1
আদিপুস্তক 4:7
পবিত্র বাইবেল O.V. (BSI)
যদি সদাচরণ কর, তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না কর, তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে, এবং তুমি তাহার উপরে কর্ত্তৃত্ব করিবে।
Karşılaştır
আদিপুস্তক 4:7 keşfedin
2
আদিপুস্তক 4:26
পরে শেথেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোশ রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল।
আদিপুস্তক 4:26 keşfedin
3
আদিপুস্তক 4:9
পরে সদাপ্রভু কয়িনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না; আমার ভ্রাতার রক্ষক কি আমি?
আদিপুস্তক 4:9 keşfedin
4
আদিপুস্তক 4:10
তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে।
আদিপুস্তক 4:10 keşfedin
5
আদিপুস্তক 4:15
তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন, এই জন্য কয়িনকে যে বধ করিবে, সে সাত গুণ প্রতিফল পাইবে। আর সদাপ্রভু কয়িনের নিমিত্ত এক চিহ্ন রাখিলেন, পাছে কেহ তাহাকে পাইলে বধ করে।
আদিপুস্তক 4:15 keşfedin
Ana Sayfa
Kutsal Kitap
Okuma Planları
Videolar