লুক 17
17
খ্রীষ্টানুসারীর জীবনাদর্শ
(মথি 18:6-7,21-22; মার্ক 9:42)
1যীশু তাঁর শিষ্যদের বললেন, পাপের প্রলোভন নিশ্চিতভাবে আসবে কিন্তু যার দ্বারা এই প্রলোভন আসবে, ধিক্ তাকে। 2এই সাধারণ ব্যক্তিদের এক জনকেও পাপে প্রলুব্ধ করার চেয়ে তার গলায় যাঁতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভাল।#মথি 18:6-7 3নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো, তোমার ভাই যদি পাপ করে, তাহলে তিরস্কার কর তাকে এবং যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করো।#মথি 18:15 4যদি সে তোমার কাছে দিনের মধ্যে সাতবার অপরাধ করে এবং যদি বলে, ‘আমি অনুতপ্ত’ —অবশ্যই তাকে ক্ষমা করো।#মথি 18:21-22 5প্রেরিতেরা প্রভুকে বললেন, আমাদের বিশ্বাস আরও দৃঢ় করুন।#মার্ক 9:24 6প্রভু তাঁদের বললেন, তোমাদের যদি একটি সরষে দানার মতও বিশ্বাস থাকে, তাহলে এই তুঁত গাছটিকে তোমরা উপড়ে গিয়ে সমুদ্রে রোপিত হয়ে যেতে বললে, এ তোমাদের আদেশ পালন করবে।#মথি 17:20; 21:21
দাসের কর্তব্য
7তোমাদের মধ্যে কারও ভৃত্য মাঠে চাষ করে বা ভেড়া চরিয়ে ঘরে ফিরলে কে এমন আছে যা তাকে বলে, ‘এখনই এসে খেতে বস?’ 8বরং সে তাকে বলবে, ‘আমার জন্য খাবার তৈরী কর এবং খাওয়া-দাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোমরে তোয়ালে জড়িয়ে আমাকে পরিবেশন কর, তারপর তুমি খেয়ো।’ 9তার ভৃত্য আদেশ পালন করলে সে কি তাকে ধন্যবাদ দেয়? 10ঠিক সেই রকম তোমাদেরও যা নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করার পরও বলো, ‘আমরা অযোগ্য দাস, আমরা শুধু আমাদের কর্তব্য করেছি।’
দশজন কুষ্ঠরোগীকে আরোগ্যদান
11শমরীয়া এবং গালীল প্রদেশের মধ্যে দিয়ে যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন। 12একটি গ্রামের মধ্যে ঢুকতেই দশজন কুষ্ঠরোগীর সঙ্গে তাঁর দেখা হল। এরা দূর থেকেই#লুক 9:51; 13:22; লেবীয় 13:45-46 13চীৎকার করে বলতে লাগল, যীশু, প্রভু, আমাদের প্রতি দয়া করুন। 14তাদের দেখে তিনি বললেন, যাও, পুরোহিতের কাছে নিজেদের দেখাও। যাওয়ার পথেই তারা শুচি হয়ে গেল।#লুক 5:14; লেবীয় 13:49; 14:2-3 15এদের মধ্যে একজন যখন দেখতে পেল যে সে সুস্থ হয়ে গেছে, তখন সে উচ্চকণ্ঠে ঈশ্বরের মহিমা প্রচার করতে করতে ফিরে এল 16এবং যীশুর পায়ে উবুড় হয়ে পড়ে ধন্যবাদ জানাল। সে ছিল একজন শমরীয়া দেশের লোক। 17যীশু তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের দশজনকে তো সুস্থ করা হয়এছিল, আর নয়জন কোথায়? 18এই বিদেশী ছাড়া ঈশ্বরের প্রশংসা করার জন্য আর কাউকে কি পাওয়া গেল না?#যোহন 9:24; প্রেরিত 3:8 19তিনি তাকে বললেন, ওঠ, নিজের পথে চলে যাও। তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।#লুক 7:50; 18:42
ঐশরাজ্যের প্রতিষ্ঠা
(মথি 24:23-28,37-41)
20ঈশ্বরের রাজ্য কখন প্রতিষ্ঠিত হবে, ফরিশীদের এই প্রশ্নের উত্তরে তিনি তাদেরর বললেন, প্রত্যক্ষ কোন চিহ্ন-সহযোগে ঈশ্বরের রাজ্যের আবির্ভাব ঘটবে না।#যোহন 18:36; লুক 19:11 21অথবা লোকে বলবে না, ‘ঐ দেখ, ঈশব্রের রাজ্য এখানে কিম্বা ওখানে।’ ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই রয়েছে।#মথি 24:23; লুক 19:11 22তারপর তিনি তাঁর শিষ্যদের বললেন, এমন এক সময় আসবে যখন তোমরা মানব পুত্রের রাজত্বকালের একটি দিন দেখতে চাইবে কিন্তু তোমরা তা দেখতে পাবে না।#মথি 24:23; লুক 10:9; 11:20 23তখন লোকে তোমাদের বলবে, ‘এই যে এখানে ঐ যে ওখানে।’ তোমরা যেও না, অনুসরণ করো না ওদের।#লুক 21:8; মথি 24:26-27 24বিদ্যুৎ ঝলকে যেমন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানবপুত্রও তাঁর সেই দিনে উদ্ভাসিত হবেন। 25কিন্তু প্রথমে তাঁকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে এবং এ যুগের লোক তাঁকে প্রত্যাখ্যান করবে।#লুক 9:22 26নোহের সময়ে যা ঘটেছিল মানবপুত্রের সময়ও তাই-ই ঘটবে।#মথি 24:37-39 27নোহ যেদিন জাহাজে উঠলেন, সেদিন বন্যায় সব ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তারা পানভোজন বিবাহ উৎসবে মেতে রইল।#আদি 7:7-23 28তেমনি লোটের সময়ও যা ঘটেছিল –লোকে পানভোজন কেনা-বেচা, চাষ-বাস এবং গৃহ-নির্মাণের কাজে ব্যাপৃত ছিল কিন্তু যেদিন লোট সদোম থেকে বেরিয়ে এলেন, 29সেদিন আকাশ থেকে অগ্নি ও গন্ধক বৃষ্টি হয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিল।#আদি 19:24-25 30মানপুত্র যেদিন স্বপ্রকাশ হবেন, সেদিন এই রকমই ঘটবে। 31সেদিন কেউ যদি ছাদের ওপরে থাকে এবং তার সমস্ত জিনিসপত্র ঘরের ভিতরে থাকে, তাহলে সে যেন সেগুলিকে নেবার জন্য নিচে নেমে না আসে। তেমনি যে ক্ষেতে থাকবে সে যেন বাড়ি ফিরে না আসে।#মথি 24:17-18 32লোটের স্ত্রীর কথা স্মরণ কর।#আদি 19:26 33যে নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তা হারাবে কিন্তু যে ব্যক্তি প্রাণ হারাবে, তার প্রাণ রক্ষা পাবে।#লুক 9:24 34আমি তোমাদের বলছি, সেই রাত্রে এক শয্যায় দুজন থাকলে, একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পনে থাকবে। 35যেখানে দুজন স্ত্রীলোক একসঙ্গে যাঁতা পিষবে, তাদের একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন সেখানে পড়ে থাকবে।#17:35 কোন কোন প্রাচীন পাণ্ডুলিপিতে 36 পদরূপে এই কথা পাওয়া যায়: ক্ষেতে দুজন লোক থাকলে, একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পড়ে থাকবে। তাঁরা তাঁকে বললেন, কোথায় এসব ঘটবে প্রভু?#মথি 24:40-41 37তিনি তাঁদের বললেন, যেখানে মৃতদেহ থাকবে সেখানেই শকুনের ঝাঁক এসে জুটবে।#ইয়োব 39:30; মথি 24:28
S'ha seleccionat:
লুক 17: BENGALCL-BSI
Subratllat
Comparteix
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.