আদিপুস্তক 7

7
1প্রভু পরমেশ্বর নোহকে বললেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর। এই কালের লোকদের মধ্যে আমার দৃষ্টিতে তুমিই একমাত্র ধর্মপরায়ণ। 2তুমি প্রত্যেক জাতের শুচি পশুর স্ত্রী-পুরুষে মিলিয়ে সাতজোড়া এবং প্রত্যেক জাতের অশুচি পশু স্ত্রী পুরুষে মিলিয়ে একজোড়া সঙ্গে নাও। 3পাখিদেরও স্ত্রী পুরুষে মিলিয়ে সাতজোড়া সঙ্গে নেবে যাতে পৃথিবীতে তাদেরও বংশরক্ষা হয়। 4সাতদিন পরে আমি পৃথিবীতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টিপাত করব এবং আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করব। 5নোহ প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ করলেন। 6নোহের ছয়শো বছর বয়সে পৃথিবী বন্যায় প্লাবিত হল।
7বন্যা থেকে বাঁচার জন্য নোহ তাঁর স্ত্রী পুত্র ও পুত্রবধূদের নিয়ে জাহাজে প্রবেশ করলেন।#মথি 24:38-39; লুক 17:27 8-9ঈশ্বর নোহকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মত প্রত্যেক জাতের শুচি ও অশুচি পশু, পাখি এবং ভূচর যাবতীয় প্রাণীর স্ত্রী-পুরুষ সহ জোড়া জোড়া নোহের সঙ্গে জাহাজে প্রবেশ করল। 10আর সাতদিন পরে সারা পৃথিবী বন্যার জলে প্লাবিত হল।
11নোহের ছয়শো বছর বয়সে দ্বিতীয় চান্দ্র মাসের সতেরো দিনের দিন মহাজলধির সমস্ত উৎস খুলে গেল এবং আকাশের বাতায়নগুলি উন্মুক্ত হল।#২ পিতর 3:6 12আর চল্লিশ দিন ও চল্লিশ রাত ধর পৃথিবীতে অবিরত বৃষ্টিপাত হতে লাগল। 13সেই দিনই নোহ এবং তাঁর পুত্রেরা, শেম, হাম ও যাফত, নোহের স্ত্রী এবং তাঁর তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করলেন। 14তাঁদের সঙ্গে সকল জাতের বন্য পশু, গৃহপালিত পশু, ভূচর সরীসৃপ, পাখি ও সকল জাতের খেচর প্রাণী, 15ও সকল জাতের জীবজন্তু জোড়ায় জোড়ায় নোহের সঙ্গে জাহাজে প্রবেশ করল। 16নোহকে ঈশ্বর যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী সকল জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ জাহাজে প্রবেশ করল। তারপর ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন।
17চল্লিশ দিন অবিরত বর্ষণে পৃথিবী প্লাবিত হল। জল বেড়ে যাওয়ার ফলে জাহাজটি মাটি ছেড়ে অনেক উপরে ভেসে উঠল। 18বন্যা প্রবল হওয়ায় পৃথিবীর উপরে জলের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পেল এবং জাহাজটি জলের উপর ভাসতে লাগল। 19পৃথিবীতে বন্যার জলোচ্ছ্বাস এত প্রচণ্ড হল যে আকাশের নীচে সুউচ্চ পর্বতগুলি জলমগ্ন হল। 20পর্বতগুলির উপর দিয়ে বন্যার জল ছাপিয়ে গেল এবং জলস্তর বাড়তে বাড়তে পর্বত চূড়ার উপরে পনেরো হাত উঁচু হয়ে গেল। 21ফলে ভূচর সমস্ত প্রাণী, পাখি, গৃহপালিত ও বন্য পশু, সরীসৃপ ও সমস্ত মানুষ মারা গেল। 22প্রাণবয়ুবিশিষ্ট স্থলচর সকল জীবই মৃত্যুমুখে পতিত হল। 23এইভাবে ঈশ্বর পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী, মানুষ, পশু, সরীসৃপ ও খেচর পাখি ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করলেন। পৃথিবী থেকে তারা সকলেই লুপ্ত হল, কেবল নোহ এবং জাহাজে তাঁর সঙ্গে যারা ছিল তারাই প্রাণে বাঁচল। 24সারা পৃথিবী বন্যার জলে একশো পঞ্চাশ দিন প্লাবিত হয়ে রইল।

하이라이트

공유

복사

None

모든 기기에 하이라이트를 저장하고 싶으신가요? 회원가입 혹은 로그인하세요