1
ইউহোন্না 3:16
Kitabul Mukkadas
“আল্লাহ্ মানুষকে এত মহব্বত করলেন যে, তাঁর একমাত্র পুুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
مقایسه
ইউহোন্না 3:16 را جستجو کنید
2
ইউহোন্না 3:17
আল্লাহ্ মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তাঁর পুত্রকে দুনিয়াতে পাঠান নি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা নাজাত পায় সেইজন্য তিনি তাঁকে পাঠিয়েছেন।
ইউহোন্না 3:17 را جستجو کنید
3
ইউহোন্না 3:3
ঈসা নীকদীমকে বললেন, “আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ আল্লাহ্র রাজ্য দেখতে পায় না।”
ইউহোন্না 3:3 را جستجو کنید
4
ইউহোন্না 3:18
যে সেই পুত্রের উপর ঈমান আনে তার কোন বিচার হয় না, কিন্তু যে ঈমান আনে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে আল্লাহ্র একমাত্র পুত্রের উপর ঈমান আনে নি।
ইউহোন্না 3:18 را جستجو کنید
5
ইউহোন্না 3:19
তাকে দোষী বলে স্থির করা হয়েছে কারণ দুনিয়াতে নূর এসেছে, কিন্তু মানুষের কাজ খারাপ বলে মানুষ নূরের চেয়ে অন্ধকারকে বেশী ভালবেসেছে।
ইউহোন্না 3:19 را جستجو کنید
6
ইউহোন্না 3:30
তাঁকে বেড়ে উঠতে হবে আর আমাকে সরে যেতে হবে।”
ইউহোন্না 3:30 را جستجو کنید
7
ইউহোন্না 3:20
যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে নূর ঘৃণা করে। তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে নূরের কাছে আসে না।
ইউহোন্না 3:20 را جستجو کنید
8
ইউহোন্না 3:36
যে কেউ পুত্রের উপর ঈমান আনে সে তখনই অনন্ত জীবন পায়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনও পাবে না, বরং আল্লাহ্র গজব তার উপরে থাকবে।
ইউহোন্না 3:36 را جستجو کنید
9
ইউহোন্না 3:14
মূসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন তেমনি ইব্ন্তেআদমকেও উঁচুতে তুলতে হবে
ইউহোন্না 3:14 را جستجو کنید
10
ইউহোন্না 3:35
পিতা পুত্রকে মহব্বত করেন এবং তাঁর হাতে সমস্তই দিয়েছেন।
ইউহোন্না 3:35 را جستجو کنید
خانه
كتابمقدس
برنامههای مطالعه
ویدیوها