YouVersion Logo
Search Icon

লুক 14

14
আর একজন অসুস্থ ব্যক্তিকে আরোগ্যদান
1এক সাব্বাথ দিনে যীশু ফরিশীদের একজন সমাজপতিদের বাড়িতে গেলেন আহারের নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানে সকলে যীশুর ওপর নজর রাখছিল।#লুক 6:6-11; 11:37 2সেই সময় শোথ রোগগ্রস্ত একজন ব্যক্তি তাঁর সামনে এসে উপস্থিত হল। 3যীশু তখন শাস্ত্রবিদ্‌ ও ফরিশীদের বললেন, সাব্বাথ দিনে রোগ নিরাময় করা বিধানসম্মত কি না? 4তারা সবাই চুপ করে রইল। তখন তিনি তাকে সুস্থ করে বিদায় দিলেন। 5তারপর যীশু বললেন, তোমাদের মধ্যে কারও গাধা#14:5 পাঠান্তর: সন্তান। বা বলদ যদি সাব্বাথ দিনে কুয়োতে পড়ে যায়, তাহলে সেদিন সাব্বাথ হলেও তোমরা কি তাকে সঙ্গে সঙ্গে তুলে আনবে না?#লুক 13:15; মথি 12:11 6এ প্রশ্নের উত্তর তারা কেউ দিতে পারল না।
অতিথি ও গৃহকর্তার আচরণ সম্পর্কে শিক্ষা
7যীশু লক্ষ্য করলেন, কয়েকজন নিমন্ত্রিত ব্যক্তি শ্রেষ্ঠ আসনগুলি বেছে নিচ্ছে। তখন যীশু সকলকে কথাচ্ছলে উপদেশ দিতে লাগলেন,#মথি 23:6 8যদি কেউ তোমাদের বিবাহ উৎসবে ভোজে নিমন্ত্রণ করে, তাহলে কখনও সেখানে গিয়ে সবচেয়ে ভাল আসনটিতে বসো না। কারণ এমনও তো হতে পারে যে, তোমার চেয়েও বিশিষ্ট কোন ব্যক্তি নিমন্ত্রিত হয়েচেন।#হিতো 25:6 9তখন তোমাদের নিমন্ত্রণ কর্তা তোমাকে এসে বললেন, ‘এঁকে এই আসনটি ছেড়ে দিন।’ তখন তার চেয়ে নীচু কোন আসনে বসতে তোমার লজ্জায় মাথা কাটা যাবে। 10তার চেয়ে বরং নিমন্ত্রিত হয়ে এসে প্রথমেই সবচেয়ে নীচু আসনে বসবে। তখন নিমন্ত্রণ কর্তা এসে তোমায় বলবেন, ‘বন্ধু, ভাল আসনে বসবেন চলুন।’ তখন নিমন্ত্রিত অতিথিদের সামনে তোমার সম্মান অনেক বেড়ে যাবে। 11যারা নিজেদের উচ্চ সম্মানে ভূষিত করে, তাদের অবনত করা হবে এবং যারা নিজেদের নত করে রাখে, তাদের উচ্চ সম্মানে ভূষিত করা হবে।#লুক 18:14; মথি 23:12
12যিনি যীশুকে নিমন্ত্রণ করেছিলেন, তাঁকেও তিনি বললেন, যখন তুমি কোন ভোজের আয়োজন করবে, তখন তোমার বন্ধু, ভাই, আত্মীয় অথবা প্রতিবেশী কাউকে নিমন্ত্রণ করো না। তাহলে তারাও তোমাকে তার পরিবর্তে নিমন্ত্রণ করে এর প্রতিদান দেবে। 13বরং ভোজের আয়োজন করলে গরীব, বিকলাঙ্গ, অন্ধ, খঞ্জদেরর ভোজে নিমন্ত্রণ করো।#দ্বি.বি. 14:29 14তাতে তুমি আশীর্বাদ পাবে কারণ তারা তার প্রতিদান দিতে পারবে না। ধার্মিকদের পুনরুত্থানের সময়ে তুমি এর প্রতিদান পাবে।#যোহন 5:29; 6:40; 11:24
ঐশরাজ্যের ভোজ
(মথি 22:1-10)
15যারা যীশুর সঙ্গে ভোজে বসেছিল, তাদের মধ্যে একজন এই কথা শুনে বলল, ধন্য সেই ব্যক্তি যে ঐশরাজ্যের ভোজে যোগ দিতে পারবে।#লুক 13:29; প্রকা 19:9 16কিন্তু যীশু তাকে বললেন, এক ব্যক্তি একবার একটি বিরাট ভোজের আয়োজন করে বহু লোককে নিমন্ত্রণ করেছিলেন।#মথি 22:2-10 17ভোজের সময় হলে তিনি তাঁর ভৃত্য মারফৎ নিমন্ত্রিতদের কাছে বলে পাঠালেন, ‘আসুন সবই তৈরী।’ 18কিন্তু তারা সকলেই নানারকম অজুহাত দেখাতে লাগল। প্রথম জন বলল, ‘আমি একটি জমি কিনেছি, সেটা দেখতে যেতে হবে। আমাকে ক্ষমা কর।’ 19আর একজন বলল, ‘আমি পাঁচজোড়া বলদ কিনেছি, সেগুলি আমাকে দেখতে যেতে হবে, আমাকে মাপ কর।’ 20আর একজন বলল, ‘আমি সবেমাত্র বিয়এ করেছি, কাজেই এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।’#১ করি 7:33 21ভৃত্যটি তখন ফিরে গিয়ে তার মনিবকে সব কথা জানাল। বাড়ির কর্তা তখন রেগে গিয়ে তার ভৃত্যকে বললেন, ‘নগরের রাস্তায়, অলিতে-গলিতে যত গরীব, বিকলাঙ্গ, অন্ধ খঞ্জ রয়েছে —সবাইকে শিগ্‌গির ডেকে নিয়ে এস।’ 22ভৃত্যটি তাঁকে বলল, ‘কর্তা, আপনার আদেশ মত কাজ হয়েছে, কিন্তু এখনও জায়গা খালি আছে।’ 23মনিব তখন তাকে বললেন, ‘তাহলে যাও, বড় রাস্তায় প্রাচীরের ধারে, যেখানে যাকে পাও সকলকে জোর করে নিয়ে এসে আমার বাড়ি ভর্তি করে দাও। 24আমার হুকুম —যাদের নিমন্ত্রণ করা হয়েছিল, তাদের কেউ যেন এই ভোজের স্বাদ না পায়।’
শিষ্যত্বের মূল্য
(মথি 10:37-38)
25একদিন বিরাট এক জনতা যীশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। তাদের দিকে ফিরে দাঁড়িয়ে তিনি বললেন, 26আমার কাছে এসেও যদি কেউ তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, তাহলে সে আমার সিষ্য হতে পারবে না।#মথি 10:37-38 #দ্বি.বি. 33:9; লুক 18:29-30; যোহন 12:25 27নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ না করে সেও আমার শিষ্য হবার যোগ্য নয়।#লুক 9:23 28তোমাদের মধ্যে কেউ যদি একটি মিনার তৈরী করবে বলে টিক করে তাহলে কাজটা শেষ করার মত সঙ্গতি তার আছে কি না তা দেখবার জন্য প্রথমেই কি সে খরচের হিসাব করবে না? 29নইলে ভিত্তি স্থাপনের পর সেটি শেষ করতে না পারলে যে দেখবে সেই উপহাস করে বলবে, 30‘এ লোকটা আরম্ভ করল কিন্তু শেষ করতে পার না।’ 31অথবা কোন রাজা যুদ্ধে যাবার আগে কি ভেবে দেখবেন না যে কুড়ি হাজার সৈন্য নিয়ে যে রাজা তাঁর বিরুদ্ধে আসছেন, দশ হাজার সৈন্য নিয়ে তাঁর সঙ্গে তিনি যুদ্ধ করতে পারবেন কি না? 32যদি না পারেন, তাহলে অন্য রাজা দূরে থাকতেই তিনি দূত পাঠিয়ে সন্ধির শর্ত জেনে নেবেন। 33সুতরাং তোমাদের মধ্যে যে সর্বস্ব ত্যাগ করতে পারবে না, সে আমার শিষ্য হতে পারবে না।
স্বাদহীন লবণ
(মথি 5:13; মার্ক 9:50)
34লবণ ভাল জিনিস কিন্তু লবণ যদি তার স্বাদ হারিয়ে ফেলে, তাহলে তার সেই স্বাদ কি ফিরিয়ে আনা যায়?#মথি 5:13; মার্ক 9:50 35ক্ষেত কিম্বা সার তৈরীর কোন কাজেই তা লাগে না। লোকে সেই লবণ ফেলে দেয়। শোনবার মত কান যার আছে, সেই শুনুক এই কথা।

Currently Selected:

লুক 14: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for লুক 14