পত্থম 39

39
যোষেফে আর পোটীফর মোক্কো
1এ ভিদিরে যোষেফরে মিসর দেজত্‌ নেযা ওইয়্যে। ইশ্মায়েলীগুনে তারে সিধু নেযেয়োন্‌। সিয়েনত্‌ পোটীফর নাঙে ফরৌণর এক্কো মিসরীয় চাগর্‌ যোষেফরে তারাত্তুন্‌ কিনি নেযেল। পোটীফরে এলঅ ফরৌণর রোক্ষ্যে গুরিয়্যেগুনোর নেতা। 2লগেপ্রভু যোষেফ লগে লগে এলঅ। সেনত্তে তে বেগ্‌ কামানি গমে-ডালে গুরি পাজ্যে। তারে তা মিসরীয় গিরোজ ঘরত্‌ রাগা ওইয়্যে। 3লগেপ্রভু যে তা লগে লগে এলঅ আর তা আদে বেক্‌ কামানি গমে-ডালে গরের্ সিয়েন্‌ তা গিরোজ্‌সো দেগিলো। 4সেক্কে যোষেফে তার গম্‌চোগেদি দেগিলো আর তে তারে তার্‌ নিজো চাগর্‌ ইজেবে নেযেল। তার ঘর-সংসার্ আর বেক্‌ সোম্বোত্তিগানি চেবার্‌ খেমদাগান্‌ তে তা উগুরে দিলো। 5যোষেফরে এ বেক্‌ খেমতাগান্‌ দেনার্‌ পরেদি যোষেফত্তে লগেপ্রভু সে মিসরীয় গিরোজ্‌সোরে বেক্কানিদ্‌ বর্ দিলো। পোটীফর ঘর-দোর্‌ আর ক্ষেত-ক্ষেত্তি বেক্কানিদ্‌ লগেপ্রভু বর্ দিলো 6ইয়েন্‌ দেগিনে পোটিফরে সিয়েনি বেক্ ভারান যোষেফ উগুরে ছাড়ি দিলো। যোষেফ উগুরে বেক্‌ ভারান এলঅ বিলিনে পোটিফরে নিজো হানাগান বাদে আর কনকিজুত্ চিদে-চজ্জা ন-গুরিদো।
যোষেফ কিয়্যে গঠনান্‌ আর চেঙারাগান্‌ দোল্‌ এলঅ। 7কয়েক্‌ দিনো ভিদিরে যোষেফে তা গিরোজ মোক্কো চোগোত্‌ পুড়িলো। একদিনে তে যোষেফরে কলঅ, “মঅ বিচ্ছোনত্‌ আয়।”
8মাত্তর্‌ যোষেফে সেক্কে রাজী ন-অলঅ। তে কলঅ, “চাহ্, মুই এ ঘরত্‌ আগং বিলি মর্‌ গিরোজ্‌সো কনঅ কিজুত্তে চিদে-চজ্জা ন-গরে। বেক্ কাম ভারান তে মঅ উগুরে গোজেই দিয়্যে। 9এ ঘরত্‌ মঅ উগুরে আর কনজন্‌ নেই। তুই তার্‌ মোক্‌, সেনত্তে বানা তরে বাদে আর বেক্কুনোরে তে মঅ তলেদি রাগেয়্যে। এ অবস্থাত্‌ মুই কিঙিরিনে এদক্‌ দাঙর্‌ এক্কান্‌ জঘন্য কাম্‌ গুরিনে গোজেন মুজুঙোত্ পাব্‌ গুরি পারং?”
10পোটিফর মোক্কো দিনর পর দিন তে পাগা ধুরিলো। মাত্তর্‌ যোষেফে তা লগে থেবার্‌ এ কোজোলীগান্‌ কান ন-পাদিলো, এন্‌ কি, তার কায়-কুরে থেবাত্তেয়ো রাজি ন-অলঅ।
11একদিন্‌ কনঅ এক কামত্তে যোষেফে ঘরঅ ভিদিরে গেলঅ। সেক্কে ঘরত্‌ কনজন্‌ ন-এলাক। 12এ সময়ানত্‌ পোটীফর মোক্কো যোষেফ কাবড়ান টানি ধুরিনে কলঅ, “মঅ বিচ্ছোনত্‌ আয়।” যোষেফে সেক্কে কাবড়ান্‌ তা আদত্‌ ফেলেই রাগেইনে বারেদি ধেই গেলঅ।
13-14যোষেফে তা আদত্ কাবড়ান্‌ ফেলেইনে বারেদি ধেই যেইয়্যে দেগিনে পোটীফর মোক্কো তা ঘর চাগরুনোরে ডাগিনে কলঅ, “চঅ, চঅ, তে আমারে অগমান্‌ গুরিবাত্তে এ ইব্রীয় মানুচ্চ্যরে আমা ইধু আন্যে। মঅ ইজ্জোত্‌ হেই দিবার ফন্দি নিইনে তে মঅ ঘরত্‌ চোম্মেগি। সেক্কে মুই দাঙর্‌ দাঙর্‌ রঅ-ছারি উদিলুং। 15মঅ রবো আর ডাগা-ডাগি শুনিনে তে তা কাবড়ান্‌ মঅ-মুজুঙোত্ ফেলেইনে বারেদি ধেই যেইয়্যে।”
16যোষেফ গিরোজ্‌সো ঘরত্‌ ফিরি-ন এজানা সং কাবড়ান্‌ তে তা মুজুঙোত্‌ রাগেল। 17পরেদি তে পোটীফর মুজুঙোত্ এ কধাগান্‌ জানেবাত্তে যেইনে কলঅ, “তুই যে ইব্রীয় চাগর্‌বো আমা ইধু আন্ন্যস্‌ তে মরে অগমান্‌ গুরিবার্‌ ফন্দিলোই মঅ ঘরত্‌ চোম্মেগোই। 18মাত্তর্‌ মুই রঅ ছাড়ানায় তে মঅ মুজুঙোত্‌ তা কাবড়ান্‌ ফেলেইনে বারেদি ধেই গেলঅ।”
19মোক্কো কধাগান্‌ শুনিনে যোষেফ গিরোজ্‌সো রাগে আগুন ধোক্ক্যেন অলঅ, কিত্তে তা মোক্কো কোইয়্যেদে, “এবাবোত্যে বেবহার তঅ চাগর্‌বো মঅ লগে গোজ্যে।” 20-21সেক্কে পোটীফরে যোষেফরে জেলোত্‌ দিলো। সে জাগানত্‌ রাজ্‌ বন্দীগুনোরে বানি রাগা অদঅ। মাত্তর্‌ জেলো ভিদিরেয়ো লগেপ্রভু যোষেফ লগে লগে এলঅ। তে তা উগুরে বিশ্বেজ্ রাগেল আর এধোক্ক্যেন গুরিলো যেন যোষেফে জেলখানাত্‌ রাগেয়্যে দাঙর্ নেতাবো গম চোগেদি দেগে। 22জেলখানাত্‌ রাগেয়্যে দাঙর নেতাবো জেলোর্‌ বেক্‌ বোন্দিগুনো ভারান যোষেফ উগুরে দিলো যেন সিয়েনর বেক্‌ কামানি যোষেফ আওজ্ মজিম অয়। 23যোষেফ আদত্‌ যে কাম ভারান এলঅ সিয়েনি জেলখানাত্‌ রাগেয়্যে দাঙর্ নেতাবোর আর দেগাশুনো গরা ন-পুড়িদো, কিত্তে লগেপ্রভু যোষেফ লগে এলঅ, আর ইয়েনত্তে যোষেফে যিয়েনত্‌ আত্‌ দিদো সিয়েনত্‌ লগেপ্রভু দোয়্যে গত্ত।

נבחרו כעת:

পত্থম 39: CBT

הדגשה

שתף

העתק

None

רוצים לשמור את ההדגשות שלכם בכל המכשירים שלכם? הירשמו או היכנסו