পত্থম 36

36
এষৌ বংশগুন
1ইয়েন্‌ অলঅ এষৌর, অত্তাৎ ইদোম বংশগুনো কধা। 2এষৌ কনানীয় মিলেরে লোইয়্যে। সেই মিলেগুন অলাক্ হিত্তীয় এলোনর্ ঝি আদা আর হিব্বীয় সিবিয়োনর নাদিন্‌, অত্তাৎ অনার ঝি অহলীবামা। 3ইয়েন্‌ বাদেয়ো তে ইশ্মায়েলর ঝি, অত্তাৎ নবায়োত বোন বাসমতরেয়ো লোইয়্যে। 4ইগুন ভিদিরে আদার পেদত্‌ ইলীফস আর বাসমতর্ পেদত্‌ রূয়েলর জর্ম ওইয়্যে; 5আর অহলীবামার্ পেদত্‌ যিয়ূশ, যালম আর কোরহর জর্ম ওইয়্যে। কনান দেজত্‌ এষৌর এ বেক্‌ পুয়োগুনোর্ জর্ম ওইয়্যে।
6পরে এষৌ তা মোক্কুনোরে, পুয়ো-ঝি গুনোরে আর ঘরর্‌ বেক্কুনোরে গোরু, ভেড়া, অন্য য়েমানুন্‌ আর কনান দেজত্‌ কামেয়ে বেক্‌ ধন-সোম্বোত্তিগানি লোইনে তা ভেই যাকোবত্তুন্‌ বোউত্‌ দূরোত্‌ আর এক্কান্‌ দেজত্‌ গেলঅ। 7এষৌ আর যাকোবর য়েমান ধন এদক্‌ বেজ্ এলদে যে, তারার্ পক্ষে এক সমারে বজত্তি গরানা সম্ভব ন-অলঅ; তারা যিয়েনত্‌ এলাক সিয়েনত্‌ তারা দ্বিজনর্ য়েমান ঝাগকুন চোরেবাত্তে যগাজ্যে জাগা ন-এলঅ। 8সেনত্তে এষৌ সেয়ীরো মুড়ো-মুড়ি চাগালাত্‌ যেইনে গমেডালে বজত্তি গরা ধুরিলো। এষৌর আর এক্কান্‌ নাঙ্‌ এলদে ইদোম।
9ইয়েন অলঅ সেয়ীরো মুড়ো-মুড়ি চাগালাত্‌‌ ইদোমীয়গুনোর আগ মানুজ্‌ এষৌ বংশর কধা। 10এষৌ পুয়োগুনোর্ নাঙানি ইলীফস আর রূয়েল। ইলীফসে আদার পুয়ো আর রূয়েলে বাসমত পুয়ো। 11ইলীফস পুয়োগুন অলাক তৈমন, ওমার, সফো, গয়িতম আর কনস। 12এষৌ পুয়ো ইলীফসর তিম্না নাঙে এক্কো লাঙনি এলঅ। তা পেদত্‌ অমালেকর জর্ম ওইয়্যে। ইগুন বেক্কুন এষৌর মোক্‌ আদার নাদিন্। 13রূয়েল পুয়োগুন্‌ অলাক নহৎ, শম্ম আর মিসা। ইগুনে এষৌর মোক্‌ বাসমত নাদিন। 14সিবিয়োন নাদিন্নোর, অত্তাৎ অনার ঝি অহলীবামা পুয়োগুন্‌ অলাক যিয়ূশ, যালম আর কোরহ।
15এষৌর পুয়োগুনো ভিদিরে কয়েকজনে গুট্টির নেতা ওইয়োন। এষৌ দাঙর্‌ পুয়োবো ইলীফসর যে পুয়োগুন্‌ নেতা ওইয়োন্‌ তারা অলাক তৈমন, ওমার, সফো, কনস, 16কোরহ, গয়িতম আর অমালেক। ইদোম দেজত্‌ তারা এলাক আদার পুয়ো ইলীফস বংশধর। 17রূয়েলর যে পুয়োগুন্‌ গুট্টির্‌ নেতা ওইয়োন্‌ তারা অলাক নহৎ, সেরহ, শম্ম আর মিসা। ইগুনে এলাক এষৌর মোক্‌ বাসমত পুয়ো রূয়েল বংশধর। ইদোম দেজত্‌ তারা জর্ম ওইয়োন। 18এষৌ মোক্‌ অহলীবামার্ যে পুয়োগুন গুট্টির নেতা ওইয়োন্‌ তারা অলাক যিয়ূশ, যালম আর কোরহ। ইগুনে অলাক্‌ অনার ঝি অহলীবামার্ পুয়ো। 19ইগুনে এষৌর, অত্তাৎ ইদোম বংশ আর ভালোক্কুন্‌ গুট্টির্‌-নেতা।
সেয়ীরো বংশগুনোর্ নাঙানি
20-21হোরীয় সেয়ীর পুয়োগুনোর্‌ নাঙানি এলঅ লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর আর দীশন। ইগুনে ইদোম দেজত্‌ বজত্তি গোজ্যন্‌। ইদোম দেজত্‌ সেয়ীরো এ বেক্‌ পুয়োগুন হোরীয় গুট্টির নেতা এলাক। 22লোটন পুয়োগুনোর্ নাঙানি এলঅ হোরী আর হেমম। লোটন বোন্নো নাঙান্‌ তিম্না। 23শোবল পুয়োগুনোর্ নাঙানি অল্‌বন, মানহৎ, এবল, শফো আর ওনম। 24সিবিয়োনো পুয়োগুনোর্‌ নাঙানি এলঅ অয়া আর অনা। এ অনাই তা বাব সিবিয়োন গাধাগুন চোরেবাত্তে যেইনে ধূল্যেচর-চাগালা ভিদিরে গরম পানির উইপুদ্ চুগ্‌ পেয়েগোই। 25অনার পুয়োবো নাঙান এলঅ দিশোন আর ঝিবোর্ নাঙান অহলীবামা। 26দিশোন পুয়োবোর্‌ নাঙান এলঅ হিম্‌দন, ইশ্‌বোই, যিত্রণ আর করাণ। 27এৎসর পুয়োগুনোর্‌ নাঙান এলঅ বিল্‌হন, সাবন আর আকন। 28দীশন পুয়োগুনোর্ নাঙানি এলঅ ঊষ আর অরাণ। 29হোরীয় সদ্দারুনোর্‌ নাঙানি এলঅ লোটন, শোবল, সিবিয়োন, অনা, 30দিশোন, এৎসর আর দীশন। ইগুনে এলাক সেয়ীর, অত্তাৎ ইদোম দেজর হোরীয় জাদর ভালোক্কুন্‌ গুট্টির নেতা।
ইদোম দেজর রাজাগুন্‌
31ইস্রায়েলীয়গুনো ভিদিরে রাজ্‌ সুদোম্‌ আরাম্ভ অবার্‌ আগেদি ইদোম দেজত্‌ যে রাজাগুনে রাজাগিরি গোজ্যন্‌ ইয়েন্‌ অলঅ তারার কধা: 32বিয়োর পুয়ো বেলা ইদোম রাজা ওইয়্যে; তা রাজধানীর নাঙান এলঅ দিন্‌হাবা। 33বেলা মুরি যানার পরেদি তা জাগানত্‌ বস্রা শঅর সেরহর পুয়ো যোববে রাজা ওইয়্যে। 34যোববে মুরি যানার্‌ পরেদি তৈমনীয়গুনো দেজত্‌ হূশমে তা জাগানত্‌ রাজা ওইয়্যে। 35হূশমে মুরি যানার্‌ পরেদি তা জাগানত্‌ বদদর্ পুয়ো হদদে রাজা ওইয়্যে। তে মোয়াব দেজ মিদিয়নীয়গুনোরে অদেই দিয়্যে। তা রাজধানীর নাঙান এলঅ অবীৎ। 36হদদে মরানার পরেদি তা জাগানত্‌ মস্রেকা শঅরর্ সম্ল রাজা ওইয়্যে। 37সম্ল মরানার পরেদি তা জাগানত্‌ সে চাগালার্‌ গাঙ পারর্‌ রহোবোৎ শঅরর্ শৌলে রাজা ওইয়্যে। 38শৌলে মরানার পরেদি তা জাগানত্‌ অক্‌বোরর্ পুয়ো বাল্‌হাননে রাজা ওইয়্যে। 39অক্‌বোরর্ পুয়ো বাল্‌হাননে মরানার্ পরেদি তা জাগানত্‌ হদরে রাজা ওইয়্যে। তা রাজধানীর নাঙান এলঅ পায়ূ, আর তা মোক্কো নাঙান এলঅ মহেটবেল। তে মট্রেদর্ ঝি আর মেষাহবর্ নাদিন্‌।
40এষৌর যিদুক্কুন্‌ বংশর্ মানুচ্ নানান্‌ গুট্টি আর চাগালাত্‌ নেতা এলাক তারা নাঙানি অলঅ তিম্ন, অল্‌বা, যিথেৎ, 41অহলীবামা, এলা, পীনোন, 42কনস, তৈমন, মিব্‌সর, 43মগ্‌দীয়েল আর ঈরম। ইগুনে এলাক্‌ ইদোমীয়গুনো পূরোণি মানুচ্ এষৌ বংশর মানুচ্ আর ইদোমীয় সদ্দার। দেজর্‌ যেদক্কানি চাগালাত্‌‌ তারা বজত্তি গুরিদাক্‌ তারা নাঙানি ধগে সে চাগালার্‌ নাঙানি দিয়া ওইয়্যে।

נבחרו כעת:

পত্থম 36: CBT

הדגשה

שתף

העתק

None

רוצים לשמור את ההדגשות שלכם בכל המכשירים שלכם? הירשמו או היכנסו