পয়দায়েশ 10

10
হযরত নূহের পুত্রদের বংশের বিবরণ
1নূহের পুত্র সাম, হাম ও ইয়াফসের বংশ-বৃত্তান্ত এই। বন্যার পরে তাঁদের সন্তান-সন্ততি জন্মগ্রহণ করলো। 2ইয়াফসের সন্তান— গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস। 3গোমরের সন্তান— অস্কিনস, রীফৎ ও তোগর্ম। 4যবনের সন্তান— ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও দোদানীম। 5এদের মধ্য থেকেই বিভিন্ন জাতির দ্বীপ-নিবাসীরা নিজ নিজ দেশে স্ব স্ব ভাষা অনুসারে নিজ নিজ জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হল।
6আর হামের সন্তান— কূশ, মিসর, পূট ও কেনান। কূশের সন্তান— সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। 7রয়মার সন্তান— সবা ও দদান। 8নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে সর্বপ্রথম শক্তিশালী যোদ্ধা হয়েছিলেন। 9তিনি মাবুদের সাক্ষাতে শক্তিমান শিকারী হলেন; সেজন্য লোকে বলে, মাবুদের সাক্ষাতে শক্তিমান শিকারী নমরূদের মত। 10শিনিয়র দেশে ব্যাবিলন, এরক, অক্কদ ও কল্‌নী, এসব স্থান তাঁর রাজ্যের প্রথম অংশ ছিল। 11সেই দেশ থেকে তিনি আশেরিয়া দেশে গিয়ে নিনেভে, 12রহোবোৎ-পুরী, কেলহ এবং নিনেভে ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর নির্মাণ করলেন; সেটা মহানগর। 13আর লিডীয়, অনামীয়, 14লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা— এসব মিসরের সন্তান।
15কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তার পর হেৎ, 16যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। 17পরে কেনানীয়দের গোষ্ঠীগুলো ছড়িয়ে পড়লো। 18সিডন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, 19এবং সাদুম, আমুরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কেনানীয়দের সীমা ছিল। 20নিজ নিজ গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরা হামের সন্তান।
21যে সাম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর ইয়াফসের জ্যেষ্ঠ ভাই, তাঁরও সন্তান সন্ততি ছিল।
22সামের এসব সন্তান— ইলাম, আশেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম। 23অরামের সন্তান— ঊষ, হূল, গেথর ও মশ। 24আর আরফাখশাদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন। 25এবরের দুই পুত্র; এক জনের নাম পেলগ (ভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান। 26আর ইয়াকতানের পুত্ররা হল অল্‌মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 27হদোরাম ঊষল, দিক্ল, 28ওবল, অবীমায়েল, সাবা , ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন; 29এরা সকলে ইয়াকতানের সন্তান। 30মেষা থেকে পূর্ব দিকের সফার পর্বত পর্যন্ত তাদের বসতি ছিল। 31নিজ নিজ গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এসব সামের সন্তান।
32নিজ নিজ বংশ ও জাতি অনুসারে এরা নূহের সন্তানদের গোষ্ঠী; এবং বন্যার পরে এদের থেকে উৎপন্ন নানা জাতি দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল।

Podkreślenie

Udostępnij

Kopiuj

None

Chcesz, aby twoje zakreślenia były zapisywane na wszystkich twoich urządzeniach? Zarejestruj się lub zaloguj