আদিপুস্তক 36

36
এষৌর বংশ তালিকা
(১ বংশা 1:34-37)
1এষৌ ওরফে ইদোমের বংশতালিকা নিম্নরূপ: 2এষৌ কনানী রমণীদের পত্নীরূপে গ্রহণ করেছিলেন। হিত্তীয় এলোনের কন্যা আদা, হিব্বীয় সিবিয়োনের নাতনী ও আনার কন্যা অহলিবামা, এবং#আদি 26:34 3ইশ্মায়েলের কন্যা ও নবায়োতের ভগিনী বাসেমাৎকে তিনি বিবাহ করেছিলেন।#আদি 28:9 4এষৌর স্ত্রী আদার পুত্র ছিল এলিফাস ও বাসেমাতের পুত্র ছিল রুয়েল। 5অহলিবামার পুত্র যিয়ুশ, যালম এবং কোরহ। এষৌর এই পুত্রেরা কনান দেশে ভূমিষ্ঠ হয়েছিল। 6পরে এষৌ তাঁর স্ত্রীদের ও পুত্র-কন্যা, পরিবারের সকল লোক, পশুপাল এবং কনানদেশে অর্জিত সমস্ত ধনসম্পদ নিয়ে তাঁর ভাই যাকোবের কাছ থেকে দূরে অন্যদেশে চলে গেলেন। 7সম্পদ প্রচুর হওয়াতে তাঁদের উভয়ের একত্রে বসবাস করা সম্ভব হল না। যে দেশে তাঁরা বাস করছিলেন সেখানে তাঁদের পশুপাল চরানোর জন্য যথেষ্ট জায়গা ছিল না। 8সেই জন্যই এষৌ সেয়ীরের পার্বত্য অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করলেন। এষৌ-ই হলেন ইদোম।
9সেয়ীরের পার্বত্য অঞ্চলনিবাসী ইদোমীদের আদিপুরুষ এষৌর বংশ তালিকা নিম্নরূপ: 10এষৌর পুত্রদের নাম-এষৌর স্ত্রী আদার পুত্র এলিফাস, এষৌর অপর স্ত্রী বাসেমাতের পুত্র রুয়েল। 11এলিফাসের পুত্র: তেমান, ওমর, সফো, গয়িতাম ও কেনাস্‌। 12এষৌর পুত্র এলিফাসের তিম্না নামে এক উপপত্নী ছিল। তার গর্ভে এলিফাসের পুত্র অমালেকের জন্ম হয়। এরা সকলেই এষৌর স্ত্রী আদার পুত্র এবং পৌত্রাদি।
13রুয়েলের পুত্র নাহাৎ, সেবাহ, শাম্মা ও মিস্যা। এরা সকলেই এষৌর স্ত্রী বাসেমাতের পৌত্রাদি। 14এষৌর অন্য স্ত্রী সিরিয়োনের নাতনী, আনার কন্যা অহলিবামার সন্তানদের নাম যিয়ুশ যালম ও কোরহ। 15এষৌর বংশ সম্ভূত কুলপতিদের তালিকা: এষৌর জ্যেষ্ঠপুত্র এলিফাসের পুত্র তেমান, ওমর, সফো ও কেনাস্: কোরাহ, গয়িতাম, ও অমালেক। 16এলিফাসের বংশধর ইদোম দেশের এই কুলপতিরা আদার পুত্র পৌত্রাদি। এষৌর পুত্র রুয়েলের সন্তান,নাহাৎ,সেরাহ্, 17শাম্মা ও মিস্যা। ইদোম দেশে রুয়েলের বংশধর এই কুলপতিরা এষৌর স্ত্রী বাসেমাতের পৌত্রাদি। 18এষৌর স্ত্রী অহলিবামার সন্তানঃ যিয়ুশ, যালম ও কোরহ। আনার কন্যা ও এষৌর স্ত্রী অহলিবামা উক্ত কুলপতিদের জননী। 19এঁরা সকলেই এষৌ ওরফে ইদোমের বংশধর ও কুলপতি।
সেয়ীরের বংশধর
(১ বংশা 1:38-42)
20ঐ দেশের আদিবাসী হোরী উপজাতির লোক সেয়ীরের সন্তানঃ লোটন, শোবল, শিরিয়োন, আনা, দিশোন,এৎসের এবং দীশান। 21সেয়ীরের এই পুত্রেরা ইদোম দেশের হোরী উপজাতির কুলপতি ছিলেন। 22লোটনের পুত্র: হোরী ও হেমাম। 23তিম্না ছিল লোটনের ভগিনী। শোবলের পুত্র: আল্‌বান্‌, মানাহাৎ, এবাল, শেফো এবং ওনাম। 24শিরিয়োনের পুত্র আয়া এবং আনা। এই আনাই প্রান্তরে তার পিতার গাধার পাল চরানোর সময় উষ্ণ প্রস্রবণ আবিষ্কার করেছিল।
25-26আনার পুত্র দিশোন এবং কন্যা অহলিবামা। দিশোনের পুত্র হেমদান, এষবান যিত্রান ও কেরাণ। 27এৎসের পুত্র বিলহান, সাবন ও আকন।
28দীশানের পুত্র ঊষ ও অরান।
29হোরী উপজাতির কুলপতিদের তালিকা নিম্নরূপ: লোটন, শোবল, সিবিয়োন, আনা, দিশোন, এৎসের, দীশান। 30এঁরা হলেন সেয়ীর দেশের হোরী উপজাতির বিভিন্ন কুলের কুলপতি।
ইদোমের নৃপতিবৃন্দ
(১ বংশা 1:43-44)
31ইসরায়েলীদের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগে নিম্নবর্ণিত নৃপতিরা ইদোম দেশে রাজত্ব করতেনঃ 32বিয়োরের পুত্র বেলা ছিলেন ইদােমের নৃপতি। 33বেলার মৃত্যুর পরে বস্‌রানিবাসী সেরহের পুত্র যোবর রাজা হলেন। 34যোবরের মৃত্যুর পরে তেমান দেশের হুশাম রাজা হন। 35হুশামের মৃত্যুর পরে বেদাদের পুত্র হাদাদ রাজা হন। ইনি মোয়াবের প্রান্তরে মিদিয়নকে পরাস্ত করেছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল আবিৎ।
36হাদাদ গত হলে মাস্‌রেকা নিবাসী সামলা রাজা হন। 37সামলার পরে ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রহবোৎ নিবাসী শৌল রাজা হন। 38শৌলের পর আকবোরের পুত্র বালহানন রাজা হন। 39আকবোরের পুত্র বালহাননের পর হাদার রাজা হন। তাঁর রাজধানীর নাম পাউ। তাঁর রাণীর নাম মহেটাবেল। ইনি মাট্রেদের কন্যা এবং মেজাহাব দেশের কন্যা ছিলেন।
40এষৌর বংশধর যাঁরা বিভিন্ন গোষ্ঠী ও এলাকার কুলপতি ছিলেন তাঁদের নাম: 41-42তিম্‌না, আল্‌বা, যিথেৎ, অহলিবামা, এলা, পীনোন, কেনাস, তেমান, মিবসার, মগদিয়েল ও ঈরাম। 43এঁরা সকলেই ইদোম দেশের অধিকৃত অঞ্চলে নিজেদের এলাকায় কুলপতি ছিলেন। ইদোমীদের আদি পুরুষ হলেন এষৌ।

하이라이트

공유

복사

None

모든 기기에 하이라이트를 저장하고 싶으신가요? 회원가입 혹은 로그인하세요