1
আদিপুস্তক 4:7
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”
Karşılaştır
আদিপুস্তক 4:7 keşfedin
2
আদিপুস্তক 4:26
শেথেরও ছেলে হল, আর তিনি তার নাম ইনোশ রাখলেন। তখন লোকেরা সদাপ্রভুর নামে আরাধনা করতে আরম্ভ করল।
আদিপুস্তক 4:26 keşfedin
3
আদিপুস্তক 4:9
পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোথায়? সে উত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?”
আদিপুস্তক 4:9 keşfedin
4
আদিপুস্তক 4:10
তিনি বললেন, “তুমি কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে প্রতিফলের জন্য কাঁদছে।
আদিপুস্তক 4:10 keşfedin
5
আদিপুস্তক 4:15
তাতে সদাপ্রভু তাকে বললেন, “এই জন্য কয়িনকে যে মারবে, সে সাত গুন প্রতিফল পাবে।” আর সদাপ্রভু কয়িনের জন্য এক চিহ্ন রাখলেন, যদি কেউ তাকে পেলে আক্রমণ করে।
আদিপুস্তক 4:15 keşfedin
Ana Sayfa
Kutsal Kitap
Okuma Planları
Videolar