লূক ভূমিকা

ভূমিকা
লূক নামে সিপারাটি পবিত্র ইঞ্জিল শরীফের একটি গুরুত্বপূর্ণ সিপারা। এই সিপারাটির সংগে প্রেরিত্‌ নামে যে সিপারাটি আছে তা তেলাওয়াত করলে হযরত ঈসা মসীহের জীবনের ও ঈসায়ী জামাতের শুরুর সম্পূর্ণ ইতিহাস জানা যায়। হযরত লূক তাঁর সুসংবাদের মধ্যে এমন বিষয়গুলো লিখেছিলেন যা সকলেই পড়তে পছন্দ করে। সেখানে হযরত ঈসা মসীহ্‌কে সমস্ত জাতির লোকদের নাজাতদাতা হিসাবে উপস্থিত করা হয়েছে। হযরত ঈসা মসীহের মানবতার উপর জোর দেওয়া হয়েছে এবং প্রত্যেকের উপর তার মনোযোগের কথাও বলা হয়েছে। এছাড়া হযরত লূক মুনাজাত, শুকরিয়া, প্রশংসা ও আনন্দের উপর এবং দারিদ্র্য ও ধন-সম্পত্তির বিষয়ে শিক্ষার উপর জোর দিয়েছেন।
বিষয় সংক্ষেপ:
(ক) সূচনা (১:১-৪ আয়াত)
(খ) ইব্‌ন্তেআদমের আগমন (১:৫-২:৫২ আয়াত)
(গ) জনসাধারণের সামনে ইব্‌ন্তেআদম (৩:১-৪:১৩ আয়াত)
(ঘ) ইব্‌ন্তেআদমের কাজ (৪:১৪-২১:৩৮ আয়াত)
(ঙ) ইব্‌ন্তেআদমের কষ্টভোগ ও মৃত্যু (২২,২৩ রুকু)
(চ) ইব্‌ন্তেআদমের পুনরুত্থান ও নিজেকে প্রকাশ (২৪ রুকু)

ទើបបានជ្រើសរើសហើយ៖

লূক ভূমিকা: MBCL

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល