1
আদি পুস্তক 7:1
বাংলা সমকালীন সংস্করণ
সদাপ্রভু পরে নোহকে বললেন, “তুমি ও তোমার সম্পূর্ণ পরিবার জাহাজে প্রবেশ করো, কারণ এই প্রজন্মে আমি তোমাকেই ধার্মিকরূপে খুঁজে পেয়েছি।
Kokisana
Luka আদি পুস্তক 7:1
2
আদি পুস্তক 7:24
150 দিন ধরে জল পৃথিবীকে প্লাবিত করে রাখল।
Luka আদি পুস্তক 7:24
3
আদি পুস্তক 7:11
নোহের জীবনকালের 600 তম বছরের, দ্বিতীয় মাসের সপ্তদশতম দিনে—সেদিন ভূগর্ভস্থ জলের সব উৎস বিস্ফোরিত হল, এবং আকাশের জলনিকাশের সব পথ খুলে গেল।
Luka আদি পুস্তক 7:11
4
আদি পুস্তক 7:23
পৃথিবীর বুকে যত জীবিত প্রাণী ছিল, সবাই নিশ্চিহ্ন হয়ে গেল; মানুষজন ও পশু এবং সরীসৃপ জীব ও আকাশের পাখি, সবাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। শুধুমাত্র নোহ এবং জাহাজে যারা তাঁর সাথে ছিল, তারাই বাদ পড়ল।
Luka আদি পুস্তক 7:23
5
আদি পুস্তক 7:12
আর চল্লিশ দিন ও চল্লিশ রাত পৃথিবীতে বৃষ্টি পড়ল।
Luka আদি পুস্তক 7:12
Ndako
Biblia
Bibongiseli
Bavideo