1
পয়দায়েশ 4:7
কিতাবুল মোকাদ্দস
যদি সদাচরণ করো, তবে কি কবুল করা হবে না? আর যদি সদাচরণ না করো, তবে গুনাহ্ দরজায় ওৎ পেতে বসে রয়েছে। তোমার প্রতি তার বাসনা থাকবে এবং তুমি তার উপরে কর্তৃত্ব করবে।
Porównaj
Przeglądaj পয়দায়েশ 4:7
2
পয়দায়েশ 4:26
পরে শিসের পুত্র জন্মগ্রহণ করলো, আর তিনি তার নাম আনুশ রাখলেন। সেই সময় লোকেরা মাবুদের নামে এবাদত করতে আরম্ভ করলো।
Przeglądaj পয়দায়েশ 4:26
3
পয়দায়েশ 4:9
পরে মাবুদ কাবিলকে বললেন, তোমার ভাই হাবিল কোথায়? সে জবাব দিল, আমি জানি না; আমার ভাইয়ের রক্ষক কি আমি?
Przeglądaj পয়দায়েশ 4:9
4
পয়দায়েশ 4:10
তিনি বললেন, তুমি এ কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে কাঁদছে।
Przeglądaj পয়দায়েশ 4:10
5
পয়দায়েশ 4:15
তাতে মাবুদ তাকে বললেন, এজন্য কাবিলকে যে খুন করবে, সে সাত গুণ প্রতিফল পাবে। আর মাবুদ কাবিলের জন্য একটি চিহ্ন রাখলেন, যেন কেউ তাকে পেলে খুন না করে।
Przeglądaj পয়দায়েশ 4:15
Strona główna
Biblia
Plany
Nagrania wideo