1
প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:12
পবিত্র বাইবেল
যীশুই একমাত্র ব্যক্তি, যিনি মানুষকে উদ্ধার করতে পারেন। জগতে তাঁর নামই একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে।”
Compare
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:12
2
প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:31
সেই বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলে, তাঁরা যেখানে একত্রিত হয়েছিলেন সেই জায়গা কেঁপে উঠল। তাঁরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:31
3
প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:29
আর এখন, হে প্রভু, তাদের এই শাসানি তুমি শোন। প্রভু, আমরা তোমার দাস; তোমার এই দাসদের সাহসের সঙ্গে তোমার কথা বলবার ক্ষমতা দাও।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:29
4
প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:11
যীশু হলেন ‘সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা অগ্রাহ্য করে সরিয়ে দিয়েছিলেন। তিনিই এখন কোণের প্রধান পাথর হয়ে উঠেছেন।’
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:11
5
প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:13
পিতর ও যোহনের নির্ভীকতা দেখে ও তাঁরা যে লেখাপড়া না জানা সাধারণ মানুষ তা বুঝতে পেরে পর্ষদ আশ্চর্য হয়ে গেল। তখন তারা বুঝতে পারল যে পিতর ও যোহন যীশুর সঙ্গে ছিলেন।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:13
6
প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:32
বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল। একজনও নিজের সম্পত্তির কোন কিছুই নিজের বলে মনে করতেন না, কিন্তু তাঁদের সকল জিনিস তাঁরা পরস্পর ভাগ করে নিতেন।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 4:32
Home
Bible
Plans
Videos