Logo de YouVersion
Icono de búsqueda

আদিপুস্তক 19

19
সদোম ও ঘমোরা নগরের বিনাশ
1সেদিনই সন্ধ্যাবেলায় সেই দুইজন স্বর্গদূত সদোমে এসে পৌঁছালেন। লোট সেই সময়ে নগরদ্বারে বসে ছিলেন। তাঁদের দেখে লোট উঠে এগিয়ে গেলেন ও মাটিতে প্রণিপাত করে বললেন, 2প্রভু, অনুগ্রহ করে আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করে রাত্রি যাপন করুন ও পদপ্রক্ষালন করুন, আগামীকাল ভোরে উঠে আপনাদের গন্তব্য পথে যাত্রা করবেন। তাঁরা বললেন, না, আমরা নগরচত্বরে রাত্রি যাপন করব। 3কিন্তু লোট খুব অনুনয় বিনয় করায় তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। লোট খামির ছাড়াই রুটি তৈরী করে তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন এবং তাঁরা সেই খাদ্য গ্রহণ করলেন। 4কিন্তু তাঁরা শয্যাগ্রহণ করার আগেই সদোম নগরের আবালবৃদ্ধ জনতা এসে লোটের বাড়ি ঘেরাও করল। 5তারা লোটকে ডেকে বলল, তোমার বাড়িতে আজ রাতে যে দুজন লোক এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এস, আমরা তাদের সম্ভোগ করব।#বিচার 19:22-24 6লোট দরজার বাইরে এসে জনতার সামনে দাঁড়ালেন এবং তাঁর পিছনে দরজা বন্ধ করে দিয়ে তাদের বললেন, 7ভাইসব, আমার অনুরোধ তোমরা এই দুষ্কর্ম করো না। 8দেখ, আমার দুটি মেয়ে আছে, তারা কোনদিন পুরুষ সংসর্গ করে নি, তাদের নিয়ে তোমরা যা খুশী কর, কিন্তু এই দুই ব্যক্তির প্রতি তোমরা কিছু করো না, কারণ তাঁরা আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করেছেন। 9কিন্তু তারা বলল সরে দাঁড়া। এ লোকটা এখানে প্রবাসী হয়েও আমাদের উপর মোড়লী করতে চায়! দাঁড়া, ওদের চেয়ে তোর দুদর্শা আমরা আর‍ও বেশী করব। এই বলে তারা লোটের উপর চড়াও হয়ে দরজা ভেঙ্গে ফেলার উপক্রম করল। 10তখন সেই দুই ব্যক্তি হাত বাড়িয়ে লোটকে বাড়ির ভিতরে টেনে এনে দরজা বন্ধ করে দিলেন। 11আর দরজার বাইরে ছোট বড় যত লোক ছিল তাদের সকলের দৃষ্টিশক্তি তাঁরা লোপ করে দিলেন। ফলে সেই লোকগুলি দরজা খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়ল।#২ রাজা 6:18
12তখন সেই দুই ব্যক্তি লোটকে বললেন, এখানে তোমার আর কেউ আছে কি? তোমার জামাতা, পুত্র, কন্যা বা আর কোন আত্মীয় যদি এই নগরে থাকে তবে তাদের সবাইকে এখান থেকে বার করে নিয়ে যাও। 13কেননা আমরা এই নগর ধ্বংস করব। প্রভু পরমেশ্বরের কাছে এই লোকদের বিরুদ্ধে বিক্ষোভ অত্যন্ত প্রবল হয়ে উঠেছে, তাই প্রভু পরমেশ্বর এই নগর ধ্বংস করার জন্য আমাদের পাঠিয়েছেন। 14লোট তখন বাইরে গিয়ে যাদের সঙ্গে তাঁর মেয়েদের বিবাহ স্থির হয়েছিল, সেই ভাবী জামাতাদের বললেন, তোমরা এই জায়গা ছেড়ে পালিয়ে যাও কারণ প্রভু পরমেশ্বর এই নগর ধ্বংস করতে উদ্যত হয়েছেন। কিন্তু তাঁর জামাতারা তাঁর কথা ঠাট্টা বলে মনে করল। 15পরে ভোর হলে, স্বর্গদূতেরা লোটকে তাড়া দিয়ে বললেন, ওঠ, তোমার স্ত্রী ও যে কন্যা দুটি এখানে আছে তাদের নিয়ে চলে যাও, তা না হলে এই নগরের অপরাধের দরুণ তোমরাও বিনষ্ট হবে। কিন্তু লোট ইতস্ততঃ করতে লাগলেন। 16প্রভু পরমেশ্বর তাঁর প্রতি দয়াপরবশ হওয়ার জন্য সেই ব্যক্তিরা তখন তাঁর এবং তাঁর স্ত্রী ও কন্যা দুটির হাত ধরে নগরের বাইরে নিয়ে গেলেন।#২ পিতর 2:7 17তাঁদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোটকে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না কিম্বা এই উপত্যকার কোথাও দাঁড়িও না। পাহাড় অঞ্চলে পালিয়ে যাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে। 18লোট বললেন, হে প্রভু এমন যেন না হয়। 19দেখুন, আপনাদের এ দাসের প্রতি আপনারা অনুগ্রহ করেছেন, আমার প্রাণ রক্ষা করে আপনারা আমার প্রতি মহা অনুগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি পাহাড় অঞ্চলে পালিয়ে যেতে পারব না, কারণ তার আগেই হয়তো বিপদ এসে পড়বে আর আমি মারা পড়ব। 20তার চেয়ে কাছের ঐ ছোট নগরটি দেখুন, ওখানে পালিয়ে যাওয়া সহজ। আপনারা আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন, তাহলে আমি প্রাণে বাঁচব। 21এই নগরটি সত্যিই ছোট। তিনি বললেন, দেখ, এই বিষয়েও তোমার প্রতি আমরা অনুগ্রহ প্রদর্শন করলাম, যে নগরের কথা তুমি বললে, সেটি ধ্বংস করব না। 22তুমি সেখানে তাড়াতাড়ি পালিয়ে যাও, কারণ তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত কিছু করতে পারছি না। এই জন্য সেই নগরের নাম হল সোয়ার (ছোট)।
23-24সূযোর্দয়ের পর লোট সোয়ারে প্রবেশ করলেন, আর প্রভু পরমেশ্বর তখনই আকাশ থেকে সদোম ও ঘমোরার উপর গন্ধক ও অগ্নি বর্ষণ করে সেই নগর দুটি, 25সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন।#মথি 10:15; 11:23-24; লুক 10:12; 17:29; ২ পিতর 2:6; যিহুদা 7 26লোটের পিছনে যেতে যেতে তাঁর স্ত্রী পিছন দিকে ফিরে তাকাল আর সঙ্গে সঙ্গে সে লবণের স্তূপে পরিণত হয়ে গেল।#লুক 17:32
27অব্রাহাম ভোরে উঠে আগের দিন যেখানে তিনি প্রভু পরমেশ্বরের পরিচর্যা করেছিলেন সেখানে গেলেন এবং সদোম, 28ঘমোরা ও সেই উপত্যকার চারিদিকে তাকিয়ে দেখলেন সেই অঞ্চল থেকে চুল্লীর ধোঁয়ার মত ধোঁয়া উঠছে। 29সেই উপত্যকার সমস্ত নগর ধ্বংস করার সময়, বিশেষ করে লোট যে নগরগুলিতে বাস করেছিলেন সেগুলি ধ্বংস করার সময় ঈশ্বর অব্রাহামের কথা স্মরণ করে লোটকে ধ্বংসের কবল থেকে নিষ্কৃতি দিলেন।
মোয়াবী ও আম্মোনী উপজাতির সৃষ্টি
30লোট তাঁর কন্যা দুটিকে সঙ্গে নিয়ে সোয়ার থেকে পাহাড়ী অঞ্চলে গিয়ে বাস করতে লাগলেন। সোয়ারে বসবাস করতে লোট ভয় পেলেন, তাই তিনি তাঁর দুই কন্যাকে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন।
31একদিন তাঁর কন্যাদের মধ্যে বড়টি কনিষ্ঠকে বলল, আমাদের পিতা বৃদ্ধ হয়ে পড়েছেন, আর সংসারের রীতি অনুযায়ী আমাদের সঙ্গে সংসর্গ করার মত কোন পুরুষও এ দেশে নেই। 32সুতরাং এস, আমরা পিতাকে দ্রাক্ষারসের সুরা খাওয়াই ও তাঁর সঙ্গে সহবাস করি, তা হলে আমরা আমাদের পৈতৃক বংশ রক্ষা করতে পারব। 33সেই দিন রাতে তারা তাদের পিতাকে দ্রাক্ষারসের সুরা পান করাল এবং লোটের জ্যৈষ্ঠা কন্যা তাঁর সঙ্গে শয়ন করল। কিন্তু কখন সে শুয়েছিল এবং কখনই বা উঠে গেল তা লোট জানতে পারলেন না। 34পরের দিন সে তার কনিষ্ঠাকে বলল, দেখ কাল রাতে আমি পিতার সঙ্গে শয়ন করেছিলাম। এস, আজ রাতেও আমরা তাঁকে সুরা পান করাই আর তুমি গিয়ে তাঁর সঙ্গে শয়ন কর, তাহলে আমরা পৈতৃক বংশ রক্ষা করতে পারব। 35সেই দিন রাতেও তারা তাদের পিতাকে সুরা পান করাল এবং ছোট মেয়েটি লোটের সঙ্গে শয়ন করতে গেল। কিন্তু কখন সে শুয়েছিল আর কখনই বা উঠে গেল তা লোট জানতে পারলেন না। 36এইভাবে লোটের দুই কন্যাই তাদের পিতার দ্বারা গর্ভবতী হল। 37জ্যৈষ্ঠা কন্যা একটি পুত্র সন্তান প্রসব করে তার নাম রাখল মোয়াব। সে-ই হল বর্তমান মোয়াবী উপজাতির আদিপুরুষ। 38কনিষ্ঠাও একটি পুত্র সন্তান প্রসব করল। সে তার নাম রাখল বেন-আম্মি। সে হল বর্তমান আম্মোনী উপজাতির আদিপুরুষ।

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión