Logo YouVersion
Îcone de recherche

যোহন 17

17
শিষ্যদের জন্য যীশুর প্রার্থনা
1এই সমস্ত কতা বলার পর যীশু স্বর্গের দিকে চোখ তুলে বললেন, পিতা, লগ্ন সমাগত। এখন তোমার পুত্রকে মহিমান্বিত কর যেন পুত্র তোমাকে মহিমান্বিত করতে পারে।#যোহন 11:41; 13:1 2সর্বমানবের উপরে আধিপত্য তুমি তাঁকে দিয়েছ। তাই যাদের তুমি তাঁর হাতে সমর্পণ করেছ, তাদের অনন্ত জীবন দান করার অধিকারও তাঁর আছে।#মথি 11:27; যোহন 13:3 3তুমিই যে একমাত্র সত্য ঈশ্বর এবং তুমিই যে যীশুখ্রীষ্টকে প্রেরণ করেছ-এই উপলব্ধির হল শাশ্বত জীবন।#১ যোহন 5:20; ১ থিষ 1:9 4যে কর্তব্যভার তুমি আমার উপর ন্যস্ত করেছ, সেই কর্তব্য সমাধা করে আমি এ জগতে তোমাদের মহিমান্বিত করেছি।#যোহন 4:34 5হে পিতঃ, জগত পূর্বে তোমার সঙ্গে যে মহিমায় আমি সংযুক্ত ছিলাম এখন তোমার সাক্ষাতে সেই মহিমায় আমায় মহিমান্বিত কর।#যোহন 1:1; 17:24; ফিলি 2:6
6এ জগতে যাদের তুমি আমায় দান করেছ, তাদের কাছে আমি তোমার স্বরূপ প্রকাশ করেছি। তারা তোমারই, তুমি তাদের আমাকে দিয়েছ, তারা পালন করেছে তোমারই আদেশ।#যোহন 17:9; মথি 3:9 7এখন তারা জেনেছে যে আমার যা কিছু, সব তোমারই দান। 8তোমার দেওয়া বাণী আমি তাদের দান করেছি, তারা তা গ্রহণ করেছে। নিশ্চিত ভাবে তারা জেনেছে যে আমি তোমারই কাছ থেকে এসেছি এবং বিশ্বাস করেছে যে তুমিই প্রেরণকর্তা।
9জগতের জন্য আমার এ বিনতি নয়, তাদেরই জন্য আমার বিনতি, কারণ যাদের তুমি আমায় দিয়েছ, তারা তোমারই।#যোহন 6:37-44; 17:20 10যা কিছু আমার সবই তোমার এবং যা কিছু তোমার, তা আমারই। তাদের দ্বারাই আমার মহিমা প্রকাশিত।#যোহন 16:15; লুক 15:31 11এ জগতে আমি আর থাকছি না, তোমার কাছে যাচ্ছি কিন্তু এরা এ জগতেই থাকছে। পবিত্রতম পিতা, যাদের তুমি আমার হাতে সমর্পণ করেছ, তোমার নামের মাহাত্ম্যেই তাদের রক্ষা কর যেন আমরা যেমন একাত্ম, তারাও তেমনি একাত্ম হয়।#যোহন 13:1; 10:30; 12:45; 14:9; 17:22; মথি 6:13 12তুমি যাদের আমায় দিয়েছ তাদের সঙ্গে আমি যখন ছিলাম তখন তোমার নামের গুণে আমি তাদের রক্ষণাবেক্ষণ করেছি। তাদের আর একজনও বিনষ্ট হয় নি শুধু সেই ব্যক্তি ছাড়া যার বিনাশ ছিল অবশ্যম্ভাবী-যেন শাস্ত্রের বাণী পূর্ণ হয়।#যোহন 6:39; গীত 41:9; 109:8; ২ থিষ 3:3; 2:3 13তোমার কাছে এবার আমি যাচ্ছি কিন্তু জগতে থাকতে থাকতেই এসব কথা আমি বলছি যেন আমারই আনন্দে তাদের হৃদয় পূর্ণ হয়।#যোহন 15:11 14তোমার বাণী আমি তাদের দিয়েছি তাই জগত তাদের ঘৃণা করে, কারণ আমার মত তারাও এ জগতের নয়।#যোহন 15:19 15আমার নিবেদন এই নয় যে তুমি তাদের জগত থেকে সরিয়ে নাও, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে তাদের তুমি রক্ষা কর।#২ থিষ 3:3; ১ যোহন 5:18; মথি 6:13; লুক 22:32; যিহুদা 24 16আমার মত তারাও এ জগতের নয়। 17তোমার বাক্যই সত্যস্বরূপ, সেই সত্যের দ্বারা তুমি তাদের শুচিশুদ্ধ কর।#২ থিষ 2:13; ২ শমু 7:28; গীত 119:160 18তুমি যেমন আমায় এ জগতে প্রেরণ করেছ তেমনি আমিও তাদের পাঠাচ্ছি জগদ্বাসীর কাছে।#যোহন 20:21 19তাদের জন্য আমি তোমার কাছে আত্মোৎসর্গ করছি যেন তারাও প্রকৃতই তোমার কাছে আত্মনিবেদন করে।#হিব্রু 10:10; ১ করি 1:30; 6:11
20শুধুমাত্র এদেরই জন্য নয় কিন্তু যারা তাদের প্রচার শুনে আমাকে বিশ্বাস করবে তাদের জন্যও আমার বিনতি, তারাও যেন একাত্ম হয়।#যোহন 17:9 21হে পিতা, তুমি যেমন আমার মধ্যে বিরাজমান এবং আমি তোমাতে বিরাজিত, তেমনি তারাও যেন আমাদের মাঝে একান্ত হয়ে বিরাজ করে যেন তার দ্বারা তুমিই যে আমাকে পাঠিয়েছ এ কথা জগতসংসার বিশ্বাস করতে পারে।#রোমীয় 12:5; ইফি 4:4; যোহন 14:11-20 22যে গৌরব তুমি আমায় দিয়েছ আমি সেই গৌরব তাদের দিয়েছি, যেন তারা আমাদেরই মত একাত্ম হয়।#প্রেরিত 4:22; যোহন 17:11 23তুমি যেমন আমাতে থাক, তেমনি আমি যদি থাকি তাদের অন্তরে, তাহলে তারা হবে সম্পূর্ণ একাত্ম। তখনই জগত জানবে যে তুমিই আমার প্রেরণকর্তা। আমাকে যেমন তুমি ভালবেসেছ তেমনি ভালবাস তাদেরও।#১ করি 6:17; যোহন 14:21-23,31; 16:27
24হে, পিতা, যাদের তুমি আমায় দান করেছ, আমার বিনতি আমি যেখানে থাকব তারাও যেন সেখানে থাকে এবং জগত পত্তনের আগেই ভালবেসে যে মহিমা আমায় তুমি দান করেছ, সেই মহিমা যেন তারা দর্শন করে।#যোহন 12:26; 14:3-28; 17:5; ইফি 1:4 25হে ধর্মময় পিতা, জগতসংসার যদিও তোমায় জানে না কিন্তু আমি তোমায় জানি এবং এরা জানে যে তুমি আমায় প্রেরণ করেছ। 26তোমার নামের মাহাত্ম্য আমি তাদের জ্ঞাত করেছি এবং জ্ঞাত করে যাব যেন আমার প্রতি তোমার যে প্রেম, সেই প্রেম সঞ্চারিত হয় তাদেরও অন্তরে, আর আমিও বিরাজ করি তাদের মাঝে।

Sélection en cours:

যোহন 17: BENGALCL-BSI

Surbrillance

Partager

Copier

None

Tu souhaites voir tes moments forts enregistrés sur tous tes appareils? Inscris-toi ou connecte-toi

Vidéo pour যোহন 17