যোহন 21

21
সাতজন শিষ্যকে যীশুর দর্শন দান
1তিবিরিয়া হ্রদের তীরে যীশু এরপর একদিন আবির্ভূত হলেন শিষ্যদের সামনে। 2সেদিন শিমোন পিতর, থোমা (যার অপর নাম দিদুম), নথনেল (গালীল প্রদেশের কান্না নগরে যার বাস), সিবদিয়ের পুত্রদ্বয় এবং আরও দুজন শিষ্য সেখানে একত্র হয়েছিলেন।#যোহন 1:41-45; মার্ক 1:16-19; মথি 10:3 3শিমোন পিতর বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। আর সবাই বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। কাজেই তাঁরা সকলে গিয়ে উঠলেন নৌকায়। কিন্তু সারাটি রাত চেষ্টা করেও কিছুই ধরতে পারলেন না তাঁরা। 4সকাল হয়ে গেল। হ্রদের তীরে যীশু দাঁড়িয়েছিলেন কিন্তু শিষ্যেরা যীশু বলে তঁকে চিনতে পারলেন না।#যোহন 20:14; লুক 24:16 5যীশু তাঁদের ডেকে বললেন, বৎসেরা, মাছ কিছু পেলে? তাঁরা বললেন, না।#লুক 24:41
6যীশু তাঁদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেল, মাছ পাবে। সেইমত তাঁরা জাল ফেললেন, এবারে মাছ এত বেশি হল যে তাঁরা জাল টেনে তুলতে পারছিলেন না।#লুক 5:4-7
7পিতরকে যীশুর প্রিয় শিষ্য বললেন, উনি নিশ্চয়ই প্রভু! ‘উনি প্রভু'-এই কথা শুনে পিতর জামা গায়ে দিয়েই জলে ঝাঁপিয়ে পড়লেন। (কাজের জন্য তিনি জামাকাপড় খুলে রেখেছিলেন।)#যোহন 13:23; 18:15; 19:26; 20:7; 21:20 8অন্য শিষ্যেএরা সকলে মাছ ভর্তি জাল টানতে টানতে নৌকায় করে তীরে এলেন। তীর থেকে অল্প দূরে প্রায় একশো গজ তফাতে ছিলেন তাঁরা। 9তীরে এসে তাঁরা দেখলেন, সেখানে কাঠকয়লার আগুন জ্বালান রয়েছে আর উপরে রাখা আছে কয়েকটি মাছ আর পাশে রাখা আছে রুটি। 10যীশু তাঁদের বললেন, এইমাত্র যে মাছ ধরেছ তার থেকে কয়েকটা নিয়ে এস।
11শিমোন পিতর নৌকায় গিয়ে মাছভর্তি জালটা তীরে টেনে আনলেন। তাতে সবশুদ্ধ একশো তিপান্নটা বড় মাছ ধরা পড়েছিল। এত মাছ থাকা সত্ত্বেও জালটা কিন্তু ছেঁড়ে নি। 12যীশু তাঁদের বললেন, এস, খেয়ে নাও। কোন শিষ্য কিন্তু সাহস করে তাঁকে জিজ্ঞাসা করতে পারলেন না যে কে আপনি? কারণ তিনি যে ‘প্রভু'-একথা তাঁরা বুঝতে পেরেছিলেন। 13যীশু এসে নিজের হাতে তাঁদের রুটি ও মাছ পরিবেশন করলেন#যোহন 6:11
14মৃতলোক থেকে পুনর্জীবন লাভের পর শিষ্যদের কাছে যীশুর এই তৃতীয় আত্মপ্রকাশ।#যোহন 20:19-26
পিতরের প্রতি যীশুর নির্দেশ
15আহারের পর যীশু শিমোন পিতরকে বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি এদের চেয়ে আমায় বেশি ভালবাস? তিনি বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন, আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, তাহলে আমার মেষশাবকদের চরাও।#যোহন 1:42 16যীশু দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসা করলেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমায় ভালবাস? তিনি তাঁকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন, আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, তাহলে আমার মেষপালের তত্ত্বাবধান কর।#১ পিতর 5:2-4 17তিনি তৃতীয়বার বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমায় ভালবাস? তৃতীয়বার যীশু ‘তুমি কি আমায় ভালবাস'- এ কথা জিজ্ঞাসা করায় পিতর খুব ক্ষুণ্ণ হলেন। বললেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি জানেন যে আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষগুলিকে চরাও।#যোহন 2:25; 16:30 18তোমাকে আমি সত্য বলছি, তুমি যখন তরুণ ছিলে তখন নিজেই নিজের কটিবন্ধন করতে এবং যেখানে ইচ্ছা যেতে। কিন্তু যখন তুমি বৃদ্ধ হবে, তখন তুমি হাত উঁচু করবে, অন্যে তোমার কটিবন্ধন করে দেবে এবং যেখানে তোমার যাওয়ার ইচ্ছে নেই সেখানে তোমায় নিয়ে যাবে। 19(ঈশ্বরের গৌরবের জন্য পিতর কি ভাবে মৃত্যু বরণ করবেন, এই কথার দ্বারা যীশু তারই আভাস দিলেন।) এরপর যীশু তাঁকে বললেন, আমার অনুসরণ কর।#যোহন 13:36
যীশুর প্রিয় শিষ্য
20পিতর পিছন ফিরে দেখলেন যীশুর সেই প্রিয় শিষ্য তাঁদের অনুসরণ করছেন। ইনিই সেই শেষভোজের দিনে যীশুর গায়ে হেলান দিয়ে বসেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, ‘কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে প্রভু?’#যোহন 21:7 21সেই শিষ্যকে দেখে পিতর যীশুকে জিজ্ঞাসা করলেন, এর কি হবে প্রভু? 22যীশু বললেন, আমি যদি চাই যে আমার পুনরাগমন না হওয়া পর্যন্ত এ বেঁচে থাকুক, তাতে তোমার কি এসে যায়? তুমি আমার অনুসরণ কর।
23সেই থেকে শিষ্যমহলে রটে গেল যে সেই শিষ্যের মৃত্যু হবে না। কিন্তু যীশু তো তাঁকে বলেন নি যে তাঁর মৃত্যু হবে না। তিনি বলেছিলেন, ‘আমি যদি চাই যে আমার পুনরাগমন না হওয়া পর্যন্ত এ বেঁচে থাকুক তাতে তোমার কি এসে যায়?’
24যিনি এই সমস্ত বিষয়ে সাক্ষ্যদান করেছেন এবং যিনি এসব বিষয় লিখেছেন, তিনিই সেই শিষ্য। আমরা জানি তাঁর সাক্ষ্য যথার্থ।
উপসংহার
25এ ছাড়াও যীশু আরও অনেক কাজ করেছিলেন। সে সব যদি সবিস্তারে লেখা হত, তাহলে আমার মনে হয়, এত বই লেখা হত যে সারা পৃথিবীতে তার স্থান সঙ্কুলান হত না। #যোহন 20:30।

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió