1
লূক 11:13
কিতাবুল মোকাদ্দস
অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করতে জান, তবে এটা কত বেশি নিশ্চিত যে, বেহেশতী পিতা, যারা তাঁর কাছে যাচ্ঞা করে, তাদেরকে পাক-রূহ্ দান করবেন।
Porównaj
Przeglądaj লূক 11:13
2
লূক 11:9
আর আমি তোমাদেরকে বলছি, যাচ্ঞা কর, তোমাদেরকে দেওয়া যাবে, খোঁজ কর, পাবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া যাবে।
Przeglądaj লূক 11:9
3
লূক 11:10
কেননা যে কেউ যাচ্ঞা করে, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায়; আর যে দ্বারে আঘাত করে, তার জন্য খুলে দেওয়া যায়।
Przeglądaj লূক 11:10
4
লূক 11:2
তিনি তাঁদেরকে বললেন, তোমরা যখন মুনাজাত কর, তখন বলো, হে আমাদের বেহেশতী পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
Przeglądaj লূক 11:2
5
লূক 11:4
আর আমাদের গুনাহ্ মাফ কর; কেননা আমরাও আমাদের প্রত্যেক অপরাধীকে মাফ করি। আর আমাদের পরীক্ষাতে এনো না।
Przeglądaj লূক 11:4
6
লূক 11:3
তোমার রাজ্য আসুক। আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদেরকে দাও।
Przeglądaj লূক 11:3
7
লূক 11:34
তোমার চোখই শরীরের প্রদীপ; তোমার চোখ যখন সরল হয়, তখন তোমার সমস্ত শরীরও আলোতে পূর্ণ হয়; কিন্তু চোখ মন্দ হলে তোমার শরীরও অন্ধকারে পূর্ণ হয়।
Przeglądaj লূক 11:34
8
লূক 11:33
প্রদীপ জ্বেলে কেউ গুপ্ত কুঠরীতে কিংবা কাঠার নিচে রাখে না, কিন্তু প্রদীপ-আসনের উপরেই রাখে, যেন যারা ভিতরে যায় তারা আলো দেখতে পায়।
Przeglądaj লূক 11:33
Strona główna
Biblia
Plany
Nagrania wideo