1
যোহন 10:10
পবিএ বাইবেল CL Bible (BSI)
চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করতে। কিন্তু আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, লাভ করে জীবনের পূর্ণতা।
Cymharu
Archwiliwch যোহন 10:10
2
যোহন 10:11
আমিই উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষপালের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়।
Archwiliwch যোহন 10:11
3
যোহন 10:27
আমার নিজের মেষপাল আমার ডাক শোনে, তাদের আমি চিনি এবং তারা আমাকে অনুসরণ করে।
Archwiliwch যোহন 10:27
4
যোহন 10:28
আমি তাদের দান করি অনন্ত জীবন, তাদের বিনাশ নেই। আমার কাছ থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না।
Archwiliwch যোহন 10:28
5
যোহন 10:9
আমিই দ্বার। আমার মধ্য দিয়ে যে বাথানে প্রবেশ করে সে হয় নিরাপদ। নিত্য সে বাথানের ভিতরে বাইরে যাতায়াত করবে, সন্ধান পাবে চারণভূমির।
Archwiliwch যোহন 10:9
6
যোহন 10:14-15
আমিই উত্তম মেষপালক। পিতা যেমন আমাকে জানেন এবং আমি পিতাকে জানি ঠিক তেমনি আমি আমার মেষপালকে জানি এবং তারাও আমাকে জানে। আমি তাদের জন্য প্রাণ দিতে পারি।
Archwiliwch যোহন 10:14-15
7
যোহন 10:29-30
আমার পিতা, যিনি আমার হাতে তাদের দিয়েছেন, তিনি পরাৎপর। কেউ তাদের পিতার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার পিতা এবং আমি অভিন্ন।
Archwiliwch যোহন 10:29-30
8
9
যোহন 10:18
কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি স্বেচ্ছায় এ জীবন বিসর্জন দিচ্ছি। জীবনদান করার অধিকার আমার আছে এবং আবার ফিরে পাবার অধিকারও আমার রয়েছে। পিতার কাছ থেকেই এই অধিকার আমি পেয়েছি।
Archwiliwch যোহন 10:18
10
যোহন 10:7
তাই যীশু আবার বললেন, সত্য, অতি সত্য কথাই আমি তোমাদের বলছি, আমিই হলাম সেই বাথানের দ্বার।
Archwiliwch যোহন 10:7
11
যোহন 10:12
কিন্তু বেতনভুক লোক নেকড়ে আসতে দেখলেই মেষপাল ফেলে পালিয়ে যায় কারণ সে মেষপালকও নয় আর মেষগুলিও তার নিজের নয়। নেকড়ে এসে তাদের ধরে নিয়ে যায় এবং মেষপালকে ছত্রভঙ্গ করে দেয়।
Archwiliwch যোহন 10:12
12
যোহন 10:1
সত্য কথাই তোমাদের আমি বলছি, যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষের বাথানে না ঢুকে অন্য দিক দিয়ে টপকে ঢোকে, সে চোর বা ডাকাত ছাড়া আর কিছুই নয়।
Archwiliwch যোহন 10:1
Gartref
Beibl
Cynlluniau
Fideos