লূক ভূমিকা
ভূমিকা
লূকের লেখা সুখবর নামে বইটি পবিত্র নূতন নিয়মের একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটির সংগে প্রেরিত্দের কাজ নামে যে বইটি আছে তা পড়লে প্রভু যীশুর জীবনের ও খ্রীষ্টীয় মণ্ডলীর আরম্ভের সম্পূর্ণ ইতিহাস জানা যায়। লূক তাঁর সুখবরের মধ্যে এমন বিষয়গুলো লিখেছিলেন যা সকলেই পড়তে পছন্দ করে। সেখানে খ্রীষ্টকে সমস্ত জাতির লোকদের উদ্ধারকর্তা হিসাবে উপস্থিত করা হয়েছে। খ্রীষ্টের মানবতার উপর জোর দেওয়া হয়েছে এবং প্রত্যেকের উপর তার মনোযোগের কথাও বলা হয়েছে। এছাড়া লূক প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসা ও আনন্দের উপর এবং দারিদ্র ও ধন-সম্পত্তির বিষয়ে শিক্ষার উপর জোর দিয়েছেন।
বিষয় সংক্ষেপ:
(ক) সূচনা (১:১-৪ পদ)
(খ) মনুষ্যপুত্রের আগমন (১:৫-২:৫২পদ)
(গ) জনসাধারণের সামনে মনুষ্যপুত্র (৩:১-৪:১৩ পদ)
(ঘ) মনুষ্যপুত্রের কাজ (৪:১৪-২১:৩৮ পদ)
(ঙ) মনুষ্যপুত্রের কষ্টভোগ ও মৃত্যু (২২,২৩ অধ্যায়)
(চ) মনুষ্যপুত্রের পুনরুত্থান ও নিজেকে প্রকাশ (২৪ অধ্যায়)
S'ha seleccionat:
লূক ভূমিকা: SBCL
Subratllat
Comparteix
Copia

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
© The Bangladesh Bible Society, 2000