1
যোহনলিখিত সুসমাচার 8:12
পবিত্র বাইবেল
এরপর যীশু আবার লোকদের সাথে কথা বলতে শুরু করলেন এবং বললেন, “আমিই জগতের আলো। যে কেউ আমার অনুসারী হয় সে কখনও অন্ধকারে থাকবে না কিন্তু এমন আলো পাবে যা জীবন দেয়।”
Uporedi
Istraži যোহনলিখিত সুসমাচার 8:12
2
যোহনলিখিত সুসমাচার 8:32
তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে।”
Istraži যোহনলিখিত সুসমাচার 8:32
3
যোহনলিখিত সুসমাচার 8:31
ইহুদীদের মধ্যে যাঁরা তাঁর ওপর বিশ্বাস করল, তাদের উদ্দেশ্যে যীশু বললেন, “তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চল তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য।
Istraži যোহনলিখিত সুসমাচার 8:31
4
যোহনলিখিত সুসমাচার 8:36
তাই পুত্র যদি তোমাদের স্বাধীন করে, তবে তোমরা প্রকৃতই স্বাধীন হবে।
Istraži যোহনলিখিত সুসমাচার 8:36
5
যোহনলিখিত সুসমাচার 8:7
ইহুদী নেতারা যখন বার বার তাঁকে জিজ্ঞেস করতে লাগল, তখন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, “তোমাদের মধ্যে যে নিস্পাপ সেই প্রথম একে পাথর মারুক।”
Istraži যোহনলিখিত সুসমাচার 8:7
6
যোহনলিখিত সুসমাচার 8:34
এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি-যে ক্রমাগত পাপ করে চলে, সে পাপের দাস।
Istraži যোহনলিখিত সুসমাচার 8:34
7
যোহনলিখিত সুসমাচার 8:10-11
তখন যীশু মাথা তুলে সেই স্ত্রীলোকটিকে বললেন, “হে নারী, তারা সব কোথায়? কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করল না?” স্ত্রীলোকটি উত্তর দিল, “কেউ করে নি, মহাশয়।” তখন যীশু বললেন, “আমিও তোমায় দোষী করছি না, যাও এখন থেকে আর পাপ কোরো না।”
Istraži যোহনলিখিত সুসমাচার 8:10-11
Početna
Biblija
Planovi
Video zapisi