1
প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:19
পবিত্র বাইবেল
তাই আপনারা মন-ফিরান এবং ঈশ্বরের কাছে ফিরে আসুন, যেন আপনাদের পাপ মুছে দেওয়া হয়।
Compare
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:19
2
প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:6
কিন্তু পিতর তাকে বললেন, “আমার কাছে সোনা বা রূপো নেই, আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দিচ্ছি। নাসরতীয় যীশুর নামে তুমি উঠে দাঁড়াও ও হেঁটে বেড়াও।”
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:6
3
প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:7-8
এই বলে পিতর তার ডান হাত ধরে তাকে তুললেন, সঙ্গে সঙ্গে সে তার পায়ে ও গোড়ালিতে বল পেল, আর লাফিয়ে উঠে দাঁড়াল ও চলতে লাগল। তারপর সে তাঁদের সঙ্গে মন্দিরের মধ্যে ঢুকে সেখানে হেঁটে লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগল।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:7-8
4
প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:16
“এই যীশুর পরাক্রমেই এই খোঁড়াটি সুস্থতা লাভ করেছে। এসব ঘটেছে কারণ আমরা যীশুর ক্ষমতায় বিশ্বাস করেছি। আপনারা এই লোকটিকে দেখেছেন ও তাকে চেনেন। যীশুর উপর নির্ভর করায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে; নিজ চক্ষে আপনারা তা দেখেছেন।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 3:16
Home
Bible
Plans
Videos