1
আদিপুস্তক ৪:7
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
যদি সদাচরণ কর, তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না কর, তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে, এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে।
Porównaj
Przeglądaj আদিপুস্তক ৪:7
2
আদিপুস্তক ৪:26
পরে শেথেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোশ রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল।
Przeglądaj আদিপুস্তক ৪:26
3
আদিপুস্তক ৪:9
পরে সদাপ্রভু কয়িনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর দিল, আমি জানি না; আমার ভ্রাতার রক্ষক কি আমি?
Przeglądaj আদিপুস্তক ৪:9
4
আদিপুস্তক ৪:10
তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে।
Przeglądaj আদিপুস্তক ৪:10
5
আদিপুস্তক ৪:15
তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন, এই জন্য কয়িনকে যে বধ করিবে, সে সাত গুণ প্রতিফল পাইবে। আর সদাপ্রভু কয়িনের নিমিত্ত এক চিহ্ন রাখিলেন, পাছে কেহ তাহাকে পাইলে বধ করে।
Przeglądaj আদিপুস্তক ৪:15
Strona główna
Biblia
Plany
Nagrania wideo