যাঁরা কর্তৃত্ব করেন, তাঁরাই হিতৈষী আখ্যা লাভ করেন।#মথি 20:25-28; মার্ক 10:42-45 26কিন্তু তোমরা সেরকম হয়ো না। বরং তোমাদের মধ্যে যে বড় তাকে হতে হবে ছোট এবং নেতাকে হতে হবে সেবক। 27তাহলে বড় কে, যে ভোজে আসন গ্রহণ করে, না, যে পরিবেশন করে? যে ভোজে আসন গ্রহণ করে সে-ই নিশ্চয় বড়। কিন্তু আমি তোমাদের মাঝে সেবকরূপে রয়েছি।#যোহন 13:4-16 28তোমরাই আমার সমস্ত দুঃখ-কষ্ট ও পরীক্ষার দিনে আমার সঙ্গে রয়েছ। 29আমার পিতা যে রাজা আমার জন্য নির্দিষ্ট করেছেন, সেই রাজ্যে আমি তোমাদের স্থান নির্দেশ করছি,#লুক 12:32 30যেন তোমরা আমার রাজ্যে আমার সঙ্গে ভোজে অংশগ্রহণ করতে পার এবং বিচারাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করতে পার।#মথি 19:28
পিতরের অস্বীকৃতি সম্বন্ধে যীশুর ভবিষ্যদ্বাণী
(মথি 26:31-35; মার্ক 12:27-31; যোহন 13:36-38)
31শিমোন, শিমোন, দেখ, শয়তান তোমাদের গমের মত ঝাড়াই করার অধিকার পেয়েছে।#২ করি 2:11; আমোস 9:9#মথি 26:31-35; মার্ক 14:27-31; যোহন 13:36-38 32কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তুমি বিশ্বাস না হারাও। তুমি যখন পিরে আসবে, তখন তোমার ভাইদের মধ্যে শক্তি সঞ্চার করো।#যোহন 17:11-15,20; গীত 51:13 33পিতর তখন যীশুকে বললেন, প্রভু, আমি আপনার সঙ্গে কারাগারে যেতে এবং মৃত্যুবরণ করতেও প্রস্তুত। 34যীশু বললেন, পিতর তোমায় আমি বলছি, তুমি যে আমাকে চেন, একথা আজ মোরগ ডাকবার আগে তিনবার অস্বীকার করবে। 35তিনি তাঁদের বললেন, তোমাদের যখন আমি টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই কোথাও পাঠিয়েছি, তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছে? তাঁরা বললেন, কোন কিছুরই নয়।#লুক 9:3; 10:4 36তিনি তখন তাঁদের বললেন, কিন্তু এখন থেকে যার টাকার থলি আছে, সে তা সঙ্গে নিও, সেইভাবে ঝুলিও নিও। যার তরবারি নেই, সে নিজের জামা বিক্রী করে একটি তরবারি কিনে নাও। 37কারণ আমি তোমাদের বলছি, আমাতেই পূর্ণ হবে এই শাস্ত্রবাক্য: ‘তিনি আমাতেই পূর্ণ হবে এই শাস্ত্রবাক্য: ‘তিনি অপরাধীদের অন্যতমরূপে গণ্য হলেন।’ আমার সম্বন্ধে শাস্ত্রে যা লেখা আছে, তা পূর্ণ হতে চলেছে।#যিশা 53:12; লুক 22:52 38শিষ্যেরা তাঁকে বললেন, দেখুন প্রভু, এখানে দুটি তরবারি আছে। তিনি বললেন, এই-ই যথেষ্ট।
গেৎশিমানী বাগানে যীশুর প্রার্থনা
(মথি 26:36-43; মার্ক 14:32-42)
39যীশু সেখান থেকে বেরিয়ে এসে প্রতিদিনেরর মত অলিভ পাহাড়ের দিকে চলতে লাগলেন। শিষ্যেরাও তাঁকে অনুসরণ করলেন।#মথি 26:30,36-46; মার্ক 14:26,32-42 40সেখানে পৌঁছে যীশু তাঁদের বললেন, প্রার্থনা কর, যেন প্রলোভনের মুখে না পড়। 41তারপর সেখান থেকে কিছু দূরে গিয়ে নতজানু হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেনঃ 42পিতা, যদি তোমার ইচ্ছা হয় তাহলেল এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক।#মথি 6:10 43তখন স্বর্গ থেকে একজন দূত তাঁর কাছে আবির্ভূত হয়ে তাঁকে শক্তি ও সাহস জোগালেন।#১ রাজা 19:5; যোহন 12:29 44কিন্তু নিদারুণ মর্মযাতনায় আরও একাগ্র হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেন। তাঁর ঘাম বড় বড় রক্তের ফোঁটার মত হয়ে মাটিতে পড়তে লাগল। 45প্রার্থনা শেষ করে শিষ্যদের কাছে এসে তিনি দেখলেন যে তাঁরা দুঃখে ভারাক্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন! 46তিনি তাঁদের ডেকে বললেন, কেন ঘুমাচ্ছ তোমরা? ওঠ, প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।
শত্রুদের হস্তে যীশু
(মথি 26:47-56; মার্ক 14:43-50; যোহন 18:3-11)
47-48যীশু কথা বলছিলেন, এমন সময় তাঁর বারোজন শিষ্যের অন্যতম যিহুদা বহু লোক সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হল। সে যীশুকে চুম্বন করার জন্য এগিয়ে আসতে যীশু তাকে বললেন, যিহুদা, প্রীতি-চুম্বনের ছলেই তুমি শেষে মানবপুত্রকে শত্রুর হাতে তুলে দিলে!#মথি 26:47-56; মার্ক 14:43-49; যোহন 18:2-11 49তখন তাঁর সঙ্গীরা কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পেরে যীশুকে বললেন, প্রভু, আমরা কি তরবারি ধরব? 50তাঁদের মধ্যে একজন তরবারির আঘাতে প্রধান পুরোহিতের ক্রীতদাসের ডান কানটি কেটে ফেললেন। 51যীশু বললেন, আর নয়, এই যথেষ্ট। তারপর তিনি সেই লোকটির কান স্পর্শ করে তাকে সুস্থ করে দিলেন। 52পুরোহিতদের নেতৃবৃন্দ, মন্দিরের অধ্যক্ষ এবং জাতির যে সমস্ত প্রবীণ তাঁকে ধরতে এসেছিলেন, যীশু তাঁদের বললেন, আমি কি ডাকাত যে তোমরা লাঠি, বল্লম ও তরবারি নিয়ে আমাকে ধরতে এসেছ? 53আমি তো প্রতিদিন তোমাদের সঙ্গে মন্দিরেই ছিলাম কিন্তু তখন তোমরা আমাকে ধরনি। কিন্তু এখন তোমাদের সুযোগ এসেছে কারণ অন্ধকারের শক্তি এখন প্রবল।#যোহন 8:20; (ক) যোহন 18:20; (খ) যোহন 2:4; 7:6-8,20; 13:1; ইফি 6:12; কল 1:13
পিতরের স্বীকৃতি
(মথি 26:57-58,69-75; যোহন 18:12-18,25-27)
54তারা তখন যীশুকে গ্রেপ্তার করে প্রধান পুরোহিতের বাড়িতে নিয়ে গেল। পিতর দূরে থেকে তাঁকে অনুসরণ করলেন।#মথি 26:57-58,69-75; মার্ক 14:53-54,66-72; যোহন 18:12-18,25-27 55তারা তখন উঠোনের মাঝখানে আগুন জ্বেলে চারপাশ ঘিরে বসল, পিতরও তাদের মধ্যে গিয়ে বসলেন। 56আগুনের কুণ্ডের কাছে তাঁকে বসে থাকতে দেখে একজন দাসী তাঁর দিকে তাকিয়ে বলল, এই লোকটিও তো ওর সঙ্গে ছিল। 57তিনি তখন অস্বীকার করে বললেন, ওগো মেয়ে, আমি ওকে চিনিই না। 58কিছুক্ষণ পরে আর একজন তাঁকে বলল, তুমিও তাদেরই একজন। পিতর বললেন, না হে, আমি নই। 59ঘণ্টাখানেক পরে আর একজন এসে বেশ জোরের সঙ্গে বলল, এই লোকটা নিশ্চয়ই ওর সঙ্গে ছিল, কারণ এও গালীল দেশের লোক। 60পিতর বললেন, ওহে তুমি কি বলছ, আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মোরগ ডেকে উঠল।#যোহন 3:12; 8:45; 10:24-25 61প্রভু তখন মুখ ফিরিয়ে সোজাসুজি পিতরের দিকে তাকালেন। পিতরের তখন মনে পড়ল প্রভুর সেই কথা, আজ রাতে মোরগ ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।#লুক 22:34 62তিনি তখন বাইরে গিয়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন।
যীশুর বিচার প্রহসন
(মথি 26:59-68; মার্ক 14:55-65; যোহন 18:19-24)
63যে লোকগুলি যীশুকে পাহারা দিচ্ছিল তারা তাঁকে উপহাস ও মারধোর করতে লাগল।#মথি 26:67-68; মার্ক 14:65 64তারা তাঁর চোখে বেঁধে তাঁকে মেরে জিজ্ঞেস করল, তুই তো একজন নবী, বল দেখি কে তোকে মারল? 65এইভাবে তারা তাঁকে বিদ্রূপ ও অপমান করতে লাগল। 66তারপর সকাল হলে জাতির প্রবীণেরা পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদদের সঙ্গে একত্র হলেন এবং সেখানে যীশুকে আনিয়ে বললেন,#মথি 26:59-66; মার্ক 14:55-64 67-68তুমি কি সেই খ্রীষ্ট? আমাদের কাছে বল। তিনি বললেন, যদি আমি বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না এবং যদি আমি তোমাদেরর জিজ্ঞাস্য করি, তোমরা উত্তর দেবে না। 69কিন্তু এখন থেকে মানবপুত্র সর্বশক্তিমান ঈশ্বরের পরাক্রমে মণ্ডিত হবেন।#দানি 7:13; গীত 110:1 70তাঁরা তখন বললেন, তাহলে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাঁদের বললেন, তোমরাই স্বীকার করছ যে আমিই সেই। 71তখন তাঁরা বললেন, এরপর আমাদের সাক্ষ্যের আর কি দরকার? আমরা তার নিজের মুখ থেকেই একথা শুনলাম।
Markert nå:
:
Marker
Del
Kopier
Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.